চাঁদপুরে সাংস্কৃতিক সমাবেশ ও মানববন্ধন


সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে চাঁদপুরে সর্বস্তরের সাংস্কৃতিক নেতৃবৃন্দের আয়োজনে সাংস্কৃতিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে চাঁদপুর শহরের অঙ্গিকারের সামনে এ মানব বন্ধনে বক্তারা বলেন, সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের উপযুক্ত শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমরা চাই ধর্ষণের বিচারের নামে কোন প্রকার কালক্ষেপণ না করে অবিলম্বে সকল ধর্ষককে স্বল্প সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আছিয়া, রোজিনাসহ অসংখ্য শিশু ও নারী যারা নির্যাতনের শিকার হয়েছে তারা আমাদেরই বোন, আমাদেরই সন্তান । শিশু থেকে শুরু করে বয়স্ক নারী পর্যন্ত কেউ ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছেনা। সুযোগ পেলেই ওরা ঝাপিয়ে পড়ছে। যারা এ ঘৃণিত কাজটি করছে তারা মানুষরূপী হায়েনা। তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তির জন্য চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।
সাংস্কৃতিক সংগঠক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাংস্কৃতিক সংগঠক অনিমা সেন চৌধুরী, কমরেড জাকির হোসেন মিয়াজী, লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মেঘনা থিয়েটারের সাধারন সম্পাদক হারুনুর রশিদ ডাক্তার, নাট্যমঞ্চের সভাপতি পি এম বিল্লাল, কণ্ঠশিল্পী প্রশিকা সরকার প্রমুখ।
আপনার মতামত লিখুন