ইশরাকের নগর ভবন দখল নতুন ফ্যাসিজম প্রতিষ্ঠার স্পষ্ট আলামত:মাওলানা মাকসুদুর রহমান


ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, বিএনপি নেতা ইশরাক হোসেন আনুষ্ঠানিক শপথ নেয়ার পূর্বে নগর ভবনের ভেতরে ঢুকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা করা স্পষ্ট ফ্যাসিজম তৈরির আলামত মাত্র। এমনকি আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে ইশরাক নিজেকে ‘মাননীয় মেয়র’ হিসেবে উল্লেখ করেছেন। যা একদিকে লজ্জার অপরদিকে দখলবাজি প্রতিষ্ঠার ট্রায়াল। বিএনপি ক্ষমতায় গিয়ে কী করবে তা বিএনপি নিজেরাই দৃশ্যমান করছে।
জনাব মাকসুদ আরও বলেন, বিচার, সংস্কারকাজ শেষ করেই জাতীয় নির্বাচন দিতে হবে এবং জাতীয় নির্বাচনের পূর্বে পরীক্ষামূলক স্থানীয় নির্বাচন দিতে হবে। এতে নির্বাচন কমিশনের সক্ষমতা যেমন যাচাই হবে, আবার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কি না তাও নিশ্চিত হওয়া যাবে।
একই সাথে মাওলানা মাকসুদুর রহমান আরও বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতি ব্যবস্থা চালু করে একক ফ্যাসিজম তৈরির আতুরঘরের দরজা বন্ধ করতে হবে।
সোমবার বাদ মাগরিব জেলা কার্যালয়ে আগামি ২৮ জুন ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশ সফল করার লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
জরুরি সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, দফতর সম্পাদক মাওলানা আবদুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দীন খান, মুফতি মানসুর আহমাদ, মুফতি আল-আমিন প্রমুখ।
আপনার মতামত লিখুন