খুঁজুন
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র, ১৪৩২

লক্ষীপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শণে জেলা প্রশাসক

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
লক্ষীপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শণে জেলা প্রশাসক

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। মঙ্গলবার দুপুরের পরিদর্শনকালে পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ইউনিয়নের গরীব মানুষদের তালিকা করে ভিজিএফ কার্ড দেওয়ার ব্যবস্থা করবেন। এ রমজানে কোন গরীব যেন ভিজিএফ কার্ড পেতে হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে। যাদের স্মার্ট কার্ড আছে তারা টিসিবির পন্য পাবে, স্মার্টকার্ডবিহীন টিসিবির পন্য দেওয়া যাবে না। ১৭ তারিখের পর ট্রাক সেলের মাধ্যমে ইউনিয়নের দুটি বাজারে বিক্রি করা হবে। তখন যে কোন ব্যক্তি স্মার্ট কার্ডের মাধ্যমে ভোগ্য পণ্য ক্রয় করতে পারবেন। আমরা চাই রমজান মাসে বাজারটাকে গরীবের উপযোগী করে রাখতে।

তিনি আরও বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে তাই সকল দলের ভালো লোকদের নিয়ে কাজ করবেন। বিশেষ করে যে দলগুলোর বিরুদ্ধে ক্লেম নেই। আমি সভা করে বিভিন্ন পন্যের দাম নির্ধারন করে দিয়েছি। ডিম প্রতি পিস সাড়ে ৯ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা, গরুর মাংস ৬৮০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা।
আপনারা কোন অবস্থাতেই নির্ধারিত দামের বাইরে পন্য কিনবেন না। দোকানী পণ্যের দাম বেশী রাখলে প্রতিবাদ করবেন, দরকার হলে আমাদের জানাবেন। আমরা সেই দোকানীর বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, ভূমি সহকারী কমিশনার আল এমরান খান, গোপনীয় শাখার সহকারী কমিশনার নাজমুল হুদা, ইউনিয়ন প্রশাসক মুকবুল হোসেন, সচিব রাকিবুল হাসান, হিসাব সহকারী রোবেনা আক্তার, ইউনিয়ন ভূমি সহকারী শাহানা আক্তার, ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ভূঁইয়া, সহ সভাপতি মোঃ সুমন আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক শহীদ, সাংগঠনিক মোঃ দাদন মিয়া, যুব দলের সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারী, ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি হাফেজ বেলাল হোসাইন, সেক্রেটারী এনামুল কবির প্রমূখ।

 

বিজয়ী’র উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পানির ফিল্টার বিতরণ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
বিজয়ী’র উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পানির ফিল্টার বিতরণ

চাঁদপুর সদর পুরান বাজারের মাদ্রাসার শিশুদের বিশুদ্ধ পানির জন্য ফিল্টার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন “বিজয়ী”।

রবিবার বিকালে আল আফসা মাদ্রাসায় বিজয়ী ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান শিক্ষার্থীদের হাতে পানির ফিল্টার তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে তানিয়া ইশতিয়াক খান বলেন, বিজয়ী ২০২০ সাল থেকে নারী ও শিশুদের কল্যানে নিরলস কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে “বিজয়ী” নানা রকম হাতের কাজের প্রশিক্ষন দিয়ে উদ্যোক্তা তৈরি করছে। নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রতি নিয়ত বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরন করে যাচ্ছে। শিশুদের নিয়ে নানা রকম ইভেন্ট করে শিশুদের মাঝে খাবার, শীত বস্ত্র, জামা কাপড়সহ শিক্ষা সামগ্রী বিতরন করে আসছে।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ আগামীতেও আমরা করে যাবো। এই মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা করতে যেকোন সমস্যা হলে ,বই খাতা কলমের প্রয়োজন হলে জানাবেন আমি যথা সাধ্য চেষ্টা করবো আপনাদের পাশে থাকার।

এসময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খানসহ “বিজয়” এর কর্মকর্তাবৃন্দ।

জেলা মৎস্যজীবী দলের উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তকরণ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ
জেলা মৎস্যজীবী দলের উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তকরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের বড়স্টেশনে চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের আয়োজনে মৎস্য পোনা অবমুক্তকরণের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল।

চাঁদপুর পৌর মৎস্যজীবী দলের সভাপতি আমিন শেখ জিলানীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাজালাল মিশন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা তাঁতী দলের সাবেক সদস্য সচিব মজিবুর রহমান লিটন, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক বাদল হোসেন, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হানিফ বকাউল, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, পৌর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ওচমান খান, পৌর ছাত্রদল সাবেক আহ্বায়ক মামুন খান প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ একটি ব্যতিক্রমধর্মী আয়োজন।চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তারুণ্যে অগ্রদূত। তার নির্দেশেই এই মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। দীর্ঘ দিন ধরে তিনি দলকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন। এমন একজন নেতা পেয়েছি বলে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।

এসময় উপস্থিত ছিলেন পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির সরকার, পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক রাজিব দাসসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, তাঁতী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

চাঁদপুর শহরের যানজট নিরসনে প্রশাসনে নতুন সিদ্ধান্ত কার্যকর

মিজান লিটন
প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ
চাঁদপুর শহরের যানজট নিরসনে প্রশাসনে নতুন সিদ্ধান্ত কার্যকর

চাঁদপুর শহরের যানজট নিরসনে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্তগুলো ঘোষণা করা হয়।

সভায় জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ রকিব উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন আশরাফ, পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, পৌর সচিব আবুল কালাম ভূইয়া সহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আলোচনা শেষে যানজট কমানোর লক্ষ্যে ধাপে ধাপে বেশ কিছু কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়। পৌরসভার লাইসেন্সধারী অটোরিকশা লাল ও সবুজ রঙের ভিত্তিতে একদিন পরপর সড়কে চলবে।

সিএনজি চালিত অটোরিকশা হলুদ ও সবুজ রঙের ভিত্তিতে একদিন পরপর চলবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।
তবে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব রঙের সিএনজি ও অটোরিকশা স্বাভাবিকভাবে চলতে পারবে।

জরুরি প্রয়োজনে হাসপাতালগামী রোগীবাহী সিএনজি ও অটোরিকশাকে বিশেষ ছাড় দেওয়া হবে। পৌরসভার আওতার বাইরে জেলার অন্যান্য এলাকায় উভয় রঙের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।

সভায় সিএনজি, অটোরিকশা ও বাস মালিক-শ্রমিক নেতারা বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে অটোরিকশা ও সিএনজি চলাচলের কারণে শহরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। প্রতিদিন সকাল-বিকেলে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

এ সময় জেলা প্রশাসক মোঃ মহসিন উদ্দিন বলেন, চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ জেলা শহর। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। যানজট শুধু মানুষের সময়ই নষ্ট করছে না, বরং ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবার ক্ষেত্রেও বড় প্রতিবন্ধকতা তৈরি করছে। আমরা সবাই মিলে যদি এ সিদ্ধান্তগুলো কঠোরভাবে বাস্তবায়ন করি, তবে অল্প সময়েই যানজট নিরসন সম্ভব হবে।

সভায় উপস্থিত সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে চাঁদপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকাংশে নিরসন হবে। তবে সিদ্ধান্তগুলো টেকসই করতে নাগরিক সচেতনতা ও সকল শ্রেণির মানুষের সহযোগিতা অপরিহার্য বলে মত দেন সভায় উপস্থিত প্রতিনিধিরা।