ভিপি নুরুল হক নুর চাঁদপুরে আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায়
চাঁদপুরের মাটি হবে ভিপি নুরুল হক নুরের ঘাঁটি: সাংবাদিক মোঃ জাকির হোসেন


গণঅধিকার পরিষদ (জিওপি) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে’ আগামী ২৩ মার্চ রবিবার চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
ভিপি নুরুল হক নুরের চাঁদপুরে আগমনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর তিন থেকে ট্রাক প্রতিকে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক মোঃ জাকির হোসেন।
এ সময় তিনি বলেন, তারুণ্যের আইকন ২৪ এর গণঅুভুত্থানে অন্যতম অংশীদারিত্ব দল গণধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর চাঁদপুরে আগমনে আমরা আনন্দিত এবং উৎপলিত। এ আগমনে চাঁদপুরের মাটি ভিপি নুরের ঘাঁটি হবে বলোও তিনি আশাবাদ ব্যক্ত করেন। চাঁদপুর অত্র কেন্দ্রীয় ও চাঁদপুর জেলা উপজেলার সকল নেতাকর্মীদেরকে প্রোগ্রাম সফল ভাবে বাস্তবায়ন করার জন্য আন্তরিক ভাবে সহযোগিতা ও কাজ করার আহ্বান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির সদস্য সিএম গালিফ, সামিউল প্রধান, ওমর সালমান।
এ সময় উপস্থিত ছিলেন, দাওয়াত উপ কমিটির সদস্য আলামিন সুমন, নুরুন্নবী, খলিলুর রহমান, পারভেজ, রুবেল চৌধুরীসহ গণ-যুব-ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা।
আপনার মতামত লিখুন