খুঁজুন
শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ, ১৪৩২

চাঁদপুরে চিকিৎসক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৮:৪২ অপরাহ্ণ
চাঁদপুরে চিকিৎসক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সম্প্রতি ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হঠকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবং পাঁচ দফা দাবিতে চাঁদপুরে আউটডোর সেবা বন্ধ রেখে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন করেছে।

বুধবার সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা আউটডোর সেবা বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, ম্যাটস এবং ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। চিকিৎসকের জন্য সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ে চিকিৎসক শূন্য পদে চিকিৎসক নিয়োগ করতে হবে।

বক্তারা আরো বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতের লক্ষ্যে ম্যাটস এবং ডিএমএফ বন্ধ করতে হবে। ওটিসি ঔষধ নবায়ন করতে হবে।
এইদিকে আউটডোর সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচিতে অংশগ্রহণ করে।

উপাদী দক্ষিণে ফ্রি স্বাস্থ্যসেবা পেলো ৫ শতাধিক মানুষ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ণ
উপাদী দক্ষিণে ফ্রি স্বাস্থ্যসেবা পেলো ৫ শতাধিক মানুষ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন আন্তঃ যোগাযোগ গ্রুপ ও ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫ শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও প্রাথমিক ওষুধ দেয়া হয়েছে। শনিবার (১০ মে) সকালে ইউনিয়নের হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালমান হোসাইন রাসেল এর প্রাণবন্ত সঞ্চালনায় এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা ও কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটোয়ারী।

তিনি তার বক্তব্যে বলেন, যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকেদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিংড়া হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক তারকেশ্বর ঢালী, ইউনিয়নের পশ্চিম বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব খান, ডা. এম আর সায়মন, ডা. বিজয় সরকার।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন ও সভাপতি সোলাইমান পাটওয়ারী। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মমিন হোসেন বকাউল প্রমূখ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সংগঠনের সহ সভাপতি আবু সুফিয়ান, নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন খান, সহ সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক রেজাউল করিম, সহ কোষাধ্যক্ষ আল আমিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মুক্তা রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মুহিত তালুকদার, সদস্য ফয়সাল হোসেন, কবির হোসেন, মিনহাজুল ইসলাম, আহাদ হোসেন, সানজিদ, নিরব ও মিরাজ সহ বিভিন্ন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় এর একদল স্কাউট সদস্য এবং একঝাঁক তরুন তরুনীর সার্বিক সহযোগিতায় উক্ত মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল থেকে আগত ডা. এম আর সায়মন, ডা. মোঃ আল আমিন, ডা. আবু আসিফ সিদ্দিকী, ডা. বিজয় সরকার, ডা. আবু সাঈদ সরকার, ডা. অমিত ভট্টাচার্য, ডা. রাকিবুজ্জামান খান, ডা. মোঃ নাছির উদ্দিন ও ডা. কামরুল হাসান রিপন।

এদিন বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫০০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন স্বেচ্ছাসেবী এই সামাজিক সংগঠনটি। এর আগেও একাধিকবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে মানুষের মন জয় করেছেন সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সংগঠনের সদস্যরা। এবং অতিথিবৃদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মতলব উত্তরে বাগান বাড়ি ইউনিয়ন জামায়াতের দাওয়াতি কাজ সম্পন্ন

মতলব উত্তর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ
মতলব উত্তরে বাগান বাড়ি ইউনিয়ন জামায়াতের দাওয়াতি কাজ সম্পন্ন

মতলব উত্তরে বাগান বাড়ি ইউনিয়ন জামায়াতের দাওয়াতি কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে বাগান বাড়ির কালির বাজারে মতলব উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক দেওয়ান আবুল বাসারের নেতৃত্বে বাগান বাড়ি ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীবৃন্দ এই দাওয়াতি কাজ সম্পন্ন করেন।

উক্ত দাওয়াতি কার্যক্রম অনুষ্ঠানে অধ্যাপক দেওয়ান আবুল বাসার ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা বলেছিল ধর্ম যার যার উৎসব সবার কিন্তু আমি বলি ধর্ম যার উৎসবও তার। আপনারা যেমন আমার রবকে মানবেননা ; আমিও তেমনি আপনাদের রবকে রব হিসেবে মানিনা। শেখ হাসিনা মূলত আপনাদের সাথে প্রতারণা করেছেন এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এইসব কথা বলতেন। আপনারা যে যার ধর্ম নিরাপদে পালন করবেন এই পরিবেশ প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক নাজির আহমেদ, বাগান বাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এইচএম মিজানুর রহমান, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের ইসলামীর সহ-সভাপতি মাওলানা সাখওয়াত হোসেন, রিপন খান, সাইফুল ইসলাম, আবু সাইদ, সুজন মিয়া,সায়েম মোল্লা প্রমুখ।©

ছাত্রদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি ও মুঠো ফোনের নির্ভরতা হ্রাস করতে হবে: মেহেদী হাসান

আনিসুর রহমান সুজন
প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
ছাত্রদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি ও মুঠো ফোনের নির্ভরতা হ্রাস করতে হবে: মেহেদী হাসান

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা জমিদার পরিবারের সদস্য ও ওয়াকফ্ এসেস্টের বর্তমান মোতয়াল্লি এবং রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সৈয়দ মেহেদী হসান চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ফরিদগঞ্জ উপজেলার একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আলম মামুন, স্কুলের অভিভাবক প্রতিনিধি ও সাবকে ইউপি সদস্য মাসুদ আলম বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফরিদগঞ্জ উপজেলার আদর্শ গ্রাম খ্যাত লাউতলী শিক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে। রূপসা জমিদার পরিবারের সদস্য প্রয়াত আব্দুল লতিফ চৌধুরীর হাতে গড়া লতিফগঞ্জ মাদ্রাসা ছিল একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। পর্যায়ক্রমে ডা. আব্দুল রশিদ এর উদ্যোগে লাউতলী স্কুল এবং কলেজ এবং অধ্যাপক জসিম উদ্দিন উদ্দিনের হাত ধরে লাউতলী মডেল স্কুল ও পাশেই আরেকটি মাদ্রাসা গড়ে উঠেছে। এর অর্থ হলো এই এলাকার মানুষজন তাদের এলাকার মানোন্নয়নে শিক্ষাকে অনেক গুরুত্ব দিয়েছে। বর্তমানে শিক্ষা ব্যবস্থার একটি ক্রান্তিকাল যাচ্ছে, এই সময়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান্নোয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। ছাত্রদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে, মুঠো ফোনের নির্ভরতা হ্রাস করতে হবে।

আলোচনা শেষে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও মেধাবৃত্তিপ্রাপ্তদের হাতে পুরষ্কার ও সনদপত্র তুলে দেন। এর আগে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।