জরাজীর্ণ বিদ্যালয়ের ছাদ ভেঙে পড়লো মাথায়, আহত শিক্ষক শিক্ষার্থী


মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের অন্তর্গত ভানুড়পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে ছাদের ভিম ভেঙে পড়লো শিক্ষক ও অবুঝ শিক্ষার্থীদের উপরে।
২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ৩৪ নং ভানুড়পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা আনুমানিক ১১ টায় দ্বিতীয় শ্রেণির পাঠদান চলাকালীন সময়ে উক্ত ক্লাসের ছাদের একাংশ বিকট শব্দ করে শিক্ষক শিক্ষার্থীদের উপরে ভেঙে পড়ে, এমতাবস্থায় কিছু অবুঝ শিক্ষার্থী আহত হয় এবং বাকিরা চিতকার করে বাহিরে বের হতে সক্ষম হয় উপস্থিত শিক্ষকদের তত্ত্বাবধানে।
উক্ত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা মনোয়ারা বেগম জানান, দীর্ঘদিন যাবত এই স্কুলটি ঝুঁকি পূর্ণ অবস্থায় আছে, এমতাবস্থায় বিদ্যালয়ে পাঠদানের কোন পরিবেশ নাই, স্কুলের দেয়ালে ফাটল ধরেছে বিভিন্ন যায়গায়, ছাদের বিভিন্ন অংশ ভেঙে পড়ছে, বৃষ্টি হলে পানি পড়ে শিক্ষার্থীদের উপরে, স্কুলের মাঠ ভরাট না থাকায় স্কুলের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের পানি স্কুল বারান্দায় এসে পড়েছে, স্কুলে ক্লাস চালানোর কোন পরিবেশ নেই। ঝুঁকি পূর্ণ স্কুলে এলাকাবাসী তাদের বাচ্চাদেরকে আর পড়াতে চায়না। স্কুলটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে।
ইতিপূর্বে অনেকবার বিভিন্ন পত্রিকা এবং মিডিয়া নিউজ সহ মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার ও এলাকার চেয়ারম্যানকে জানানোর পরেও বিগত চার পাঁচ বছরেও কোন কোন কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে আজকে মতলব দক্ষিণ উপজেলার সহকারী শিক্ষা অফিসার (স্কুলের ভারপ্রাপ্ত সভাপতি) মুজিবুর রহমানকে বিষয়টি দ্রুত জানালে শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নিতে বলেন এবং অনতিবিলম্বে স্কুলটি পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক ও এলাকাবাসী দ্রুত এই ঝুঁকি পূর্ণ স্কুলটির পুননির্মাণ এবং স্কুল মাঠ ভরাটের জোর দাবি জানিয়েছেন, কোন কার্যকরী পদক্ষেপ না নিলে তাদের সন্তানদের জীবন বাজী রেখে উক্ত স্কুলে আর পাঠদান করাবেন না বলে জানান। এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ, সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যাক্তি বর্গ সহ সর্বস্তরের সামর্থ্যবান জনগণের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন