স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল


গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি সহ নেতাকর্মীদের উপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবীতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে শহরের বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি বায়তুল আমান রেলওয়ে জামে মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, ওমর সালমান, ফরিদগঞ্জ উপজেলা যুবঅধিকার পরিষদের আরিফ হোসেন, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি জে এম মানিক, সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন যুবঅধিকার পরিষদের সভাপতি মাহবুব অলি উল্যাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যূত্থানের অন্যতম নেতা ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ নেতাকর্মীদের উপর যে হামলা করা হয়েছে তার তিব্র নিন্দা প্রতিবাদ জানান। অনতিবিলম্বে হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে, যদি না আনতে পারে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এছাড়াও ফ্যাসিবাদের অন্যতম দোষর জাতীয় পার্টি সহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধের দাবীও তুলেন বক্তারা।
বক্তারা আরো বলেন, আজ ভিপি নুরুল হক নুরের উপর যে হামলা হয়েছে তা আরেকদিন ফ্যাসিস্ট বিরোধী বিপ্লবীদের উপরও যে হামলা হবে তার কোন নিশ্চয়তা নেই। বক্তারা সকল ফ্যাসিস্ট বিরোধী বিপ্লবীদের ঐক্যের আহবান জানিয়েছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো অংশগ্রহণ করেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-আহবায়ক নেয়ামত উল্যাহ, আব্দুল কাদের, মাসুম সরকার, সাহিদা আক্তার, নিলুফা আক্তার, সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক মো. রাশেদুল ইসলাম, সদস্য সচিব মো. আল-আমিন (সুমন), নারি নেতৃ ইতি আক্তার, মতলব দক্ষিণ উপজেলা যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, চাঁদপুর পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানা নিশান, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম পারভেজ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ বেপারী, আবু জাফর মিজি, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা সম্পাদক সাকিব আহমেদ সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন