ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, মেধাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা জমিদার পরিবারের সদস্য ও ওয়াকফ্ এসেস্টের বর্তমান মোতয়াল্লি এবং রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সৈয়দ মেহেদী হসান চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ফরিদগঞ্জ উপজেলার একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আলম মামুন, স্কুলের অভিভাবক প্রতিনিধি ও সাবকে ইউপি সদস্য মাসুদ আলম বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফরিদগঞ্জ উপজেলার আদর্শ গ্রাম খ্যাত লাউতলী শিক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে। রূপসা জমিদার পরিবারের সদস্য প্রয়াত আব্দুল লতিফ চৌধুরীর হাতে গড়া লতিফগঞ্জ মাদ্রাসা ছিল একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। পর্যায়ক্রমে ডা. আব্দুল রশিদ এর উদ্যোগে লাউতলী স্কুল এবং কলেজ এবং অধ্যাপক জসিম উদ্দিন উদ্দিনের হাত ধরে লাউতলী মডেল স্কুল ও পাশেই আরেকটি মাদ্রাসা গড়ে উঠেছে। এর অর্থ হলো এই এলাকার মানুষজন তাদের এলাকার মানোন্নয়নে শিক্ষাকে অনেক গুরুত্ব দিয়েছে। বর্তমানে শিক্ষা ব্যবস্থার একটি ক্রান্তিকাল যাচ্ছে, এই সময়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান্নোয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। ছাত্রদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে, মুঠো ফোনের নির্ভরতা হ্রাস করতে হবে।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও মেধাবৃত্তিপ্রাপ্তদের হাতে পুরষ্কার ও সনদপত্র তুলে দেন। এর আগে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.