সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত


ফরিদগঞ্জ উপজেলার পৌরসভায় অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাইন্টিফিক হাই স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২০ এপ্রিল বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ জাকির হোসেন গাজীর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন ও পরিচালক আমানুল্লাহ খান ফারাবির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদগঞ্জ আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোতাহার হোসেন পাটোয়ারী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে আমার গভীর সম্পর্ক, এক্ষেত্রে আমি কৃপণতা করি না। আমি সবসময় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আছি ও থাকবো।
এসময় তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধি করতে শুধু শিক্ষকদের গাইডলাইন থাকলে হবে না, অভিভাবকরাও তাদের প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলে শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নতি হবে, তারা পড়াশোনায় মনযোগি হবে। অভিভাবক ও শিক্ষক উভয়ে সহযোগিতায় একজন শিক্ষার্থী তার লক্ষে পৌছাতে পারবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, চিকিৎসক ও শিক্ষানুরাগি ডাঃ ইমাম হোসেন সৌরভ, পূর্ব বড়ালী শাহাজান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ, অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ক্রীড়া অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আপনার মতামত লিখুন