হাজীগঞ্জে এসএসসি ও সমমান ফলাফল পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক সভা


চাঁদপুরের হাজীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বুধবার (১৫ জুলাই) পরিষদ হলরুমে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণের সাথে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নির্বাহী অফিসার মোঃ ইবনে আল জায়েদ হোসেন দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার একে জাহাঙ্গীর আলম।
সভায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ আবু ছাইদ, বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আনিসুর রহমান, নওহাটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, রামচন্দ্রপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শামসুদ্দিন, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক চন্দ্র দাশ, আল-কাউসার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক ভাইস-চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মজুমদার পরান, বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ পরান, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান পাটোয়ারী, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসনা আক্তার, রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমির প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, ডাটরা শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ শফিকুর রহমান, রাজাপুর দাখিল মাদ্রাসার সুপার আবুল খায়ের সহ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, বলাখাল জেএন হাই স্কুল এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খোদেজা আক্তার, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন সরকার,বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, টঙ্গীরপাড় উচ্চ বিদ্যালয়ের মোঃ প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন,পালিশারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র রায় সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধানগণ।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি-২০২৫ পরীক্ষায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই কলেজ এন্ড কলেজর মেধাবী শিক্ষার্থী শেখ মিজানুর রহমান এর কন্যা শেখ নুরজাহান আক্তার ১২৩৭ নাম্বার পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন অর্জন করেছে।
সভায় জুলাই-২০২৪ এর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন