খুঁজুন
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২

চাঁদপুর-২ আসনে সবার প্রত্যাশিত প্রার্থী অধ্যাপক ডা. শামীম আহমেদ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ
চাঁদপুর-২ আসনে সবার প্রত্যাশিত প্রার্থী অধ্যাপক ডা. শামীম আহমেদ

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর নিশ্চিন্তপুর গ্রামের কৃতি সন্তান অধ্যাপক ডা. শামীম আহমেদকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষ ও বিভিন্ন পেশাজীবি সাধারণ জনগণ।

অধ্যাপক ডা. শামীম আহমেদ ১৯৭২ সালের মে মাসে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর তিনি এফসিপিএস (মেডিসিন) ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ২০০৮ সালে সিঙ্গাপুর থেকে রিউমাটোলজীতে ফেলোশিপ সম্পন্ন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) রিউমাটোলজি বিভাগের অধ্যাপক এবং মেডিসিন অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের কোষাধ্যক্ষ, মেম্বার- ড্রাগ কন্ট্রোল কমিটি, ড্রাগ এডমিস্ট্রেশন অথরিটি এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি থাকার সময়ে তাঁর সার্বিক চিকিৎসার দায়িত্বও পালন করেছিলেন তিনি।

পেশাগত জীবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ডা. শামীম আহমেদ বর্তমানে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি (৩ নং) হিসেবে দায়িত্ব পালন করছেন। সততা, সুনাম ও যোগ্য নেতৃত্বগুণের কারণে ইতোমধ্যেই তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

মানবিক সেবামূলক কার্যক্রমের জন্যও তিনি এলাকায় ব্যাপক পরিচিত। প্রতি বছর তিনি ১০০ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন এবং অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন। এজন্য সাধারণ মানুষ তাঁকে ‘মানবিক ডাক্তার’ হিসেবে ডাকেন। পাশাপাশি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে আসা মতলব ও চাঁদপুরের রোগীদেরও তিনি সবসময় সহযোগিতা করে থাকেন।

এছাড়া সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে ৫ আগস্টের পর থেকে তিনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির ও উপাসনালয়ে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান করেছেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মনে করছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক ডা. শামীম আহমেদকে মনোনয়ন দিলে তিনি চাঁদপুর-২ আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী হবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবেন।

বিএনপির নেতাকর্মী, সাধারণ জনগণ ও বিভিন্ন পেশাজীবীদের প্রত্যাশা হলো অধ্যাপক ডা. শামীম আহমেদকে যদি মনোনয়ন দেওয়া হয়, তবে তিনি শুধু দলকেই শক্তিশালী করবেন না; বরং এলাকার উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা ও সামাজিক সম্প্রীতি রক্ষার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবেন। তাঁর নেতৃত্বে চাঁদপুর-২ আসন জাতীয় রাজনীতিতে একটি ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও মতলব কলেজ ছাত্রদলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, আমরা অবশ্যই ভালো নম্র ভদ্র এবং সুশিক্ষিত একজন এমপি চাই। যিনি মতলবের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করবেন এবং উন্নয়ন করবেন। এক্ষেত্রে অধ্যাপক ডাঃ শামীম আহমেদ হতে পারে একজন পছন্দের ব্যক্তি। যিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসক প্যানেলের একজন। বাংলাদেশ মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে আছেন। তিনি প্রতি বছরই পুরো পিজি হাসপাতালটাই নিয়ে আসেন মতলবের মানুষকে চিকিৎসা সেবা দেওয়া জন্য। তারেক জিয়া বলেছেন জনগণের পছন্দের ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে। সেই সূত্রে ডাঃ শামীম আহমেদ একজন যোগ্য প্রার্থী মনে করি। আমি তার মত এমন একজন নম্র ভদ্র এমপি চাই, যার কাছে মানুষ গিয়ে কথা বলতে পারবেন, মানুষকে সেবা করবেন।

