চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায়
আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে এসে একত্রে কাজ করতে হবে: জেলা প্রশাসক


চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনার আমাদের সকলেরই। শুধু পুলিশ প্রশাসন আর অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনীর কাছে এটি সীমাবদ্ধ নয়। আমরা সবাই সবার জায়গা থেকে দাপ্তরিক যে দায়িতগুলো পালন করি, ঠিক সেভাবে যার যার জায়গা থেকে সবাই নিজ থেকে আইন মেনে চলতে হবে। তাহলে আর সমাজে অপরাধ বাড়বে না।
এসময় জেলা প্রশাসক পৌরসভার উন্নয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইলিশ সম্পদ রক্ষা, জেলা নৌ পুলিশের আরো তৎপরতা বৃদ্ধিসহ সকল বিষয়ে সবাইকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান।
ডিসি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে এবং একত্রে কাজ করতে হবে।
আসন্ন ঈদকে কেন্দ্র করে রাস্তাঘাটের শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিকের আরো ভূমিকা পালন করা, নদী বন্দরে যাতায়াতে আরো সচেতনতা বৃদ্ধিসহ সার্বিক বিষয়ে ব্যাপকভাবে আলোচনা হয় সভায়।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. গোলাম জাকারিয়া, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুপ্রভাত চাকমা, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, এনএসআই যুগ্ম পরিচালক মো. আবু আব্দুল্লাহসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশাসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন