চাঁদপুরে শ্রী পুষ্পাঞ্জলি সংঘের উদ্যোগে অসহায়দের মাধে বস্ত্র বিতরণ


সনাতনী ধর্মালম্বীদের সবচাইতে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শ্রী পুষ্পাঞ্জলি সংঘের উদ্যোগে শতাধিক অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের শ্রী শ্রী মহাপ্রভু নীলাচল মন্দির প্রাঙ্গণের পুজামন্ডপে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশাররফ হোসেন।
তিনি বলেন, আমরা ভিন্ন ধর্মের মানুষ হতে পারি কিন্তু আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের দেশে হিন্দু মুসলমান কোন ভেদাভেদ নেই। আমরা সকলেই মানুষ। এদেশের নাগরিক হিসেবে সকলের অধিকারই সমান। আপনাদের এই উৎসবের পাশে আমরা সবসময়ই আছি।
শ্রী পুষ্পাঞ্জলি সংঘের পুজা পরিষদ কমিটির সভাপতি সুধীর চন্দ্র পর্বতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. পলাশ মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সাহা, বিএনপি নেতা বাতেন চৌধুরী প্রমূখ।
এসময় পুজা উদযাপন পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে শতাধিক অসহায়দের নারী পুরুষদের মাঝে শাড়ী ও লুঙ্গি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
আপনার মতামত লিখুন