খুঁজুন
শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ, ১৪৩২

চাঁদপুরে চরাঞ্চলে চালু হলো ভ্রাম্যমাণ হাসপাতাল, খুশি চরের দুই লাখ বাসিন্দা

মনিরুজ্জামান বাবলু
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৬:২৫ অপরাহ্ণ
চাঁদপুরে চরাঞ্চলে চালু হলো ভ্রাম্যমাণ হাসপাতাল, খুশি চরের দুই লাখ বাসিন্দা

হাইমচরের চরাঞ্চলে চালু হলো ভ্রাম্যমাণ ভাসমান চিকিৎসা কার্যক্রম। এতে খুশি চরের দুই লাখ বাসিন্দা। হাইমচরের ঈশানবালা, গাজীপুর ও নীলকমল ইউনিয়নের বাসিন্দা জন্মের পর প্রথমবারের মতো সহজে এমন চিকিৎসা সেবা পেলেন।

বুধবার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মেঘনা নদীর মিয়ারচরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা সচিব মো. সাইদুর রহমান।

স্থানীয় বাসিন্দারা বলেন, এখানে চাঁদপুরে মূল জনপদ থেকে বিচ্ছিন্ন নদীবেষ্টিত বেশ কয়েকটি দূর্গম চর। যেখানে চরবাসীর কাছে স্বাস্থ্যসেবা ছিল সোনার হরিণ। স্থানীয়ভাবে সরকারি কি বেসরকারি, কোনো ধরণের স্বাস্থ্যসেবা পেতো না তারা। তবে এসব চরবাসীর মধ্যে নতুন করে আশার আলো ছড়িয়েছে বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের নামে ভ্রাম্যমান ভাসমান হাসপাতাল।এটি পরিচালনা করছে ফ্রেন্ডশীপ নামে বেসরকারি উন্নয়ন সংস্থা। যেখানে মিলছে সবধরণের স্বাস্থ্যসেবা।

বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের নামে ভ্রাম্যমান ভাসমান হাসপাতালের লক্ষ্য একটাই চরের মানুষকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। প্রাথমিক চিকিৎসা, রোগ নির্ণয় থেকে শুরু করে ডেন্টাল, ফিজিওথেরাপি, চক্ষু চিকিৎসাসহ অস্ত্রোপাচারের ব্যবস্থা। সবকিছুই মিলছে একেবারে বিনামূল্যে। এতে হাতের নাগালে এমন স্বাস্থ্যসেবা পেয়ে দারুণ খুশি চরবাসী।

বিলকিস বেগম নামের এক রোগী বলেন, এর আগে ঝড়বৃষ্টি মাথায় নিয়ে উত্তাল নদী পেরিয়ে জেলা শহর কিংবা রোগের ধরণ দেখে ছুটতে হতো রাজধানী পর্যন্ত। তাও যাদের আর্থিক সামর্থ্য ছিল শুধুই তারা চিকিৎসা নিতো। আমাদের ব্যয়বহুল চিকিৎসা নেওয়া সম্ভব না। এখানে ভাসমান হাসপাতাল হওয়ায় খুব উপকার পেয়েছি। বিনামূল্যে চক্ষু অপারেশন করেছি। একটাকা লাগেনি। আমি খুব খুশি।

ফ্রেন্ডশীপ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা রুনা খান জানান, প্রতিদিন ১৫০-২০০ রোগী এই ভাসমান হাসপাতালে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পাচ্ছে। ৭ জন চিকিৎসকসহ ৩২ সদস্যের ভ্রাম্যমান ভাসমান হাসপাতালটিতে কার্যক্রম চলছে। হাইমচর সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে প্রায় ৩২ লাখ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে এই কাজ করবে এই প্রকল্প।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান বলেন, নদী বেষ্টিত দুর্গরাঞ্চলে স্বাস্থ্য সেবা পাওয়া যায় না। এ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যেই বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের নামে ভ্রাম্যমান ভাসমান হাসপাতাল কার্যক্রম শুরু হয়। সব মানুষ যাতে চিকিৎসা সেবা পায় পরিকল্পিতভাবে আমাদের কার্যক্রম সেভাবেই চলছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোঃ আবু জাফর, কিং আব্দুল্লাহ হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোলায়মান আব্দুল আজিজ, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ সৌদি আরব সরকারের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সংস্থাটির কাছে প্রসূতিদের চিকিৎসা সেবা বৃদ্ধির পরামর্শ দিয়ে বলেন, চরে সবচেয়ে বেশি প্রসূতিদের সমস্যায় পড়তে হয়। এই হাসপাতালে যদি প্রসূতিদের ডেলিভারি ব্যবস্থা যুক্ত করা হয় তাহলে আরো বেশি উপকার হবে।

এই হাসপাতালের মাধ্যমে হাইমচরের প্রায় দুই লাখ মানুষ চিকিৎসা সেবা পাবেন। এটি চাঁদপুরসহ লক্ষীপুর ও ভোলা জেলায় অন্তত ২ মাস করে সেবা দিবে। সারাদেশে এমন ৫ টি ভাসমান হাসপাতাল রয়েছে।

মতলবে ড. এনায়েতুল্লাহ আব্বাসী

মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র বানাবেন না

আলআমীন পারভেজ
প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১১:৫৪ অপরাহ্ণ
মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র বানাবেন না

মানবিক করিডোরের নামে দেশকে যুদ্ধক্ষেত্র বানাবেন না। কেন এই মানবিক করিডোর? দেশের গন্তব্য তাহলে কোন দিকে?

৯ মে শুক্রবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে ইমামুত্ব ত্বরীকত আল্লামা শায়খ বোরহানুদ্দীন (রা.) ও জান্নাতুল- বাক্কী’র বাসিন্দা আল্লামা শায়খ ড. মানযূর আহমাদ (রা.) এর ওফাত দিবস (মৃত্যুবার্ষিকী)’র মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধন অতিথির বক্তব্যে সুন্নি ত্বরীকার উজ্জ্বল নক্ষত্র আল্লামা মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন এবং আখেরী মুনাজাত পরিচালনা করেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের পীর ক্বেবলা আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানী।

ফরাজীকান্দি দরবারের মসজিদে ফাতাতু-যোহরার খতিব মাওলানা জাকারিয়া শিকদার সঞ্চালনায় আলোচিত ইসলামিক বক্তা ড. এনায়েতুল্লাহ আবাবাসী আরো বলেন, নারী অধিকার সংস্কার কমিশনের প্রতিবেদন মেটেও মেনে নেয়া যায়না। নারী পুরুষের অধিকার কখনো সমান হতে পারেনা। কুরআন সুন্নাহর আলোকেই নারী ও পুরুষের অধিকার নিশ্চিৎ করা হোক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ থেতে দুর্নীতি কি চলে গেছে, না চলে যায়নি। দেশকে দুর্নীতি মুক্ত করতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কেননা, ড. ইউনুসের কাছে আলাদিনের চেরাগ নাই। তাই একাজে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রনী পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বেশ কয়েক সহস্ত্রাধিক ভক্ত সমর্থকরা উপস্থিত থেকে দোয়ায় অংশগ্রহণ করেন।

জেলা গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা

মাহবুব অলিউল্লাহ
প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ
জেলা গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৯ মে শুক্রবার রাতে। জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক আশরাফুজ্জামান কাজী রাসেলের সভাপতিত্বে ও জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধানের সঞ্চালনায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী, কেন্দ্রিয় গণঅধিকার পরিষদের জাতীয় ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, চাঁদপুরের কৃতি সন্তান মোঃ নেয়ামত উল্লাহ।

তিনি বলেন, যে মানুষ কষ্ট করে অর্থ উপার্জন করে সম্পদের মালিক হয়, সে সম্পদের নিশ্চয়তা থাকে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশ গণঅধিকার পরিষদ কষ্ট করে রাজপথ থেকে উঠে আসা একটি তারুণ্য ভিত্তিক দল। এ দলটার তৈরি হয়েছে কষ্ট করে,মানুষের কষ্ট কখনো বৃথা যায় না। তাই আমি আশা রাখি আগামী দিনে গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ আলোকিত হবে ইনশাল্লাহ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা গনঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক চাঁদপুর ৩ ( সদর, হাইমচর) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক মোঃ জাকির হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এস এম শরীফ হোসেন, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আল আমিন সুমন, মোঃ নিশান হোসেন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, পৌর ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোঃ পারভেজ হোসেন, সদস্য সচিব মোঃ রুবেল হোসেন প্রমুখ।

আ’লীগ নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে ছাত্র জনতার বিক্ষোভ

মিজান লিটন
প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
আ’লীগ নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে ছাত্র জনতার বিক্ষোভ

আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে চাঁদপুর শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সর্বস্তরের ছাত্র ও তৌহিদী জনতার ব্যানারে।

১৭ বছরের ফ্যাসিবাদ কায়েম করা, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, শাপলা চত্বরে গণহত্যা, গুম খুন ও পিলখানায় গণহত্যায় জড়িত। আওয়ামী লীগ, যুবলীগ সহ তাদের সকল অঙ্গ সংগঠন নিষিদ্ধ ও বিচারের দাবিতে শুক্রবার (৯ মে) বাদ জুমা শহরের বাইতুল আমীন জামে মসজিদ সম্মুখ থেকে একটি মিছিল বের হয়ে শহরের হাসান আলী স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

মিছিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় মোহাম্মদ তামিম খানের সভাপতিত্বে এবং মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ খেলাফত মজলি চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি নূর আলম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তারেক হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমেদ, খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মোজাম্মেল হোসেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ ইসমাইল, জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কে এম মাসুদুর রহমান, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মাহমুদুল হাসান সিরাজী, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী সাইফুদ্দিন হিসাম ও সৈয়দ সাকিবুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলবে। বক্তারা উপদেষ্টাদেরকে উদ্দেশ্য করে আরো বলেন,যাদের এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তাদের সাথে আমরা নাই।”

সমাভেসে আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস চাঁদপুর শাখার যুগ্ম সম্পাদক ফারুক নোয়াম, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর সদর উপজেলা শাখার প্রচার সম্পাদক মুফতি আবু ইউসুফ হামিদীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।