কাভার্ডভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে ইটালী প্রবাসী ২ যুবকের মৃত্যু


চাঁদপুরে প্রান জুশের কাভার্ডভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে শহরের পুরাণ বাজারে মটর বাইকের ২ যুবক মো. অভি (১৭) ও মো. নিলয় (২২) এর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কের ইত্যাদি নামক মেশিনারী দোকানের সন্নিকটে।
নিহত অভি পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালাম দেওয়ান ও নিলয় একই এলাকার মো. সেলিম মালের ছেলে। তাদের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার নরিয়া গরিশা এলাকায়। তাদের সে গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মটর বাইকযোগে নিলয় ও অভি পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে আসছিল। ঘটনাস্থলে আসলে দ্রুতগামী মটর বাইকের সাথে প্রাণ কোম্পানীর কাভার্ডভ্যানের সংঘর্ষ লেগে ২জন আরোহীসহ মটর বাইকটি কাভার্ডভ্যানের চাক্কার নীচে পৃষ্ঠ হয়। তাৎক্ষনিক লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বিলাল হোসেন জানান, হাসপাতালের আনার পর অভির মৃত্যু হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে নিলয়কে ঢাকায় রেফার করলে শহরের ওয়ারলেছ বাজার এলাকায় এ্যাম্বুলেন্সে নিলয় মারা যায়।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে নিহতদের স্বজনরা হাসপাতালে আসেন এবং কান্নায় ভেঙে পড়েন। নিহতদের ভগ্নিপতি হুদয় মোল্লা জানান, নিলয় ও অভি তাদের অভিভাবকদের সাথে ইতালি থাকেন। তাদের চাচাত বোনের বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ১০ ফেব্রুয়ারী দেশে এসেছেন।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ঘটনার পর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান দুটি মরদেহের সুরতাহল করেছেন। দুর্ঘটনায় কবলিত মটর বাইক ও কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-৩৭৬৫) জব্দ করে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়েছে এবং হেলফার ইসমাইল হোসেন থানা হেফাজতে আছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং হেলফার আটক আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন