কচুয়ার সহদেবপুর পশ্চিম ইউনিডনে বিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

কচুয়ার সহদেবপুর পশ্চিম ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন।

চাঁদপুরের কচুয়া উপজেলাধীন ৫ নং সহদেবপুর পশ্চিম ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিজিএফ কর্মসূচীর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। সোমবার সকালে নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ চাল বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও ট্যাগ অফিসার আব্দুল্লাহ আল মামুন।
চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম ।
এসময় তিনি জানান, রমজান মাস মানুষ যেন ভোগান্তির শিকার না হয় তাই এ ইউনিয়নে দুটি কেন্দ্রে বিজিএফ এর চাল বিতরণ করা হবে। কেন্দ্রগুলো হলো-দারশাহী তুলপাই উচ্চ বিদ্যালয় ও নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। এ ইউনিয়নে সর্বমোট ৩৬০০ জন উপকারভোগী ভিজিএফ এর চাল পাবে ।
চাল বিতরণ কালে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গাজী মো. শফিকুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমির মাও. মো. হেদায়েত উল্লাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রুহুল আমিন, যুবদলের সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম প্রধান, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ইউপি সদস্য মো. শাহজালাল শিকদার, মনির হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন