খুঁজুন
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ, ১৪৩২

গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁদপুরে জামায়াতে হিযবুল্লাহর বিক্ষোভ মিছিল

মিজান লিটন
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁদপুরে জামায়াতে হিযবুল্লাহর বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর চলমান আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখা বিক্ষোভ মিছিল করেছে। চাঁদপুরের স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ এ মিছিলে অংশ নিতে দেখা গেছে।

মঙ্গলবার বিকেলে শপথ চত্বরের সামনে বাংলাদেশ জামায়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলে এসময় তারা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ‘সাবিলুনা সাবিলুনা, ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবর, নারায়ে রিসালাত-মুহাম্মাদুর রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসরাইলি পণ্য- বয়কট করো, ‘ইসরাইল নয়-গাজা চাই’ এমন নানা শ্লোগানে গর্জে ওঠে।

সংগঠনের জেলা সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার বলেন, আজাদী মানবজাতির মৌলিক আকাক্সক্ষা। ইনশাআল্লাহ, একদিন ফিলিস্তিনও স্বাধীনতা লাভ করবে। শহীদদের পাশাপাশি ইতিহাস মনে রাখবে তাদেরও, যারা এই সংকটময় সময়ে নিশ্চুপ ছিলো।

সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান বলেন, গত পাঁচ দশকের বেশি সময় ধরে ইসরাইলি দখলদার বাহিনী ফিলিস্তিনিদের ওপর যে বর্বর নির্যাতন চালিয়ে যাচ্ছে, তা মানবসভ্যতার সব সীমা ছাড়িয়ে গেছে। এবারের গণহত্যা যেন কফিনের শেষ পেরেক। এখনই সময় মুসলিম বিশ্বকে একযোগে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর।

জামায়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মিজানুর রহমান, হাজীগঞ্জ উপজেলা জামায়াতে হিযবুল্লাহর সহ-সভাপতি মাওঃ মোঃ আখতার হোসাইন, আহালে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাওঃ এএইচএম আহসান উল্লাহ, ছাত্র হিযবুল্লাহর ছারছীনা মাদ্রাসা ক্যাম্পাস শাখার সাবেক সভাপতি মাওঃ মোঃ আল-আমিন, রামপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওঃ সুলতান আহমদ, যুব হিযবুল্লাহর জেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ হাবিবুর রহমান সালেহী, ছাত্র হিযবুল্লাহর জেলার সাবেক সাধারণ সম্পাদক মাওঃ কাওছার আহমদ, আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন ও সদস্য সচিব মাহমুদুল হাসান প্রমুখ।

জুলফিকার হামদ-নাত গজল পরিবেশক দলের সদস্যরা কোরআন তেলাওয়াত, হামদ-নাতে রাসূল ও ফিলিস্তিন সঙ্গিত পরিবেশ করেন।

হাজীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
হাজীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হাজীগঞ্জ উপজেলার লাউকরা গ্রামের মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. সাহাব উদ্দিন (২৬) নামে কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের পশ্চিম মাঠে ধান কাটার সময় এই ঘটনা ঘটে। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

নিহত কৃষক উপজেলার ৮ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড লাউকরা গ্রামের মৃত এরশাদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, লাউকরা পশ্চিম মাঠে অন্যদের সাথে কৃষক সাহাব উদ্দিন ধান কাটতে যান। এ সময় তিনি বজ্রপাতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সাথে থাকা অন্য কৃষকেরা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যাক্তি বজ্রপাতের কারণে মৃত্যুবরণ করেছেন। ঘটনাস্থল পুলিশ পরির্দশন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদগঞ্জ ও কচুয়ায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ সোহেল গাজী (৩০), খালেক গাজী (৫০), মোশারফ হোসেন পিঠু (৩৫), মো. মনির (৩৪) ও মো. আরিফ (২০) নামে পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, ১৭ এপ্রিল দিনগত রাতে ফরিদগঞ্জে স্থানীয় গোপন তথ্যের আলোকে তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোহেল, খালেক ও মোশারফকে গ্রেপ্তার করা হয়। তাদের সাথে থাকা ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে একই রাতে হাজীগঞ্জ উপজেলা আর্মি ক্যাম্প থেকে কচুয়া থানা পুলিশের সমন্বয়ে উপজেলার সাচার নামক স্থান থেকে মাদক কারবারি মনির ও আরিফকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, একটি গাঁজা মাপার মেশিন ও একটি ফিল্টার উদ্ধার করা হয়।

পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দ্রব্য সামগ্রী এবং গ্রেপ্তার ব্যক্তিদের ফরিদগঞ্জ ও কচুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

চাঁদপুরে রোগীদের কাছ থেকে অর্থ আদায়, দালাল চক্রের দুই সদস্য আটক

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
চাঁদপুরে রোগীদের কাছ থেকে অর্থ আদায়, দালাল চক্রের দুই সদস্য আটক

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করার অভিযোগে মো. মাসুদ (২৮) ও জুম্মন (৪০) নামে দালাল চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী। অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চাঁদপুর কার্যালয়ের কর্মকর্তারা।

অভিযানের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, দুপুরে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও সদর মডেল থানা পুলিশের সমন্বয়ে তালিকাভুক্ত দালাল চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল হতে রোগীদের কাছ থেকে অবৈধ অর্থ আদায়ের সময় দালাল চক্রের সদস্য মাসুদ ও জুম্মনকে আটক করা হয়। আটক ব্যাক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি মোবাইল।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত মোবাইল ও আটক ব্যক্তিদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।