খুঁজুন
শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক, ১৪৩২

চাঁদপুর শহরে প্রতিদিন স্বল্প আয়ের মানুষ পাবেন টিসিবির পণ্য

মনিরুজ্জামান বাবলু
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ
চাঁদপুর শহরে প্রতিদিন স্বল্প আয়ের মানুষ পাবেন টিসিবির পণ্য

চাঁদপুর শহরের প্রতিদিন ৫টি স্পটে ২ হাজার স্বল্প আয়ের মানুষ পাবেন টিসিবির পণ্য। বুধবার সকালে জনস্বার্থে মাসব্যাপী ট্রাক সেলের মাধ্যমে স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

শহরের পুরান বাজার, ডিসি অফিসের সামনে, ওয়ারলেস বাজার, নতুন বাজার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি ডিলারের মাধ্যমে বিক্রি করা হবে। পণ্যগুলোর মধ্যে রয়েছে সয়াবিন তেল ২ কেজি, মসুরের ডাল ২ কেজি, ছোলা ১ কেজি ও চিনি ১ কেজি। ৪৫০ টাকায় এমন পণ্য পেয়ে খুশি ক্রেতারা। কোন প্রকার কার্ড ছাড়াই টিসিবির এই পণ্য ক্রয় করতে পারবেন ক্রেতারা।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ৮শ ৫০ টাকার পণ্য মাত্র ৪৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। রমজানে যেন স্বল্প আয়ের মানুষ তাদের সংসারের যোগান দিতে পারে। এই জন্যই এমন উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক।

প্রতিদিন ২ হাজার মানুষ এই সেবা পাবেন। রমজানের পরও যদি ডিমান্ড থাকে তাহলে এমন কার্যক্রম চালু রাখার কথা জানান তিনি।

মতলবে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা

মোঃ রবিউল আলম
প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ
মতলবে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা

মতলব দক্ষিণে উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, আমাদের ঐক্যবদ্ধ শক্তি আগামীতে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের জুলুম নির্যাতনের শিকার হওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের নেতাকর্মীদের মনোবল এখনো দৃঢ় রয়েছে। গণতন্ত্রের পথে আপোষহীন নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে ওই ফ্যাসিস্ট আওয়ামীলীগ নিঃশেষ করে দিতে চেয়েছিল। কিন্তু মহান আল্লাহ তায়ালার রহমতে এবং দেশবাসীর ভালোবাসায় ফ্যাসিস্টরাই নিশ্চিহ্ন হয়ে গেছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল তিনটায় মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ জালাল উদ্দিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিগত ১৭ বছর রাজপথের আন্দোলন সংগ্রামে যে সকল নেতাকর্মী দিনের পর দিন মাসের পর মাস বাড়ির বাহিরে রাত কাটিয়েছেন জেল খেটেছেন তাদের বিষয়ে দল সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম ক্ষুন্ন করার জন্য ওই ফ্যাসিস্টদের দোসর দোলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ড. জালাল আহমেদ এর সহধর্মিনী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন, বাংলাদেশ ব্যাংককের সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম প্রধান, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিব সরকার, জেলা যুব দলের সদস্য মোস্তাফিজুর রহমান কাইয়ূম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল হোসেন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির মিয়াজী, সাবেক ছাত্র নেতা ও কাউন্সিলর শাহজাহান মল্লিক প্রমুখ।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মান্নান মিয়াজী।

সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

১ দিনের সফরে চাঁদপুর আসছেন মুফতি ফয়জুল করীম

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৮:২০ অপরাহ্ণ
১ দিনের সফরে চাঁদপুর আসছেন মুফতি ফয়জুল করীম

চব্বিশের গণঅভ্যুত্থানের অগ্রনায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ১৮ অক্টোবর শনিবার ১ দিনের সাংগঠনিক সফরে চাঁদপুর আসছেন।

মুফতি ফয়জুল করীমের সফর ঘিরে চাঁদপুরে দলীয় নেতাকর্মীসহ জুলাই যোদ্ধাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দলের সিনিয়র ব্যক্তির আগমনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা চাঁদপুর পৌর বাসস্ট্যান্ডে গণসমাবেশের আয়োজন করছে। গণসমাবেশে যোগ দিতে চাঁদপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে চলছে সভা, সমাবেশ, গণসংযোগ।

বিকাল ৩টায় পৌর বাসস্ট্যান্ডের গণসমাবেশে মুফতি ফয়জুল করীম প্রধান অতিথির ভাষণ দেবেন। গণসমাবেশ শেষ করে তিনি বাদ এশা উজানি বাজারে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বয়ান রাখবেন। এরপর রাত ১০টায় তিনি শাহরাস্তি উপজেলায় একটি মাহফিলে অংশ নিয়ে চাঁদপুর থেকে বিদায় নেবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান আগামিকালের গণসমাবেশসহ সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৫:১৪ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সত্য সাহস ও সুন্দর এই পথচলায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলায় এ সভা ও কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম বলেন, মানুষ পত্র-পত্রিকার মাধ্যমেই নানাবিধ সমস্যার সমাধান খুঁজে। যেমন এই শহরে যানজট নিত্যদিনের সমস্যা। সেই সমস্যা সমাধানে বাইপাস রাস্তাসহ ইচুলী দিয়ে যদি ডাকাতিয়া নদীর ওপর একটি ব্রীজ নির্মাণ করা হয় তাহলে এক রাস্তায় গাড়ী যেতো অন্য রাস্তায় আসতো। তবে এই যানজট হয়তো কিছুটা কমতো। আবার বিনোদনের জন্যও তেমন ভালো কোন শিশু পার্ক নেই। এমন নানাবিধ সমস্যা পত্রিকার মাধ্যমে তুলে ধরলেই সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হলে এগুলোর সমাধান দ্রুত হবে।

তিনি আরও বলেন, আমি নিজেও একসময় লেখালেখি করতাম। আমার একটি পাক্ষিক পত্রিকাও ছিলো। তবে এখন এটি আর বের হয় না। তবে সমাজ বিনির্মাণে সাংবাদিকদের লেখনীর বিকল্প নেই। আমি যে কয়টি পত্রিকা পড়ি তার মধ্যে কালবেলাও রয়েছে। আমি এই পত্রিকার সাংবাদিকসহ পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করছি।

প্রধান বক্তার বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা বলেন, সাংবাদিকদের কাছে মানুষ অতিরঞ্জিত প্রত্যাশা রাখে। তবে ভাবা দরকার, সবাই ঘুমিয়ে থাকবে আর সাংবাদিকরা জেগে থাকবে তা হয়না। এর পরেও কোন ঘটনা ঘটলে তা ঠিকই প্রকাশ করেন সাংবাদিকরা। কোনভাবেই তা চেপে রাখা সম্ভব নয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, এনসিপি চাঁদপুর জেলার মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা বাসদ এর সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদারসহ অন্যরা।

দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয় এর সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাঈদ হোসেন অপু, দৈনিক কালবেলার কচুয়া প্রতিনিধি মানিক ভৌমিক, শাহরাস্তি প্রতিনিধি স্বপন কর্মকার মিঠুন, মতলব উত্তর প্রতিনিধি মমিনুল ইসলাম, হাইমচর প্রতিনিধি শিমুল অধিকারী সুমন, ফরিদগঞ্জ প্রতিনিধি আব্দুল কাদের, মতলব দক্ষিণ প্রতিনিধি আল আমিন ভূঁইয়া, হাজীগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক চাঁদপুর দর্পণের স্টাফ রিপোর্টার সুজন চৌধুরী, দৈনিক মতলবের আলোর প্রতিনিধি হোসেন গাজী, ইলশেপাড়ের প্রতিনিধি আল আমিন ছৈয়াল প্রমূখ।

বক্তারা আগামীতেও দৈনিক কালবেলা জনগণের প্রত্যাশা পূরণে বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর সাংবাদিকতা ও সংবাদ পাঠক সমাজকে উপহার দিবে বলে প্রত্যাশা করেন।