বাগানবাড়ি ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বলেন, আমরা তৃণমুল কর্মী হিসেবে যার কাছে গিয়ে কথা বলতে পারবো এমন একজনকে এমপি হিসেবে চাই। সেক্ষেত্রে অধ্যাপক ডাঃ শামীম আহমেদ পছন্দের ব্যক্তি। কারণ তিনি ৫ আগষ্টের পরদিনই মতলবে এসে বলেছিলেন সবাই শান্তি বজায় রাখবেন, কেউ আইন শৃঙ্খলা নস্ট করবেন না। তাছাড়া তিনি একজন নম্র ভদ্র এবং জনবান্ধব। তাই তিনি তাকে যদি দল মনোনয়ন দেন এবং তিনি যদি এমপি হন তাহলে আমরা ভালো থাকতে পারবো বলে আমি বিশ্বাস করি।

ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদল নেতা গাজী মোঃ নজরুল ইসলাম বলেন, আমরা এমন একজন এমপি চাই যার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক আছে। এবং এমপি হওয়ার পরে নেতাকর্মীদের বিপদে আপদে পাশে থাকবে। কারণ আমরা তৃণমুলে রাজনীতি করি কিছু পাওয়ার জন্য নয় শুধু নেতা আমাদের খোঁজ খবর রাখবে এমন একজন নেতা চাই। সে হিসেবে অধ্যাপক ডাঃ শামীম আহমেদ আমার পছন্দের ব্যক্তি। তাহলেই দল শক্তিশালী হবে এবং জনগণও ভালো চলবে।

তৃণমূলের আরেক কর্মী মোঃ মহিউদ্দিন বলেন, আগামী নির্বাচনে আমরা এমন একজন এমপি প্রার্থী চাই যিনি কর্মীদের সুখে দুঃখে পাশে থাকবেন। সে হিসেবে আমি মনে করি অধ্যাপক ডাঃ শামীম আহমেদ যোগ্য প্রার্থী।

কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা

মো. ইউনুস
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ
কচুয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা অবহিতকরন সভা
কচুয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর বুধবার ব্রাকের আয়োজনে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়৷
জলবায়ু পরিবর্তনের ফলে কি রোগ হতে পারে, যেমন ডেঙ্গু, মেলেরিয়া, চিকুনবুনিয়া ঠান্ডা কাশি শাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  modc  ডাঃ  পংকজ চন্দ্র সরকার, নার্সিং সুপার ভাইজার তাসনীমা।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স মাকসুদা ও বাসন্তী দেবনাথ,  mt  ইপি আই বোরহান, স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার, ব্রাকের cco অফিসার মোঃ বেলাল হোসেন ও প্রোগ্রাম অফিসার মোঃ সহিদুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক রাজুর মায়ের দাফন সম্পন্ন 

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক রাজুর মায়ের দাফন সম্পন্ন 
দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ও চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজুর মা ফেরদৌসী বেগম (৬৫) এর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের মিয়াজী বাড়ির মরহুম আব্দুছ ছাত্তার মিয়াজির স্ত্রী, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম রাজুর মমতাময়ী ‘মা’ ফেরদৌসী বেগম দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৬ ডিসেম্বর সকাল ১০ টায় মরহুমার
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে ও নাতি নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান বাবলু, বার্তা সম্পাদক মিজান লিটন ভূঁইয়া, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, সাংবাদিক মারুফ হোসেন,  অলিউল্লাহ মাহবুব, মরহুমার আত্মীয়-স্বজনসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম।
সাংবাদিক রাজুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন ও জেলা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।
ওনারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘সংকটাপন্ন’ অবস্থায় আজ মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ার লাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে উনাকে (খালেদা জিয়াকে) লন্ডনে নিয়ে যাবো। দেশ-দেশের বাইরের বেশ কিছু চিকিৎসক উনার সঙ্গে যাবেন।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও জানান তিনি। ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসকেও কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে, বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে।

গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন।

৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।