চাঁদপুরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন


চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটের সৌদিয়া সিটি মার্কেটে এইচ আর কম্পিউটার্স এন্ড সিসি ক্যামেরা দোকানে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দোকানের ১১ নং কক্ষের এই সেবাকেন্দ্রের উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ভূমি সেবার মান বজায় রেখে নির্দিষ্ট ফি অনুযায়ী সঠিকভাবে সেবা দিতে হবে এবং ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণকে এই সেবা সম্পর্কে অবহিত করতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই রেটের বাইরে যেন কেউ অতিরিক্ত অর্থ আদায় না করে।
জেলা প্রশাসক আরও জানান, সাধারণ মানুষ যেন জানে সৌদিয়া সিটি মার্কেটে একটি পূর্ণাঙ্গ ভূমি সেবা কেন্দ্র রয়েছে, যেখানে ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় সব সেবা পাওয়া যায়। সেবা প্রদানে কোনো জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
ভূমি সেবা সহায়তা কেন্দ্রে দেওয়া হবে যে সেবাগুলো (ফি সহ)-
১. ভূমি উন্নয়ন কর প্রদানের তথ্য সংগ্রহ – ৫০ টাকা
২. ইউনিয়ন ভূমি অফিসের অনুমোদিত ফর্মে কর জমা (অনলাইন বা অফলাইন) – ২০ টাকা
৩. কনজুমার কপি প্রিন্ট – ২০ টাকা
৪. নামজারি আবেদন পূরণ ও কাগজপত্র আপলোড – ২৮০ টাকা
৫. নামজারি মামলার স্থিতি অনুসন্ধান ও কপি সরবরাহ – ১০০ টাকা
৬. খতিয়ান কপি অনলাইন আবেদন – ২০ টাকা
৭. কৃষি জমির অনুমোদন, বদলাবদলি – ২০ টাকা
৮. কুতুবুল ফরম পূরণ ও জমাদান – ২০ টাকা
৯. অন্যান্য সম্পর্কিত নথিপত্র আবেদন – ২০ টাকা
১০. পরিচিতি সম্পর্কিত লিগ্যাল আবেদন – ২০ টাকা
১১. সায়রাত লিজ মানি দাখিল – ২০ টাকা
১২. মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর ও ফি জমা – ২০ টাকা
১৩. বিভিন্ন প্রকল্পের ফি আপলোড – ২০ টাকা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আল এমরান খান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ স্থানীয় সাংবাদিকরা।
এছাড়াও উপস্থিত ছিলেন সেবাদানকারী প্রতিষ্ঠানের পরিচালক রিয়াজুল ইসলাম রাফিসহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন