চাঁদপুর শহরে প্রতিদিন স্বল্প আয়ের মানুষ পাবেন টিসিবির পণ্য


চাঁদপুর শহরের প্রতিদিন ৫টি স্পটে ২ হাজার স্বল্প আয়ের মানুষ পাবেন টিসিবির পণ্য। বুধবার সকালে জনস্বার্থে মাসব্যাপী ট্রাক সেলের মাধ্যমে স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
শহরের পুরান বাজার, ডিসি অফিসের সামনে, ওয়ারলেস বাজার, নতুন বাজার ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি ডিলারের মাধ্যমে বিক্রি করা হবে। পণ্যগুলোর মধ্যে রয়েছে সয়াবিন তেল ২ কেজি, মসুরের ডাল ২ কেজি, ছোলা ১ কেজি ও চিনি ১ কেজি। ৪৫০ টাকায় এমন পণ্য পেয়ে খুশি ক্রেতারা। কোন প্রকার কার্ড ছাড়াই টিসিবির এই পণ্য ক্রয় করতে পারবেন ক্রেতারা।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ৮শ ৫০ টাকার পণ্য মাত্র ৪৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। রমজানে যেন স্বল্প আয়ের মানুষ তাদের সংসারের যোগান দিতে পারে। এই জন্যই এমন উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক।
প্রতিদিন ২ হাজার মানুষ এই সেবা পাবেন। রমজানের পরও যদি ডিমান্ড থাকে তাহলে এমন কার্যক্রম চালু রাখার কথা জানান তিনি।
আপনার মতামত লিখুন