খুঁজুন
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র, ১৪৩২

নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার কারণ মাদক ও মোবাইল

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ
নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার কারণ মাদক ও মোবাইল

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন বলেছেন, নতুন প্রজন্ম বিপদের সম্মুখীন হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে মোবাইল এবং মাদক। এই দুটি থেকে সন্তানদেরকে দূরে না রাখতে পারলে পুরো পরিবারেই ধ্বংস হয়ে যায় এবং তারা বড় ধরনের অন্যায় ও অপরাধে জড়িত হয়।

শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সন্তানদেরকে মাদক ও মোবাইল থেকে দূরে রাখার জন্য অভিভাবকদেরকে সর্বোচ্চ সর্তকতা এবং ভূমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, পেশাগত কারণে আমরা অনেকেই ঢাকায় থাকছি। যখন দেখি মতলব উত্তর উপজেলায় নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হয় তখন খুবই খারাপ লাগে। এসব অপরাধমূলক কার্যক্রম আমাদেরকেই প্রতিরোধ করতে হবে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরো বলেন, একটি ভালো সমাজ বিনির্মাণে সবচেয়ে বড় প্রয়োজন শিক্ষা। এজন্য সর্বপ্রথম আমাদের মেয়েদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে হবে। একজন ভালো মা একজন ভালো সন্তান জন্ম দিবে। আর ওই ভালো সন্তান তার পরিবার সমাজ এবং দেশের জন্য কাজ করতে পারবে।

শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান সমাজে আলো ছড়ায়। এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমাদের সবাইকেই কাজ করতে হবে। রাজনীতিকে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়ানো যাবে না।

বোরহানউদ্দিন বলেন, আমি এই কলেজের নবগঠিত কমিটির সভাপতি হলেও কলেজের সার্বিক উন্নয়নে কাজ করবেন অধ্যক্ষ সহ শিক্ষকরা। উনারা এখনো আন্তরিক। আশা করি আরও দায়িত্বশীল হবেন। তাদেরকে সার্বিক সহযোগিতা দেয়ার চেষ্টা থাকবে আমার পক্ষ থেকে। পাশাপাশি অভিভাবক ও এলাকাবাসী এই কলেজের উন্নতির জন্য সহযোগিতা করবেন বলে আমি আশা করছি।

কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক ‌‌।

আরো বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ আতাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট মো. বোরহান উদ্দিন সহ অন্যান্য অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ।

মতলব প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আল রশিদ ক্লাবের মতবিনিময়

মোঃ রবিউল আলম
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
মতলব প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আল রশিদ ক্লাবের মতবিনিময়

মতলব প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মতলব আল রশিদ ক্লাবের পুণর্গঠিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার সকাল সাড়ে দশটায় প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আল রশিদ ক্লাবের সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া,ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের আহবায়ক মোঃ আমির খসরু, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম।

এসময় বক্তারা বলেন, মতলব দক্ষিণ উপজেলার পুরোনো একটি ক্রীড়া সংগঠন আল রশিদ ক্লাবটি দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন আঙ্গিকে আবার চালু করার প্রক্রিয়া গ্রহণ করায় সকলেই সন্তোষ প্রকাশ করেন। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করা হবে।

সভায় ক্লাব সংক্রান্ত বিভিন্ন বিষয়, পরিকল্পনা বা সমস্যা নিয়ে পারস্পরিক আলোচনা ও মতামত আদান-প্রদান করা হয়। এই ধরনের সভায় সাধারণত ক্লাবের কার্যক্রম, উন্নয়ন বা অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও কর্মপরিকল্পনা তৈরি করা হয়। এ ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন আল রশিদ ক্লাবের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় আল রশিদ ক্লাবের সহ সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক সাজেদুল আরেফিন শাওন উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

পরে ক্লাবের প্রধান উপদেষ্টা সাবেক সচিব এবং কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন কামালকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আল্ রশিদ ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা না পেয়ে কাঁদলেন উপ-উপাচার্য

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ
সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা না পেয়ে কাঁদলেন উপ-উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টরসহ দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের সহায়তা না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন আহত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় সংঘর্ষ বাধলে প্রশাসন থেকে কোনো ধরনের সহযোগিতা না পেয়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

এ সংক্রান্ত একটি ভিডিওতে উপ-উপাচার্য ড. মো. কামাল উদ্দিনকে বলতে শোনা যায়, ‘আমি কমপারেটিভলি ভালো আছি। আমার ছাত্ররা সবচেয়ে বেশি আহত। আমরা এখন পর্যন্ত আর্মি-বিজিবির কোনো সাহায্য পাচ্ছি না। প্রত্যেকটা ছাত্রকে তারা দা দিয়ে কোপাচ্ছে। এটা কোন জগতে আছি আমরা? আপনারা আমাদের ছাত্রদের উদ্ধার করুন। আমাদের প্রক্টর, প্রো-ভিসি (একাডেমিক) আহত, আমাদের প্রায় সব শিক্ষক-ছাত্র আহত। আমরা মেডিকেলে জায়গা দিতে পারছি না।’

তিনি বলেন, ছাত্রলীগের ক্যাডাররা হেলমেট পরে আমাদের ছাত্রদের মারতেছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলেছি, কিন্তু এখনো আমাদের পাশে কেউ নেই।

এসময় কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা তোমরা শান্ত হও। এলাকাবাসী আপনারা শান্ত হোন। আমরা এই বিশ্ববিদ্যালয়ে এত বছর ধরে আছি, এই গ্রামের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। অন্য একটি কুচক্রী মহলের ইন্ধনে এ ঘটনা ঘটেছে। এই গেমে কেউ হাত দিয়েন না।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা শান্ত হও। আমরা তোমাদের পাশে আছি। এ ঘটনার বিচার হবে।

ফ্যাসিবাদদের কেউ আশ্রয়-প্রশ্রয় দিবেন না: শেখ ফরিদ আহমেদ মানিক

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
ফ্যাসিবাদদের কেউ আশ্রয়-প্রশ্রয় দিবেন না: শেখ ফরিদ আহমেদ মানিক

কল্যাণপুর ইউনিয়নের ১,২ ও ৪নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায় কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উত্তর দাসাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, গত ১৫ বছর কল্যাণপুর ইউনিয়নে এত উন্নয়ন হয়েছে, যে রাস্তার মোটরসাইকেল চলাচল করতে গিয়ে বালুতে আটকে যায়। ফ্যাসিস্ট আওয়ামীলীগ উন্নয়নের নামে লুটপাট করেছে। তারা আমাদের দলীয় কার্যালয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছেন। এতে আমাদের অনেক জরুরি কাগজপত্র নষ্ট ও পুড়ে গেছে। ফ্যাসিবাদদের কেউ আশ্রয়-প্রশ্রয় দিবেন না। ফ্যাসিবাদদের বাদ দিয়ে সদস্য পদ সংগ্রহ করবেন। নারীরাও সদস্যপদ সংগ্রহ করবেন।

কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান।

কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, অ্যাড. তাফাজ্জল হোসেন, সদস্য মোশারফ হোসেন সিকদার, পীরজাদা বরকত উল্যাহ খান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ খান, দপ্তর সম্পাদক মানিক কাজী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য এ কে এম ফজলুল হক সেলিম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিসান আহমেদ, পৌর ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান শিপনসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।