খুঁজুন
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২

ফরিদগঞ্জে সংবাদকর্মীকে লাঞ্ছিতের প্রতিবাদে সাংবাদিকদের সমাবেশ

বারাকাত উল্লাহ
প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ
ফরিদগঞ্জে সংবাদকর্মীকে লাঞ্ছিতের প্রতিবাদে সাংবাদিকদের সমাবেশ

ফরিদগঞ্জ উপজেলার দৈনিক মানবজমিন পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল লাঞ্ছিত হয়েছেন। এই ঘটনায় সোমবার বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ করে চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানিয়েছেন সাংবাদিকরা।

সংবাদকর্মী আবু হেনা মোস্তফা কামাল জানিয়েছেন, রোববার ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগের লটারি চলাকালে বাঁধা প্রদানসহ বিভিন্ন ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহের জন্য উপজেলা পরিষদে যাওয়ার সময়ে চাঁদপুর জেলা ছাত্র দলের সদস্য পরিচয় দেয়া আশিকুর রহমান পাটওয়ারীর নেতৃত্বে তাকে বাঁধা প্রদান ও লাঞ্ছিত করে এবং হুমকি দেয়। তাদেরকে এই বিষয়ে উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আ: খালেক পাটওয়ারী ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্মসম্পাদক জাকির হোসেন উসকানি দেয়।

জানা গেছে, খাদ্য বান্ধব ডিলার নিয়োগে রোববার লটারির তারিখ নির্ধারিত ছিল। ১৫টি ইউনিয়নের আবেদনকারীসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি ইউএনও অফিসে উপস্থিত হন। তাদের সকলেই বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী। লটারি চলাকালে বালিথুবা পূর্ব, পাইকপাড়া উত্তর, গোবিন্দপুর দক্ষিণ ও চরদুখিয়া পূর্ব ইউনিয়নের বেশ কয়েকজন আবেদনকারীকে আওয়ামী লীগের লোক দাবি করে বাঁধা প্রদান করে। এর মধ্যে চার বারের সাবেক এমপি মরহুম আলমগীর হায়দার খানের ভাই কামাল খান ও তার ভাতিজা মিজানুর রহমানের আবেদনও রয়েছে। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিস্থিতি বিবেচনা করে চরদুখিয়া পূর্ব ইউনিয়নের লটারি বন্ধ রাখতে বাধ্য হন। এছাড়া পাইকপাড়া উত্তর ইউনিয়নের এক প্রার্থী নিজের আবেদন প্রত্যাহার করতে বাধ্য হন। এসব বিষয়ে জেনে দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি উপজেলা পরিষদ চত্বরে গেলে এবং লোকজনের সাথে এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদকালে সাংবাদিক আবু হেনা মোস্তফা কামালের উপর হঠাৎ করেই জেলা ছাত্রদলের সদস্য পরিচয় ধারী আশিক পাটওয়ারীসহ ৮/১০জন হামলা চালায়। এসময় তাকে টেনে হিচঁড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অনবরত হুমকি ধমকি দিতে থাকে।

স্থানীয় লোকজন জানায়, গত ৫ আগস্টের পর থেকে হঠাৎ করেই আশিক পাটওয়ারীসহ একটি গ্রুপ নিজেদেরকে বিএনপির নেতা দাবি করে ফরিদগঞ্জে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। সর্বশেষ তারা সোমবার ফরিদগঞ্জ পৌরসভার চলমান উন্নয়নকাজে প্রকাশ্যে বাঁধা প্রদান করে। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, থানার দালালিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। অন্যদিকে উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আঃ খালেক পাটওয়ারী বিগত সরকারের সময়ে পরপর তিনবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দল থেকে অব্যাহতি নেয়ার ঘোষনা দিলেও ৫ আগস্টের পর সে বিএনপির বড় নেতা সেজে বিভিন্ন কাজে অকাজে জড়িয়ে পড়েছে।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মো. ইউনুস জানান, আমি ঠুটুু জগন্নাথ। আমার শুধু জি হুজুর করতে হয়। আমাদের কোনো কথার মূল্য নেই। এই আশিক প্রকৃতভাবে দলের বা অঙ্গ সংগঠনের কোনো পদে নেই। তারপরও, তাকে কে বা কারা পালে ও দলীয় পরিচয়ে কুকর্ম করছে আমি জানি না। তবে, খালেকের বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

এদিকে প্রেসক্লাবের সিনিয়র সদস্য আবু হেনা মোস্তফা কামালকে লাঞ্ছিত করার প্রতিবাদে সোমবার ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় সভায় সর্বসম্মত ভাবে ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে আশিকসহ অন্যদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়। একই সাথে প্রশাসন ব্যবস্থা না নিলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আ. ছোবহান লিটন, সহসভাপতি মশিউর রহমান, সদস্য এস এম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, এসএম ইকবাল, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, অর্থ সম্পাদক আক্তার হোসেন, সহ অর্থ রুহুল আমিন খাঁন স্বপন, কার্যনির্বাহী সদস্য শিমুল হাসান, জাকির হোসেন সৈকত, আইসিটি সম্পাদক গাজী মমিন, সদস্য মেহেদী হাসান, অমান উল্যাহ খাঁন ফারাবী, নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাপস চক্রবর্তী, সদস্য ফখরুল পাঠান, ফাহাদ খাঁন, সাখাওয়াত হোসেন মিন্টু, শামীম হাসান প্রমূখ।

এদিকে প্রেসক্লাব থেকে জানানো হয় ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা জাকির হোসেনকে ইতিপূর্বে তার বিরুদ্ধে অপসাংবাদিকতাসহ চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানেও তার বিরুদ্ধে দলীয় পরিচয় ব্যবহার করে অনৈতিক কাজ করা ছাড়াও বিভিন্ন স্থানে অপসাংবাদিকতা করার অভিযোগ রয়েছে।

দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক রাজুর মায়ের দাফন সম্পন্ন 

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক রাজুর মায়ের দাফন সম্পন্ন 
দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক ও চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজুর মা ফেরদৌসী বেগম (৬৫) এর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের মিয়াজী বাড়ির মরহুম আব্দুছ ছাত্তার মিয়াজির স্ত্রী, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম রাজুর মমতাময়ী ‘মা’ ফেরদৌসী বেগম দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৬ ডিসেম্বর সকাল ১০ টায় মরহুমার
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে ও নাতি নাতনি সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান বাবলু, বার্তা সম্পাদক মিজান লিটন ভূঁইয়া, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, সাংবাদিক মারুফ হোসেন,  অলিউল্লাহ মাহবুব, মরহুমার আত্মীয়-স্বজনসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম।
সাংবাদিক রাজুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন ও জেলা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।
ওনারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ণ
মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘সংকটাপন্ন’ অবস্থায় আজ মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ার লাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে উনাকে (খালেদা জিয়াকে) লন্ডনে নিয়ে যাবো। দেশ-দেশের বাইরের বেশ কিছু চিকিৎসক উনার সঙ্গে যাবেন।

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও জানান তিনি। ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসকেও কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে, বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে।

গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ চলে গেছেন।

৮০ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।

আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
আরও যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়:

ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে মোঃ আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী-২ আসনে মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল।

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে মোঃ আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩ আসনে মোঃ কামরুজ্জামান, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মোঃ মজিবুর রহমান, রাজবাড়ী-২ আসনে মোঃ হারুন অর রশীদ।

ফরিদপুর-১ আসনে খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৈধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা-২ আসনে মোঃ সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন ও কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

এর আগে ২৩৭টি আসনে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি।