শুক্রবার ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ
                                                                    
দেশের রাজনৈতিক অঙ্গনে জল্পনায় থাকা ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে তরুণদের এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে।
সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নতুন দলটির আত্মপ্রকাশের দিনক্ষণ জানান জাতীয় নাগরিক কমিটির (জানাক) মুখ্য সংগঠক সারজিস আলম। রাজধানীর বাংলামোটরে জানাক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি হচ্ছে, একটি শক্তিশালী রাজনৈতিক দল। সবচেয়ে বড় অনুধাবনটি হচ্ছে সেই ৫ আগস্ট নতুন বাংলাদেশের আমরা যে স্বপ্নগুলো দেখেছি, এই জুলাই স্পিরিটকে সামনে রেখে। নতুন বাংলাদেশ যে জায়গায় কল্পনা করেছি, তা একটা দীর্ঘ লড়াই। হাজারো শহীদের জীবনের উপরে, অর্থাৎ লাখো ভাই-বোনের রক্তের ওপর দাঁড়িয়ে যে বাংলাদেশ, আগামী প্রজন্মকে সেই বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত।
তিনি বলেন, অনুষ্ঠানে জুলাই-অগাস্টের আন্দোলনে নিহতদের পরিবার, আহত ছাত্র জনতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত থাকবেন। তবে দলের নাম কিংবা কমিটি কাদের নেতৃত্বে হচ্ছে আত্মপ্রকাশের আগে সেটি এখনই জানানো হবে না বলে জানান সারজিস আলম।
নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানান, নতুন রাজনৈতিক দল ও দলীয় প্রতীক নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ এসেছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহবায়ক মনিরা শারমীন, আতিক মুজাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, সমন্বয়ক তারেকুল ইসলাম, তরিকুল ইসলাম প্রমুখ।
                
                
                                
                                
                                                
                                    
                                            
                                            
                                            
                                            
                                            
                                    
                                            
                                            
                                            
                                            

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মতামত লিখুন