খুঁজুন
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র, ১৪৩২

হাবিপ্রবিতে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ
হাবিপ্রবিতে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যুব রেড ক্রিসেন্ট দল আয়োজিত দুইদিন ব্যাপি “মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ অডিটোরিয়াম-১ এ শেষ হয় দুইদিন ব্যাপী প্রশিক্ষণ। উক্ত প্রশিক্ষণে সহায়তা প্রদান করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দিনাজপুর ইউনিট। সার্বিক সহযোগিতায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক বিষয়াদি সম্পর্কে ধারণা প্রদান করা হয় এবং পরবর্তীতে হাতে ধরে শিখানো হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীর বলেন, এই প্রশিক্ষণে আমরা প্রাথমিক চিকিৎসা বিষয়ক বিষয়াদি হাতে- কলমে শিখতে পারছি। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে সেবা প্রদান করতে পারবো।

এ বিষয়ে সহঃপ্রধান দলনেতা- ১ সাইফুল ইসলাম বলেন” দূর্ঘটনার কবলে পরা ব্যাক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান অতি গুরুত্বপূর্ণ।প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা গেলে অনেকাংশে রোগীর ব্যাথা ও রক্তপাত কমানো সম্ভব হয়।প্রতি বছরের ন্যায় এবারো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হাবিপ্রবি দলের উদ্যোগে ৫২ জন সেচ্ছাসেবককে ২দিন ব্যাপী ট্রেনিং প্রদান করা হয়।”

নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

আলআমীন পারভেজ
প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ
নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে ২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃর্ত শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম উদ্বোধন, নবীনবরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে প্রথমে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু করা হয়।

পরবর্তীতে কলেজের অডিটোরিয়ামে একাডেমিক কার্যক্রম উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি কর্নেল (অবঃ) মোঃ মতিউর রহমান, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: কামাল হোসেন স্যার, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মোঃ আবুল কাশেম, উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব ওবায়দুল্লাহ হাওলাদার, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ রমিজ উদ্দীন মাস্টার, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ইংরেজি বিষয়ের সহকারি অধ্যাপক আলআমীন পারভেজ, গভর্নিং বডির অভিভাবক সদস্য ইসরাফীল আলম, দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফ উল্লাহ, শ্রীরায়েচর এসআইএম উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মোঃ শাহাদাত হোসেন সুমন।

বিশেষভাবে উল্লেখ্য, অনুষ্ঠানটিতে ছাত্র-ছাত্রীদের সাথে তাদের অভিভাবকদের সরব উপস্থিতি ছিল অত্যন্ত চোখে পড়ার মতো। এ সময় সম্প্রতি এনটিআরসিএ থেকে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত চারজন শিক্ষককেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

তারপর একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ও লাল গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয়। সবশেষে, শিক্ষার্থীদের মাঝে গাইড শিক্ষকের মাধ্যমে বিশেষ ফাইল বিতরণের মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আহ্বায়ক মাহাবুব সদস্য সচিব শাহাদাত

রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন

জাহাঙ্গীর আলম রাজু
প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৯ পূর্বাহ্ণ
রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন

নবগঠিত কমিটির আহ্বায়ক মো. মাহাবুব আলম ও সদস্য সচিব মো. শাহাদাত হোসেন।

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু হানিফ কাকন ও সদস্য সচিব পীরজাদা মো. জুনায়েদ উল্যাহ খান স্বাক্ষরিত সংগঠনের ফেইডে মো. মাহাবুব আলমকে আহ্বায়ক ও মো. শাহাদাত হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলো সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ তোহা, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন মিজি, বিল্লাল হোসেন পাটওয়ারী, মো. রাশেদুল ইসলাম, জাহিদুল ইসলাম সুজন, সম্মানিত সদস্য জহিরুল ইসলাম জহির, আরিফ হোসেন মোল্লা, মো. ইমরান হোসেন, মো. আল আমিন, খোরশেদ আলম, মো. আরিফ মুন্সি, মো. নূরুল্লাহ রুবেল, মো. হোসেন খলিফা, মো. মোশারফ হোসেন, মো. মাহবুব শেখ, শিমুল চন্দ্র দাস, মো. সুমন গাজী, মো. শাহাজান সর্দার, মো. বাবুল গাজী।

তাৎক্ষনিক এক বিবৃতিতে নবগঠিত আহ্বায়ক মো. মাহাবুব আলম ও সদস্য সচিব মো. শাহাদাত হোসেন কমিটির সবার পক্ষ থেকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু হানিফ কাকন ও সদস্য সচিব পীরজাদা মো. জুনায়েদ উল্যাহ খান সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

তারা জানান, এছাড়াও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের রাজনৈতিক অভিভাবক, হৃদয়ের অন্তস্থল ও অহংকার জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের প্রতি। আমরা আমাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ ও সমর্থক ভাইদের শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের পক্ষে কাজ করার আহ্বান জানাই।

শাহরাস্তির আনসার কর্মকর্তা তুলসী দেবনাথের দুর্নীতির বিরুদ্ধে বিভাগীয় মামলা

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৭ অপরাহ্ণ
শাহরাস্তির আনসার কর্মকর্তা তুলসী দেবনাথের দুর্নীতির বিরুদ্ধে বিভাগীয় মামলা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুলসী দেবনাথের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। ইতোমধ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করেছে।

স্থানীয় আনসার-ভিডিপি সদস্যদের অভিযোগ অনুযায়ী, দীর্ঘ ৮–১০ বছর ধরে একই উপজেলায় কর্মরত থেকে তুলসী দেবনাথ দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাভাবে আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডিউটির জন্য নিয়োগ দিতে জনপ্রতি ৫শ’ থেকে ১হাজার টাকা ঘুষ গ্রহণ, মোটর ড্রাইভিং প্রশিক্ষণে অংশ নিতে ৫ থেকে ৮ হাজার টাকা দাবি, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ গ্রহণে ২শ’ থেকে আড়াই হাজার টাকা উৎকোচ, দলনেতা-দলনেত্রীদের মাসিক ভাতা থেকে নিয়মিত টাকা কর্তন, এমনকি নির্বাচনকালীন সরকারি ভাতা বণ্টনেও ব্যাপক অনিয়ম রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে কুমিল্লা রেঞ্জ পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য ও ১৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে তদন্ত পরিচালিত হয়। তদন্ত প্রতিবেদনে তুলসী দেবনাথের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে।

এদিকে, দুর্নীতির প্রতিবাদ করায় উত্তর ইউনিয়নের দলনেতা মো. মোস্তফা কামালকে ‘অসদাচরণ’-এর অভিযোগে বহিষ্কার করা হয়েছে। দীর্ঘ ২০ বছরের কর্মজীবনে সততার সাথে দায়িত্বপালনকারী এ সদস্য ২০১৬ সালে “প্রেসিডেন্ট ভিডিপি সেবা পদক” অর্জন করেছিলেন।

তিনি অভিযোগ করেন, এটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং দুর্নীতির প্রতিবাদ করায় তাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি পুনর্বহাল ও স্থগিত ভাতা চালুর দাবি জানিয়েছেন।

মোস্তফা কামাল সম্প্রতি প্রধান উপদেষ্টা বরাবরে আবেদন দাখিল করে বহিষ্কার আদেশ বাতিল ও পুনঃবহালের অনুরোধ করেছেন।

তিনি তার আবেদনে উল্লেখ করেন, ২০০৪ সাল থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেও, উপজেলা আনসার কর্মকর্তা তুলসী দেবনাথ ও প্রশিক্ষক পিন্টু চন্দ্র দাসের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার কারণেই তাকে এবং আরও কয়েকজন দলনেতাকে ষড়যন্ত্রমূলকভাবে বহিষ্কার করা হয়েছে।

তিনি জানান, তদন্তে মৌখিক ও লিখিতভাবে তথ্য-প্রমাণ দেওয়ার পরও উল্টো তার বিরুদ্ধে অসদাচরণের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। জেলা ও রেঞ্জ পর্যায়ের কয়েক দফা তদন্তে অনিয়মের বিষয়টি ধরা পড়লেও শেষ পর্যন্ত যথাযথ ব্যবস্থা না নিয়ে তাকে বহিষ্কার করা হয়।

এতে শুধু তিনি নন, তার সঙ্গে দুইবার “প্রেসিডেন্ট আনসার সেবা পদক” অর্জন করা কোম্পানি কমান্ডার আব্দুস ছাত্তার ও পৌর দলনেতা মোজাম্মেল হোসেনকেও একই অভিযোগে বহিষ্কার করা হয়।

মোস্তফা কামাল আরও বলেন, “আমি ২০১৬ সালে প্রেসিডেন্ট ভিডিপি সেবা পদক পাই। অথচ জুলাই/২০২৪ থেকে আমার সম্মানী ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবার-পরিজন নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছি। সরকারের নিকট আমার একটাই আবেদন, বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আমাকে পুনঃবহাল করা হোক।”

এদিকে গত ৭ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১২টা ২০ মিনিটে এক গণমাধ্যমকর্মী পেশাগত দায়িত্ব পালনের পথে শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম দিনে গিয়ে দেখেন ঘোষিত ৭০ জন প্রশিক্ষণার্থীর স্থলে উপস্থিত ছিলেন মাত্র ৪১ জন (৭ জন মেয়ে ও ৩৪ জন ছেলে)। এমনকি ওইদিন নতুন করে আরও ৪ জন ভর্তি হতে আসেন। পরে ১০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টা ৩৫ মিনিটে প্রশিক্ষণের চতুর্থ দিনে গণমাধ্যমকর্মীরা গিয়ে দেখেন প্রশিক্ষণে অংশগ্রহণকারীর সংখ্যা আরও কমে দাঁড়িয়েছে ৩৪ জনে (২৪ জন পুরুষ ও ১০ জন মহিলা)।

বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক তুলসী দেবনাথের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, “এখন পর্যন্ত মোট ৫৫ জন ভর্তি হয়েছে। অন্যরা আশপাশে আছে, হয়তো পরবর্তী দিনে যোগ দেবে। প্রশিক্ষণে মোট ৭০ জন অংশ নেবে এবং প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে সনদপত্র ও প্রতিদিন ১৫০ টাকা হারে মোট দেড় হাজার টাকা ভাতা প্রদান করা হবে, তবে ১০ টাকা কেটে রাখা হবে।

প্রশ্ন উঠেছে—যখন চতুর্থ দিনে উপস্থিত সদস্য সংখ্যা মাত্র ৩৪ জন, তখন অনুপস্থিত বাকিদের প্রশিক্ষণে অংশগ্রহণ ছাড়াই কীভাবে ভাতা ও সনদ বিতরণ করা হবে? ভুক্তভোগী আনসার সদস্যরা মনে করেন, এটি আনসার কর্মকর্তার দুর্নীতির আরেকটি স্পষ্ট দৃষ্টান্ত।

স্থানীয় ভিডিপি সদস্যরা জানান, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা তুলসী দেবনাথ ও পিন্টু দাস এ ধরনের কর্মকাণ্ড শুধু সদস্যদের ক্ষতিই করছে না, বরং পুরো বাহিনীর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করছে। যারা অনিয়মের প্রতিবাদ করেন, তাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়। ভুক্তভোগী সদস্যরা সরকারের কাছে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত কর্মঠ সদস্যদের মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মুঠোফোনে তুলসী দেবনাথকে জিজ্ঞেস করলে তিনি বলেন, কিসের দুর্নীতি। আপনারা আমার উর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞেস করুন।