কিশোর গ্যাংয়ের পদচারণায় অতিষ্ট পৌরবাসী


চাঁদপুর শহরের নাজির পাড়া, তালতলা ও বাসস্ট্যাড এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর এসব এলাকার ২৫/৩০ জনের একটি দল শহরের বিপনীবাগ, তলাতলা এলাকায় পথচারীদের মোবাইল ফোন ও অর্থ হাতিয়ে নিয়ে যাচ্ছে। গত ১ মার্চ সন্ধ্যায় পবিত্র মাহে রমজানের প্রথম তারাবির নামাজ চলার সময় মাহিদ, ইমন, আওয়ানসহ আরো কয়েকজন বন্ধু মিলে শহরের বিপনিবাগ এলাকা দিয়ে যাওয়ার সময় ২০/২৫ জনের কিশোর গ্যাংয়ের একটি দল তাদের গতিরোধ করে। তাদের কাছে মোবাইল ছিনিয়ে নিতে চেষ্টা করে। তারা তাদের মোবাইল না দিলে ক্ষিপ্ত হয়ে এলোপাথড়ি দেশীয় অস্ত্র দ্বারা তাদেরকে মারধর শুরু করে। এক পর্যায়ে মাহিদ নামের এক কিশোরের মাথায় দেশীয় অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে। আহত কিশোরকে কিছু পথচারী উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনার পর আহত কিশোর মাহিদের পরিবার চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখকৃত কিষোর গ্যাংয়ের সদস্যরা হলেন, তালতলা গাজী বাড়ির মজিব গাজীর ছেলে দিদার, এরশাদ গাজীর ছেলে জুনায়েদ, শফিক গাজীর ছেলে আল আমিনসহ ঐ এলাকার ও নাজির পাড়ার মিনহাজ, তামিম, প্রান্ত, নাঈম, তাহসান, জুবায়েদসহ অজ্ঞাত ২০ জনের কথা অভিযোগে উল্লেখ করা হয়।
ভোক্তভুগি পরিবার এই কিশোর গ্যাংদের অত্যাচারের হাত থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা ও সু-দৃষ্টি কামনা করছেন। এবং এদেরকে দ্রুত আটক করে বিচারের আওতায় আনার দাবি জানান।
আপনার মতামত লিখুন