চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালিত


‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন উদ্দিন।
তিনি বলেন, আমরা যদি সকলে আইন মেনে চলি, তাহলে সড়কে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। আমাদের ড্রাইভার ও পথচারীদের আরও সচেতন হতে হবে। সচেতনতা বাড়লে দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব।
তিনি আরও বলেন, প্রতিদিনই আমরা শুনি কোনো না কোনো দুর্ঘটনার খবর। কিন্তু আমরা যদি চালক থেকে পথচারী সবাই নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব। ট্রাফিক আইন মানা শুধু পুলিশের কাজ নয়, এটা আমাদের সবার দায়িত্ব। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ, জনসচেতনতা এবং পরিবার থেকে সচেতনতা শুরু করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার (পিপিএম) মুহাম্মদ আব্দুর রকিব বলেন, গাড়ি চালানোর সময় কখনই ওভার কনফিডেন্সে থাকা যাবে না। অনেক সময় আমরা চিন্তা করি ‘আমি নিয়ন্ত্রণ করতে পারব’; কিন্তু বাস্তবে এক মুহূর্তের ভুলেই ঘটে যায় দুর্ঘটনা। তাই সতর্কতা ও ধৈর্যই নিরাপদ সড়কের মূল চাবিকাঠি।
তিনি আরও বলেন, চাঁদপুরে সড়ক দুর্ঘটনা কমাতে আমরা ট্রাফিক আইন বাস্তবায়নের পাশাপাশি জনগণকে সচেতন করার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। প্রত্যেকে নিজের অবস্থান থেকে নিয়ম মেনে চললে সড়ক হবে নিরাপদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জুবায়ের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর জেলা “নিরাপদ সড়ক চাই” সংগঠনের সভাপতি এম. এ. লতিফ, মাইক্রোবাস মালিক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন হাওলাদার প্রমুখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার এবং সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল দাস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর বিআরটিএর ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ আলাউদ্দিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা প্রশাসকের কার্যালয়ের মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জুনায়েদ আহমেদ এবং গীতাপাঠ করেন বিমল চন্দ্র দে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও পরিবহন শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, মানসম্মত হেলমেট ব্যবহার, অতিরিক্ত গতি পরিহার, পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালুর ওপর গুরুত্ব আরোপ করেন।
আপনার মতামত লিখুন