খুঁজুন
শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র, ১৪৩১

রেইনবো হাসপাতালের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মনির হোসেন খান
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ
রেইনবো হাসপাতালের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চাঁদপুর জেলার স্বনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান চাঁদপুর রেইনবো হাসপাতালের সৌজন্যে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুরান বাজার জাফরাবাদ এলাকায় অবস্থিত পুরান বাজারের ঐতিহ্যবাহি জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে এই ফ্রী মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। সোমবার সাকালে সাধারন রোগী এবং মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদেরকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও তাদের মাঝে প্রয়োজনীয় ঔষধ বিতরন করা হয়।
রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন চাঁদপুরের কৃতি সন্তান লেপোরস্কিক সার্জন ও প্রখ্যাত রোবোটিক সার্জন ডাক্তার এ.কে.এম. ফরিদউদ্দিন।
ছাত্র শিক্ষকগন ফ্রী চিকিৎসা সেবা পেয়ে তারা অত্যন্ত উপকৃত এবং খুশি হন এবং তারা ডাক্তার ফরিদউদ্দিনকে প্রাণ ভরে দোয়া করেন। পাশাপাশি এই ফ্রী মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করবার জন্য রেইনবো হাসপাতালের পরিচালক এনামুল কাদের অপুকে ও তার রেইনবো হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
রেইনবো হাসপাতালের সৌজন্যে ফ্রী মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন রেইনবো হাসপাতালের পরিচালক এনামুল কাদের অপু এবং জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসার সন্মানিত শিক্ষক ও স্তুানীয় ব্যক্তিবর্গ।