খুঁজুন
শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ়, ১৪৩২

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে

চাঁদপুরে ইলিশের বেচা-কেনা শুরু, সরবরাহ কম থাকায় দাম আকাশছোঁয়া

মনিরুজ্জামান বাবলু
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৬:২২ অপরাহ্ণ
চাঁদপুরে ইলিশের বেচা-কেনা শুরু, সরবরাহ কম থাকায় দাম আকাশছোঁয়া

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে দেশের ইলিশের সবচেয়ে বড় পাইকারী বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাট সরগম হয়ে উঠছে। তবে প্রথম দিনে সরবরাহ কম হওয়ায় ক্রেতা-বিক্রেতারা হতাশ। সরবরাহ বাড়লে কম দাম দাবী ব্যবসায়ীদের।

সকাল থেকে নদী থেকে ইলিশ ধরে জেলেরা আড়তে ধীরে ধীরে ভিড়ছে। ঘাটে ১ কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৩০০০ টাকায়, ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২৭শ টাকায়, ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়।

ক্রেতারা বলছেন, ইলিশের দাম আকাশছোঁয়া। এর আগে এমন দাম হয়নি ইলিশের।

ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী ইলিশ ঘাটে না আসায় দাম চড়া। অন্যান্য বছর প্রথমদিনে ১শ /২শ মণ ইলিশ উঠলেও এবার দুপুর পর্যন্ত প্রায় ৮ থেকে ১০ মণ ইলিশ ঘাটে এসেছে। জেলে ও ব্যবসায়ীদের দাবী, দুই মাসের অভিযান এবার কঠোরভাবে হয়নি।

এদিকে জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে জেলা টাস্কফোর্সের ১ হাজার ৬৪ অভিযানে গ্রেপ্তার হয়েছে ৩৯৭ জেলে। এর মধ্যে ৫ জনকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড, ১২৪ জনকে ৩ লাখ ৩ হাজার ১০ টাকা জরিমানা এবং বাকি ২৬৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়।

এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর জেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়।

জেলা মৎস্য বিভাগ জানায়, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণে দেশের অন্যতম অভয়াশ্রম কেন্দ্র মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ নিষিদ্ধ ছিলো। সরকারি এই কর্মসূচি বাস্তবায়ন করে জেলা ও উপজেলা টাস্কফোর্স। এ সময় ১ হাজার ৬৪ অভিযান পরিচালনা করা হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় জাটকা ধরায় জেলা মৎস্য বিভাগের তত্ত্বাবধানে গ্রেপ্তার হয় ১২৯ জেলে। এর মধ্যে ৩৪টি ভ্রাম্যমাণ আদালতে ৫জনকে কারাদন্ড এবং ১২৪ জনকে জরিমানা করে জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জাটকা জব্দ হয় ৬.৭৬৬ মেট্টিক টন এবং অন্যান্য মাছ জব্দ হয় ৩.০৫২ মেট্টিক টন। কারেন্টজাল জব্দ হয় ১২ লাখ ৭০৫ মিটার, বেহুন্দি জাল ১৩টি এবং অন্যান্য জাল ৩৩৪টি। জব্দকৃত সরঞ্জাম নিলামে বিক্রি হওয়া ১লাখ ২০ হাজার টাকা জমা সরকারি কোষাগারে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সিনিয়র সহাকরী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, জাটকা সংরক্ষণ অভিযানের দুই মাসে চাঁদপুর অংশে একটি থানা ও পাঁচটি পুলিশ ফাঁড়ি নিয়মিত অভিযান পরিচালনা করে। এ সময় ৯ কোটি ৯০ লাখ ৩৪ হাজার মিটার কারেন্টজাল জব্দ এবং ১৮ মেট্টিক টন জাটকা জব্দ করে। একই সময় জব্দ করা হয় মাছ ধরার ১২৩ টি নৌযান। জেলে গ্রেপ্তার হয় ২৬৮ জন। এদের বিরুদ্ধে ১১১ টি নিয়মিত মামলা হয়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস জাটকা রক্ষায় অভয়াশ্রম এলাকায় কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। যেসব জেলে আইন অমান্য করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। আশা করি এই কঠোর অবস্থানের সুফল জেলার ৪৩ হাজার জেলে পাবে।

এসএসসির ফল কাল, অপেক্ষা ফুরোচ্ছে ১৯ লাখ পরীক্ষার্থীর

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
এসএসসির ফল কাল, অপেক্ষা ফুরোচ্ছে ১৯ লাখ পরীক্ষার্থীর

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে। এদিন দুপুর ২টায় স্ব স্ব শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন। মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে এসএমএস করে ফলাফল জানা যাবে।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। তিনি ঢাকা বোর্ডেরও চেয়ারম্যান। ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ফলাফল পুরোপুরি প্রস্তুত। টেকনিক্যাল বিষয়গুলোও সব যাচাই শেষ। বৃহস্পতিবার দুপুর ২টায় একযোগে ফল ঘোষণা করা হবে।

ফল প্রকাশের পর তা নিয়ে গত বছরও শিক্ষার্থীরা নানা অভিযোগ তুলেছিলেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ফলাফল তৈরির পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারে করা হয়। ফলে খাতা দেখে পরীক্ষকরা যে নম্বর দিয়েছেন, তা বসিয়ে হিসাব কষতে কোনো ত্রুটি হওয়ার কথা নয়। তারপরও কারও ফলাফল নিয়ে অসন্তুষ্টি থাকলে সে পুনঃনিরীক্ষণ আবেদন করতে পারবে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার ঠিক দুপুর ২টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর তিনভাবে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

প্রথমত, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট-এ এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট কর্নারে ক্লিক করে নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফল জানতে পারবেন।

দ্বিতীয়ত, তারা নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফলাফল জানতে পারবেন। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে নির্ভুলভাবে ফল জেনে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

তৃতীয়ত, ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে লিখতে হবে এসএসসি> বোর্ডের প্রথম তিন অক্ষর> রোল নম্বর> পরীক্ষার সাল। এরপর তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণস্বরূপ- ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে লিখতে হবে SSC> DHA> Roll Number>2025। এটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষার ফলাফল কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হতো। প্রধানমন্ত্রী ফল প্রকাশের ঘোষণা দিতেন। এরপর শিক্ষার্থীরা ফল জানতে পারতেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সচিবালয় অথবা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী সব বোর্ড চেয়ারম্যানকে নিয়ে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরতেন।

তবে এবার সেই নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। ফলাফল ঘোষণার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা থাকছে না। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে ঢাকা বোর্ডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের ফলাফল সম্পর্কে জানাবেন। ঠিক দুপুর ২টায় স্ব স্ব বোর্ড সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করবেন।

এসএসসির ফল প্রকাশের পরের দিন থেকেই শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে নির্ধারিত নিয়ম মেনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। এ প্রক্রিয়া চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

শুধু টেলিটক সিম ব্যবহার করে তার মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য নির্ধারিত আবেদন ফি লাগবে ১৫০ টাকা। পুনর্নিরীক্ষণের আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে- RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমন- ১০১,১০২।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। তাদের মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

যদিও পরীক্ষার প্রথম দিনেই সারাদেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। পরে এ অনুপস্থিতির সংখ্যা আরও বেড়েছিল। সবমিলিয়ে পরীক্ষায় অংশ নেন প্রায় ১৯ লাখ শিক্ষার্থী।

ফেনীতে বন্যা

‘স্বপ্নের ঘর ভেসে গেলো, কিছুই করতে পারলাম না’

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৮:১০ অপরাহ্ণ
‘স্বপ্নের ঘর ভেসে গেলো, কিছুই করতে পারলাম না’

বিকেল থেকেই ঘরের পাশের বন্যা রক্ষা বাঁধের ওপর দিয়ে গড়িয়ে পড়ছিল মুহুরী নদীর পানি। এলাকার সবাই মিলে নদীরক্ষা বাঁধের ওপর বিভিন্ন ধরনের বস্তা দিয়ে পানি গড়ানো বন্ধ করার চেষ্টা করছিলাম। পুরো বিকেলজুড়ে ভাঙনরোধের চেষ্টা করেছি। সন্ধ্যায় হঠাৎ দেখি আমার ঘরের পাশেই বেড়িবাঁধ ভেঙে হু হু করে গ্রামে পানি ঢুকতে শুরু করেছে।

অবস্থা বেগতিক দেখে মা, স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যদের পাশের একটি বাড়িতে আশ্রয়ে রেখে আসি। সন্ধ্যার মাঝেই বাঁধভাঙা পানির তীব্র চাপে ঘরের একটি অংশ ভেঙে তলিয়ে যায়। একে একে ঘরের দেওয়াল, পিলারসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র চোখের সামনে ভেসে যেতে দেখেছি। স্বপ্নের ঘর পানির তোড়ে ভেসে যেতে থাকলেও দেখে দেখে কান্নাকাটি করা ছাড়া কিছুই করার ছিল না আমার।

বুধবার বিকেলে এসব কথা বলছিলেন ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর পূর্বপাড়া গ্রামের খন্দকার বাড়ির আলী আশরাফ। মুহুরী নদীর পানির চাপে তার নবনির্মিত আধাপাকা ঘরটি বিলীন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার থেকে শুরু হওয়া ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতি বুধবার পর্যন্ত আরও অবনতি হয়েছে। ফেনী সদর, দাগনভূঞা ও ছাগলনাইয়া উপজেলায় নিম্নাঞ্চলে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা এখনো অপরিবর্তিত রয়েছে। এছাড়া ফেনী পৌরসভার শহীদ শহীদুল্লা কায়সার সড়ক এখন পর্যন্ত হাঁটুপানির নিচে তলিয়ে রয়েছে। শহরের বিভিন্ন পাড়ার সড়ক, অলিতে-গলিতেও জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

বুধবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে ফেনীর আঞ্চলিক আবহাওয়া অফিস। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ও নদীতে পানির পরিমাণ কমলেও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙায় লোকালয়ে পানি বাড়ছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও ছিলোনিয়া নদীরক্ষা বাঁধের ১৫টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়। এতে দুই উপজেলায় ২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। আরও নতুন নতুন গ্রাম প্লাবিত হতে শুরু করেছে। বেড়িবাঁধের পরশুরামের ১০টি স্থানে এবং ফুলগাজী উপজেলার পাঁচটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়। এছাড়া দুই উপজেলার বিভিন্ন স্থানে বেড়িবাঁধের ওপর দিয়ে পানি গড়িয়ে যেতে দেখা গেছে।

প্লাবিত গ্রামগুলোর মধ্যে পরশুরামে ১৫টি ও ফুলগাজীতে ১২টি গ্রাম রয়েছে। প্লাবিত এসব গ্রামের পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। আমনের বীজতলা ও সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।

এদিকে পানি বাড়ায় ফেনী-পরশুরাম অঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। প্লাবিত গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে।

পরশুরামের পশ্চিম অলকা গ্রামের বাসিন্দা আবুল হাসেম। তিনি বলেন, ‌চব্বিশের বন্যায় আমাদের এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এখনো সোজা হয়ে দাঁড়াতে পারিনি। এর মাঝেই আবার বন্যার কবলে পড়েছি। বাড়ির সামনের পুকুরের মাছ ভেসে গেছে, বীজতলা তলিয়ে গেছে। ঘরে পানি ঢুকে গেছে। বাড়িঘর ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। সর্বস্ব হারাতে বসেছি। আমরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থায়ী সমাধান চাই।

ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন, মুহুরী ও কহুয়া নদীর ১৫টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এখনো নদীর পানি বিপ‌দসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি ক্রমান্বয়ে কমতে শুরু করলেও বাঁধভাঙা পানির চাপে লোকালয়ে পানি বাড়তে শুরু করেছে।

এদিকে ফেনীর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, বুধবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফেনীতে ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় ভারী বৃষ্টি কমলেও বুধবার দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, জেলার ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদর উপজেলার একাংশে এরইমধ্যে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের মধ্যে দেড় হাজার ব্যক্তি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছেন। তাদের খাবার প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে।

পরশুরাম উপজেলা ৯৯, ফুলগাজীতে ৩২ এবং ফেনী সদর উপজেলায় ২২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলায় দুই হাজার ৫৩৭ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবকরা মাঠে কাজ করে যাচ্ছেন।

জেলায় এরইমধ্যে ত্রাণ কাজের জন্য সাড়ে ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে ডিসি বলেন, ১২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে ফুলগাজী ও পরশুরামে ৪০০ প্যাকেট শুকনা খাবার সরবরাহ করা হয়েছে।

এর আগে, ২০২৪ সালের আগস্টের ভয়াবহ বন্যায় ফেনীতে ২৯ জনের প্রাণহানিসহ ব্যাপক ক্ষতি হয়। প্রশাসনের পক্ষ থেকে বারবার ফুলগাজী, পরশুরামে স্থায়ী বাঁধ নির্মাণের কথা বলা হলেও এখন পর্যন্ত তার বাস্তবতা দৃশ্যমান হয়নি।

চাঁদপুরে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

শওকত আলী
প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
চাঁদপুরে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

টানা কয়েকদিনের বৃষ্টিতে চাঁদপুরে বেড়েছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। কখনো মাঝারি, আবার কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী হাজার-হাজার মানুষ। বিশেষ করে নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়ায় অনেকের বসতঘরে পানি ঢুকে পড়েছে এবং ছোট-ছোট শিশুদেরকে নিয়ে দুর্ভোগে পড়তে হয়েছে মহল্লাবাসীকে।

গত সোমবার, মঙ্গলবার রাত থেকে ভারি বৃষ্টিপাতের কারণে চাঁদপুর শহরের অধিকাংশ নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় সাধারন মানুষজন দুর্ভোগে পড়ে রয়েছে।

সরজমিনে বুধবার সকালে বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, নাজির পাড়া, পালপাড়া, আলিমপাড়া, রহমতপুর কলোনীসহ বেশ কিছু সড়কে ব্যাপক জলাবদ্ধতা রয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার হাজার-হাজার বাসিন্দারা।

এদিকে টানা বৃষ্টিতে জেলার গ্রামীণ সড়কগুলো ক্ষয়ক্ষতির পাশাপাশি শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলায় গেল বছরের মতো জলাবদ্ধতায় শিকার হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

অন্যদিকে যাত্রী সংকটে লঞ্চ চলাচলে সিডিউল বিপর্যয় হয়েছে। যাত্রী পেলে ২ ধেকে ৩ ঘন্টার পর ছাড়ছে ঢাকাগামী যাত্রীবাহি লঞ্চগুলো।

চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার ব্যবসায়ী বেলাল হোসাইন জানান, অতি বৃষ্টির কারণে দোকানের সামনে হাটু সমান পানি জমে আছে। যার কারণে কোন ক্রেতা আসতে পারছে না। বৃষ্টি চলমান থাকলে দোকানে পানি ঢুকে যাবে। তখন আরো বিড়ম্বনায় পড়তে হবে।

শহরের মিশন রোড এলাকার বাসিন্দা আলম খান বলেন, টানা বৃষ্টিতে শহরের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত এবং শ্রমিকরা কাজে যেতে পারছেনা।

চাঁদপুর জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মো. শোয়েব জানান, গত ৪৮ ঘন্টায় সকাল ৬টা পর্যন্ত ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল ৯ ঘটিকা পর্যন্ত তা বেড়ে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

অপরদিকে জেলার বিভিন্ন উপজেলার নিন্মাঞ্চল অতিবৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় এ সব অঞ্চলের হাজার-হাজার মানুষ দুর্ভোগে রয়েছে। তারা অতিকষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।

এ ছাড়া চাঁদপুর সদর-হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলা এলাকার কয়েকটি স্থানের মাছের ঘের বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় মাছ চাষিদের লাখ-লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে চাষিরা জানিয়েছেন।