খুঁজুন
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র, ১৪৩২

আমি মনোনয়ন পেলে সবাইকে নিয়ে কাজ করব : ব্যারিস্টার মোঃ কামাল উদ্দিন

​মোঃ সাখাওয়াত হোসেন হৃদয়
প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ
আমি মনোনয়ন পেলে সবাইকে নিয়ে কাজ করব : ব্যারিস্টার মোঃ কামাল উদ্দিন

শাহরাস্তিতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা। চাঁদপুর-৫ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে হাজারো মানুষ এ র‍্যালিতে অংশ নেন।

উপজেলা সদর থেকে মাজার রোড পর্যন্ত সড়কজুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, পতাকা মিছিল, ঢাক-ঢোল আর স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

​প্রধান বক্তা ব্যারিস্টার কামাল উদ্দিন তার বক্তব্যে বলেন, “দেশের মানুষের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের আকাঙ্ক্ষা পূরণের একটি মঞ্চ।”

​তিনি আরও বলেন, “আমরা জনগণের ভোটাধিকার এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের লক্ষ্য হলো এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা যেখানে প্রতিটি মানুষ সুবিচার ও সম-অধিকার পাবে।”

​চাঁদপুর-৫ আসনের রাজনীতির মাঠে ব্যারিস্টার কামাল উদ্দিনের সক্রিয় উপস্থিতি ইতিমধ্যেই আলোচনায় এসেছে। তরুণদের আশা জাগানো এই আইনজীবী বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। আমার প্রতিশ্রুতি হলো, এই আসনের প্রতিটি মানুষ যেন নিজের ভোটাধিকার ভোগ করতে পারে, যেন ন্যায়বিচার ও উন্নয়নের সুফল সমানভাবে পায়।”

বিএনপির আগামী পথচলা হবে জনগণকে সাথে নিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলন। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

​শাহরাস্তি পৌরসভা বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র পৌর সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী।

​এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেরাজুন্নবী রাজু, পৌর নেতা এ.এস.এম. লিটন, পৌর যুবদলের সদস্য সচিব মো. আবদুল কাইয়ুম রিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, শ্রমিক দলের নেতা রফিকুল ইসলাম, মনির মিয়াজি এবং ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নেপালে দ্রুত ছড়াচ্ছে আন্দোলন, আরও কয়েক জেলায় কারফিউ জারি

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ
নেপালে দ্রুত ছড়াচ্ছে আন্দোলন, আরও কয়েক জেলায় কারফিউ জারি

নেপালের রাজধানী কাঠমান্ডুতে পুলিশের গুলিতে ১৪ জন নিহত হওয়ার পর অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ছে জেন জি আন্দোলন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী কাঠমান্ডুর পর কারফিউ জারি করা হয়েছে রুপন্দেহি ও সুনসারি জেলাতেও।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বুটওয়াল ও ভৈরহাওয়া শহরে কারফিউ ঘোষণা করেছে রুপন্দেহি জেলা প্রশাসন। জেলা প্রশাসক টোকরাজ পাণ্ডে জানান, নির্ধারিত এলাকায় কোনো ধরনের সমাবেশ, র‌্যালি, বিক্ষোভ, সভা বা ধর্না সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

বুটওয়ালে কারফিউয়ের আওতায় রয়েছে—পূর্বে ধাগো কারখানা ব্রিজ থেকে পশ্চিমে বেলবস চৌক পর্যন্ত এবং উত্তরে চিডিয়াখোলা থেকে দক্ষিণে মঙ্গলপুর পর্যন্ত এলাকা। ভৈরহাওয়ায় এটি বিস্তৃত হয়েছে—পূর্বে রোহিনিখোলা ব্রিজ থেকে পশ্চিমে বেধারি ব্রিজ পর্যন্ত, উত্তরে বুদ্ধ চৌক থেকে দক্ষিণে মেউদিহাওয়া পর্যন্ত। এছাড়া বুটওয়াল–বেলহিয়া সড়কের দুই পাশে ১০০ মিটার এলাকা পর্যন্ত সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, সুনসারি জেলার ইতাহারিতেও কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসক ধর্মেন্দ্র মিশ্র জানিয়েছেন, ইতাহারির প্রধান চত্বরে সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে।

এর আগে, সোমবার বিক্ষোভকারীরা নির্দেশনা ভেঙে নেপালের পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এসময় পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে বহু বিক্ষোভকারী আহত হন।

নেপালের তরুণরা মূলত সরকারের দুর্নীতি ও ২৬টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম—যার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাট রয়েছে—নিষিদ্ধ করার প্রতিবাদে রাস্তায় নেমেছে।

কাঠমান্ডুতে জেন জি আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়ার কারণে নতুন বাণেশ্বর, সিংহদরবার, নরায়ণহিটি ও সংলগ্ন সংবেদনশীল এলাকায় কারফিউ জারি করা হয়েছিল।

অসহায় পরিবারের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান

মিজান লিটন
প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
অসহায় পরিবারের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান

চাঁদপুর সদরে গৃহ নির্মাণ মঞ্জুরী প্রকল্পের আওতায় ৮০ টি অসহায় পরিবারের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এই টিন ও আর্থিক সহায়তা প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, চাঁদপুর শহর জামায়াতের আমির এডভোকেট শাজাহান খান।

এদিন গৃহ নির্মাণ মঞ্জুরী প্রকল্পের আওতায় ৮০ টি পরিবারের মাঝে মোট ১০৬ বান টিন এবং প্রতি বান টিনের সাথে ৩ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।

শাহরাস্তিতে ৪ মাদককারবারি আটক

মোঃ সাখাওয়াত হোসেন হৃদয়
প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
শাহরাস্তিতে ৪ মাদককারবারি আটক

শাহরাস্তি থানা পুলিশ পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আটককৃত মাদককারবারিরা হলো শিমুল মজুমদার (২৮), তাপস দাস (৩৫), শাহ পরান (২৯) ও জাহাঙ্গীর আলম (৪২)।

৬ ও ৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশের পৃথক অভিযানে এ মাদককারবারিদেরকে আটক করা হয়। রাগৈ গ্রামে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

জানা যায়, শিমুল মজুমদার (২৮), তাপস দাস (৩৫), শাহ পরান (২৯) এদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩১,২৪৪ টাকা উদ্ধার করা হয় এবং জাহাঙ্গীর আলম (৪২) এর কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,৬৫০ টাকা জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা (এফআইআর নং-৬ এবং এফআইআর নং-৭) দায়ের করা হয়েছে।