খুঁজুন
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক, ১৪৩২

চাঁদপুরে চুলার গ্যাস লিকেজে একই পরিবারের ৬ জন দগ্ধ, ঢাকায় প্রেরণ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ
চাঁদপুরে চুলার গ্যাস লিকেজে একই পরিবারের ৬ জন দগ্ধ, ঢাকায় প্রেরণ

চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার জাকিরের ভবনের চতুর্থ তলায় চুলার গ্যাস লিকেজে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। প্রথমে চারজনকে গুরুতর অবস্থা ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়।

রোববার ভোররাতে সেহেরী খেতে গিয়ে খাবার গরম করতে যান পুত্রবধূ খাদিজা বেগম। ওই সময় গ্যাসের চুলা লিকেজ হয়ে এই দুর্ঘটনার শিকার হন পরিবারটি।

দগ্ধরা হলেন আবদুর রহমান, তার স্ত্রী, দুই ছেলে, দুই পূত্রবধু। তাদের মধ্যে প্রথমে চারজনকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। পরে ২ জনকে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধরা হলেন, ভাড়াটিয়া আবদুর রহমান (৬০), তার স্ত্রী শাহনাজ বেগম (৫৫), ছেলে ইমাম হোসেন সর্দার (৩৫), মহিন সর্দার (১৬), পুত্রবধূ খাদিজা বেগম (২৫), মিরাজে র স্ত্রী নিবা আক্তার (২২)।

পরিবারের সদস্য লিজন তালুকদার বলেন, বাসায় ১১ জন ছিল। এরমধ্যে ৬ জন দগ্ধ হয়। আবদুর রহমানের ছোট ছেলে রাতে বাসা থেকে বেরিয়ে পড়েন। এতে রাতে বাসার প্রথম দরজায় তালা লাগিয়ে রাখে। এতে করে আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়লে তারা বাসা থেকে বের হতে বিলম্ব হয়।

প্রতিবেশী বাসার রাশিদা বেগম বলেন, সেহেরী খেতে উঠার পর বিকট আওয়াজ ও চিৎকার শুনতে পান তারা। পরে দরজা খুলতে বিলম্ব হয়। দরজার খোলার পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, তারা শরীরের হাত-পা, মুখ মন্ডল দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ৪জনে ঢাকায় প্রেরণ করা হয়। পরে পরিবারের চিকিৎসা স্বার্থে বাকী দুজনকেও ঢাকায় পাঠানো হয়।

ফরিদগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মো.বারাকাত উল্লাহ
প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ণ
ফরিদগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

নিসচা’র উপজেলা শাখার সভাপতি আবু ছালেহ মো; বারাকাত উল্লাহ নেৃতত্বে র‌্যালিটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির পাশাপাশি জনগণের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

এদিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল্যাহ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভুমি) এ আর এম জাহিদ হাসান।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, ইউআরসি ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক, ইউপি চেয়ারম্যান ও নিসচা’র সহসভাপতি শাহ আলম শেখ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, নিসচা’র সাধারণ নারায়ন রবিদাস, মহিলা সম্পাদিকা রাজিয়া সুলতানা, সদস্য আব্দুল কাদির প্রমুখ।

টিসিবির পণ্য বিতরণে ছাউনি, বসার চেয়ার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ
টিসিবির পণ্য বিতরণে ছাউনি, বসার চেয়ার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা

চাঁদপুরে টিসিবির পণ্য বিতরণের সময় রোদে দাঁড়িয়ে নারী-পুরুষের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি থেকে রক্ষা পেতে মানবিক উদ্যোগ নিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তার নির্দেশে শহরের ১২ নং ওয়ার্ডে টিসিবির কার্ডধারীদের জন্য বসার চেয়ার, ছাউনি এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়।

বুধবার সকাল থেকে এই সুবিধা পেয়ে খুশি হয়ে পড়েন টিসিবির ক্রেতারা। এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও পানি বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ।

তিনি কার্ডধারীদের সাথে কথা বলে পণ্য বিতরণের সঠিকতা ও পরিমাপ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্তদের তদারকি করেন।

এ সময় শরীফ উদ্দিন আহমেদ পলাশ বলেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা লাঘব করতে। টিসিবির কার্ডধারী প্রত্যেক মানুষ যেন ন্যায্যমূল্যে, সঠিক পরিমাপে এবং সম্মানের সাথে তাদের প্রাপ্য পণ্য পান এটাই আমাদের লক্ষ্য।

পণ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ১২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক ঢালী, সাংগঠনিক সম্পাদক মোঃ অফিল মিজি, জেলা ছাত্রদল নেতা মোঃ সোহাগ বেপারী, পৌর যুবদল নেতা মুরাদ হোসেন, ছাত্রদলের সভাপতি ইউসুফ খলিফা,এবং ৩ নং মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহসিন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে রোদে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, এখন চেয়ার ও ছাউনি থাকায় কিছুটা স্বস্তি পাচ্ছেন তারা।

হাজীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

মো. ইউসুফ বেপারী
প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
হাজীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

oplus_4194304

হাজীগঞ্জে অননুমোদিতভাবে সার ও কীটনাশক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাবেদ হোসেন চৌধুরী।

অভিযানকালে মেসার্স পূবালী ট্রেডার্স ও মেসার্স জামাল ব্রাদার্স নামের দুই প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল আহমেদ, হাজীগঞ্জ থানা পুলিশের এএসআই মনির হোসেনসহ অন্যান্য সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাবেদ হোসেন চৌধুরী বলেন, সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি করা যাবে না। কৃষকদের স্বার্থে এবং বাজারে সঠিক মূল্য ও গুণগতমান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহ বলেন, যেসব ব্যবসায়ীর সার বিক্রির অনুমতি নেই, তারা যেন বিক্রি না করে। অননুমোদিত ব্যবসা থেকে বিরত থেকে কৃষকদের নিকট নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে হবে।