খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩১ আশ্বিন, ১৪৩২

লক্ষীপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শণে জেলা প্রশাসক

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
লক্ষীপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শণে জেলা প্রশাসক

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। মঙ্গলবার দুপুরের পরিদর্শনকালে পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ইউনিয়নের গরীব মানুষদের তালিকা করে ভিজিএফ কার্ড দেওয়ার ব্যবস্থা করবেন। এ রমজানে কোন গরীব যেন ভিজিএফ কার্ড পেতে হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে। যাদের স্মার্ট কার্ড আছে তারা টিসিবির পন্য পাবে, স্মার্টকার্ডবিহীন টিসিবির পন্য দেওয়া যাবে না। ১৭ তারিখের পর ট্রাক সেলের মাধ্যমে ইউনিয়নের দুটি বাজারে বিক্রি করা হবে। তখন যে কোন ব্যক্তি স্মার্ট কার্ডের মাধ্যমে ভোগ্য পণ্য ক্রয় করতে পারবেন। আমরা চাই রমজান মাসে বাজারটাকে গরীবের উপযোগী করে রাখতে।

তিনি আরও বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে তাই সকল দলের ভালো লোকদের নিয়ে কাজ করবেন। বিশেষ করে যে দলগুলোর বিরুদ্ধে ক্লেম নেই। আমি সভা করে বিভিন্ন পন্যের দাম নির্ধারন করে দিয়েছি। ডিম প্রতি পিস সাড়ে ৯ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা, গরুর মাংস ৬৮০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা।
আপনারা কোন অবস্থাতেই নির্ধারিত দামের বাইরে পন্য কিনবেন না। দোকানী পণ্যের দাম বেশী রাখলে প্রতিবাদ করবেন, দরকার হলে আমাদের জানাবেন। আমরা সেই দোকানীর বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, ভূমি সহকারী কমিশনার আল এমরান খান, গোপনীয় শাখার সহকারী কমিশনার নাজমুল হুদা, ইউনিয়ন প্রশাসক মুকবুল হোসেন, সচিব রাকিবুল হাসান, হিসাব সহকারী রোবেনা আক্তার, ইউনিয়ন ভূমি সহকারী শাহানা আক্তার, ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ভূঁইয়া, সহ সভাপতি মোঃ সুমন আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক শহীদ, সাংগঠনিক মোঃ দাদন মিয়া, যুব দলের সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারী, ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি হাফেজ বেলাল হোসাইন, সেক্রেটারী এনামুল কবির প্রমূখ।

 

মতলব দক্ষিণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মোঃ রবিউল আলম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১:১৫ পূর্বাহ্ণ
মতলব দক্ষিণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং মতলব পৌরসভার যৌথ উদ্যোগে৷ বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে র্র্যালী ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। এসময় তিনি বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অনক সময় মানুষের মধ্যে রোগ জীবানু স্থানান্তর হওয়ার মাধ্যম হয়ে থাকে হাত। তাই আমাদের এই হাত ধোয়ার গুরুত্ব আছে। আমরা সুস্থ জাতি গঠন করতে চাই।

তিনি আরও বলেন, আমরা আমাদের জাতিকে হিরো বানাতে চাই।আগামী প্রজন্ম যারা জাতিকে পরিচালনা করবে তারা সুস্থ হয়ে বেড়ে উঠুক এই প্রত্যাশা রাখি। আমরা আমাদের আগামী প্রজন্মকে হিরো হিসেবে দেখতে চাই। সবাইকে উজ্জ্বল নক্ষত্র হতে হবে। তাহলে আমরা সে উজ্জ্বল নক্ষত্রকে অনুসরণ করবো।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ, মতলব পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবুল হাসানাত, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিমসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ ।

তোফাজ্জল হোসেন ঢালী উবিতে শিক্ষার মানোন্নয়নে করণীয় সভা

মোঃ রবিউল আলম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১:০৯ পূর্বাহ্ণ
তোফাজ্জল হোসেন ঢালী উবিতে শিক্ষার মানোন্নয়নে করণীয় সভা

মতলবের আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।

মতলব দক্ষিণ উপজেলার আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ নিশ্চিত করণ শীর্ষক
করণীয় সভা ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।

এসময় অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও নৈতিক বিকাশের ওপর জোর দিতে হবে। এতে শিক্ষার্থীর প্রাত্যহিক পড়া, বাড়ির কাজ এবং সামগ্রিক আচরণের বিষয়ে আলোচনা থাকবে। এছাড়া, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা পালনের গুরুত্বও উল্লেখ করা উচিত। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি নিয়মিত খোঁজখবর নিতে হবে।
তাদেরকে শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ না রেখে মানবিক ও সামাজিক মূল্যবোধ শেখাতে উৎসাহিত করতে হবে। শিক্ষক ও
শিক্ষকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোন রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন না। এতে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। যেমন গত ৫ আগস্টের পর অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ চাকুরী ছেড়ে পালিয়ে গেছে, আবার অনেক শিক্ষক অপমানিত ও লাঞ্ছিত হয়েছে। তাই আপনারা আপনাদের সম্মানটুকু ধরে রাখবেন। নিজের সন্তানের মতো মনে করেই শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করবেন।

ঢাকা নবেল কলেজের শিক্ষক এস ইউ বাহারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ শুক্কুর পাটোয়ারী, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, অত্র প্রতিষ্ঠানের নব নিযুক্ত প্রধান শিক্ষক মোঃ আব্বাস মিয়া, নারায়ণপুর ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি মাসুদ হাজী, বিএনপি নেতা এম এ আজিজ ঢালী, মোস্তফা মেম্বার, অভিভাবক সদস্য হারুন অর রশীদ প্রমুখ।

আদুভিটি গৈপুর ইয়াং ম্যান্স ক্লাব চ্যাম্পিয়ন

মতলব উত্তরে খাসি কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

আলআমীন পারভেজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১:০০ পূর্বাহ্ণ
মতলব উত্তরে খাসি কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ব্যাপক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “খাসি কাপ ফুটবল টুর্নামেন্ট-৫ মেগা ফাইনাল”। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আদুভিটি গৈপুর ইয়াং ম্যান্স ক্লাব ট্রাইবেকারে ৪-২ গোলে ঘনিয়ারপাড় ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে।

ব্যাপক দর্শকের উপচেপড়া উপস্থিতিতে খেলা উপভোগ করেন স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তারা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, যুব সমাজকে মাদক ও সামাজিক অনাচার থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খাসি কাপের মতো উদ্যোগ তরুণ প্রজন্মকে একত্রিত করে ইতিবাচক সমাজ গঠনে সহায়তা করছে। প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের আয়োজনকে উৎসাহ দেওয়া হবে।

খেলার উদ্বোধন ঘোষণা করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও সাহসী করে তোলে। মাঠমুখী তরুণরাই দেশ ও সমাজের গর্ব।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যা বলেন, এই আয়োজন শুধু বিনোদন নয়, এটি সমাজে ঐক্য ও বন্ধুত্বের বার্তা দেয়। তরুণদের সৃজনশীল বিকাশে এমন টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান পৃষ্ঠপোষক ও আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক (নিউরো সার্জারি) ডা. মো. বশির আহাম্মদ খান বলেন, আমি চিকিৎসক হয়েও খেলাধুলার প্রতি গভীর আগ্রহী। যুবকদের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য। আগামী দিনগুলোতে খাসি কাপ আরও বড় পরিসরে আয়োজন করতে চাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনীতিবিদ ও সমাজসেবক মনির হোসেন মোল্যা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মতলব উত্তরে ফুটবলকে ঘিরে মানুষের যে ভালোবাসা, সেটিই এই টুর্নামেন্টকে সফল করেছে। আমরা চাই তরুণরা মাঠে ফিরে আসুক, মোবাইলের পর্দায় নয়, খেলার মাঠেই হোক তাদের আসল আনন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মতলব উত্তর স্পোর্টস ক্লাবের পরিচালক শামীম খান।