খুঁজুন
বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র, ১৪৩১

ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনে আহতরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০৮ পূর্বাহ্ণ
ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনে আহতরা

সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণসহ সাত দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার পথে পুলিশি ব্যারিকেড ভেঙে ফেলেছেন জুলাই আন্দোলনে আহতরা। তারা এখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন ভিআইপি সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের দিকে এগোতে থাকেন আন্দোলনকারীরা।

এদিকে, আন্দোলনরত আহতদের সঙ্গে কথা বলতে রাতে সেখানে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি আহতদের দাবি-দাওয়ার বিষয়ে তাদের সঙ্গে কথা বলছেন।

এর আগে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর শিশুমেলা সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে তারা সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৭টার পর ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন ভিআইপি সড়কে পৌঁছালে পদযাত্রাটি পুলিশি বাধার মুখে পড়ে। এসময় সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা।

সাড়ে চার ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান নিয়ে রাত ১২টার পর তারা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হন।

আহতদের ৭ দাবি

১. ২৪ এর যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার।

২. ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণপূর্বক গ্রেফতার।

৩. আহতদের কেটাগরী সঠিকভাবে প্রণয়ন।

৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন।

৫. আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬. আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৭. আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টা সুসংহত করতে হবে।

সর্বশেষ পর্যন্ত পাওয়া তথ্যমতে আহতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছেন।

গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁদপুরে জামায়াতে হিযবুল্লাহর বিক্ষোভ মিছিল

মিজান লিটন
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁদপুরে জামায়াতে হিযবুল্লাহর বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর চলমান আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখা বিক্ষোভ মিছিল করেছে। চাঁদপুরের স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ এ মিছিলে অংশ নিতে দেখা গেছে।

মঙ্গলবার বিকেলে শপথ চত্বরের সামনে বাংলাদেশ জামায়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলে এসময় তারা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ‘সাবিলুনা সাবিলুনা, ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবর, নারায়ে রিসালাত-মুহাম্মাদুর রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসরাইলি পণ্য- বয়কট করো, ‘ইসরাইল নয়-গাজা চাই’ এমন নানা শ্লোগানে গর্জে ওঠে।

সংগঠনের জেলা সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার বলেন, আজাদী মানবজাতির মৌলিক আকাক্সক্ষা। ইনশাআল্লাহ, একদিন ফিলিস্তিনও স্বাধীনতা লাভ করবে। শহীদদের পাশাপাশি ইতিহাস মনে রাখবে তাদেরও, যারা এই সংকটময় সময়ে নিশ্চুপ ছিলো।

সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান বলেন, গত পাঁচ দশকের বেশি সময় ধরে ইসরাইলি দখলদার বাহিনী ফিলিস্তিনিদের ওপর যে বর্বর নির্যাতন চালিয়ে যাচ্ছে, তা মানবসভ্যতার সব সীমা ছাড়িয়ে গেছে। এবারের গণহত্যা যেন কফিনের শেষ পেরেক। এখনই সময় মুসলিম বিশ্বকে একযোগে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর।

জামায়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মিজানুর রহমান, হাজীগঞ্জ উপজেলা জামায়াতে হিযবুল্লাহর সহ-সভাপতি মাওঃ মোঃ আখতার হোসাইন, আহালে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাওঃ এএইচএম আহসান উল্লাহ, ছাত্র হিযবুল্লাহর ছারছীনা মাদ্রাসা ক্যাম্পাস শাখার সাবেক সভাপতি মাওঃ মোঃ আল-আমিন, রামপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওঃ সুলতান আহমদ, যুব হিযবুল্লাহর জেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ হাবিবুর রহমান সালেহী, ছাত্র হিযবুল্লাহর জেলার সাবেক সাধারণ সম্পাদক মাওঃ কাওছার আহমদ, আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন ও সদস্য সচিব মাহমুদুল হাসান প্রমুখ।

জুলফিকার হামদ-নাত গজল পরিবেশক দলের সদস্যরা কোরআন তেলাওয়াত, হামদ-নাতে রাসূল ও ফিলিস্তিন সঙ্গিত পরিবেশ করেন।

চাঁদপুর পৌর শহীদ জাবেদ উবি’য়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মিজান লিটন
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
চাঁদপুর পৌর শহীদ জাবেদ উবি’য়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একইসাথে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নূরে আলমের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ডি এম শাহজাহান, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব উল্যাহ পাটোয়ারী, সাধারণ সম্পাদক শহীদ ঢালী, ১১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মনির হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সমাজসেবক আলাউদ্দিন ঢালী, আরিফুর রহমান, অভিভাবক প্রতিনিধি নয়ন ভুইয়া, ১০ নং ওয়ার্ড জামাতের ইউনিট সেক্রেটারি তুহিন আহমেদ মাইনু।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা রেহানা আক্তার তৌহিদা, সহকারী শিক্ষক দীপক চন্দ্র দাস।

দোয়া অনুষ্ঠানে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও পরীক্ষার্থীদের সফলতা কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার ইমাম হাফেজ মাওলানা মোঃ জাকির হোসাইন।

বিদায় অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নানা পরামর্শ ও দিক-নির্দেশনা দেন। ২০২৫ সালে উক্ত বিদ্যালয় থেকে ৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে চাঁদপুরে আইনজীবীদের বিক্ষোভ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে চাঁদপুরে আইনজীবীদের বিক্ষোভ

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা।

মঙ্গলবার সকালে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলার আয়োজনে আদালতের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল পূর্বে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ল’ইয়ার্স কাউন্সিল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. শেখ আবুল খায়ের সালেহ এবং সঞ্চালনায় ছিলেন কোষাধ্যক্ষ অ্যাড. মামুন হোসেন মিয়াজী।

ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাড. বাবর বেপারী, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. নাজিমুল্লা বাপ্পি, অ্যাড. দেলোয়ার হোসেন প্রধানিয়া ও ল’ইয়ার্স কাউন্সিল জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাড. আবদুল কাদের খান।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. নুরুল আমিন খান আকাশ, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরামসহ আইনজীবী সমিতির অন্যন্যা সিনিয়র সদস্যরা এতে অংশগ্রহণ করেন।