চাঁদপুরের কচুয়া উপজেলাধীন ৫ নং সহদেবপুর পশ্চিম ইউনিয়নে বিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিজিএফ কর্মসূচীর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। সোমবার সকালে নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ চাল বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও ট্যাগ অফিসার আব্দুল্লাহ আল মামুন।
চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম ।
এসময় তিনি জানান, রমজান মাস মানুষ যেন ভোগান্তির শিকার না হয় তাই এ ইউনিয়নে দুটি কেন্দ্রে বিজিএফ এর চাল বিতরণ করা হবে। কেন্দ্রগুলো হলো-দারশাহী তুলপাই উচ্চ বিদ্যালয় ও নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। এ ইউনিয়নে সর্বমোট ৩৬০০ জন উপকারভোগী ভিজিএফ এর চাল পাবে ।
চাল বিতরণ কালে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গাজী মো. শফিকুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমির মাও. মো. হেদায়েত উল্লাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রুহুল আমিন, যুবদলের সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম প্রধান, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ইউপি সদস্য মো. শাহজালাল শিকদার, মনির হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কচুয়া প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ । ৫:৪৪ অপরাহ্ণ