
সম্প্রতি ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হঠকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবং পাঁচ দফা দাবিতে চাঁদপুরে আউটডোর সেবা বন্ধ রেখে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন করেছে।
বুধবার সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা আউটডোর সেবা বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ম্যাটস এবং ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হঠকারী সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। চিকিৎসকের জন্য সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ে চিকিৎসক শূন্য পদে চিকিৎসক নিয়োগ করতে হবে।
বক্তারা আরো বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতের লক্ষ্যে ম্যাটস এবং ডিএমএফ বন্ধ করতে হবে। ওটিসি ঔষধ নবায়ন করতে হবে।
এইদিকে আউটডোর সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচিতে অংশগ্রহণ করে।