খুঁজুন
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক, ১৪৩২

ছয় বছরে প্রায় ১৩ হাজার বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ
ছয় বছরে প্রায় ১৩ হাজার বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি

সেপ্টেম্বর মাসকে পঞ্চম বই উপহার মাস ঘোষণা করেছিলো চর্যাপদ সাহিত্য একাডেমি। ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ শ্লোগানে গত ২৯ আগস্ট শুক্রবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো। এরপর মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি।

পথেঘাটে, অফিস-আদালতে ও যানবাহনে উপহার প্রদান করা হয় বই। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় গল্প-কবিতা, প্রবন্ধ-উপন্যাস ও শিশুতোষ বই। টানা ২৯ দিন চলে এ কর্মসূচি। দুর্গাপূজার কারণে নির্ধারিত সময়ের ২ দিন আগেই এ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর পুরানবাজারস্থ উদয়ন কঁচিকাচার মেলার হল রুমে আনুষ্ঠানিকভাবে বই উপহার মাসের সমাপ্তি ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনজীবী ও সমাজসেবক রোটারিয়ান শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উদয়ন কঁচিকাচার মেলার সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, একাডমির সহ-সভাপতি শিউলী মজুমদার, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, স্বজন সারথি মিজানুর রহমান স্বপন, উপপরিচালক জান্নাতুল ফেরদাউস সুপ্ত, তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার জেলা প্রতিনিধি মাইনুদ্দিন জীবন।

বই উপহার মাসের আহ্বায়ক রফিকুজ্জামান রণি বলেন, মাসব্যাপী চলে বই উপহার কর্মসূচি। এ মাসে প্রায় এক হাজারের কাছাকাছি বই উপহার দেওয়া হয়েছে। বৃষ্টিপাত, প্রাকৃতিক দুর্যোগ ও দেশের চলমান পরিবেশ-পরিস্থিতির কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছর আমরা টার্গেটের তুলনায় কিছুটা কম বই উপহার দিতে পেরেছি। তবে সকল জটিলতার মধ্যেও কর্মসূচি অব্যাহত ছিলো। একদিনের জন্যেও পিছু হটেনি একাডেমির সদস্যরা। ৬ বছরে প্রায় ১৩ হাজারের কাছাকাছি বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি।

সভাপ্রধান আয়েশা আক্তার রুপা বলেন, মানুষকে বইমুখী করাই আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এমন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বই পাঠের মাধ্যমে সমাজের মানুষ সচেতন হলে বৈষম্যমুক্ত দেশ উপহার পাবো আমরা।
অনুষ্ঠানে উদয়ন সংগীত বিদ্যালয়ের শিক্ষক অঞ্জনা সাহা ও মিতু সাহার তত্ত্বাবধানে নৃত্য ও সংগীত পরিবেশন করেন একঝাঁক উদীয়মান শিল্পী। বাঁশি বাজান বেলাল শেখ।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক বই উপহার কর্মসূচি পালন করে আসছে চর্যাপদ একাডেমি। ২০২১ সাল থেকে টানা ৫ম বারের মতো বই উপহার মাস পালন করেছে। এর মধ্যে একটি ‘বই উপহার মেলা’ও করেছে এ প্রতিষ্ঠান। জানা যায়, এ পর্যন্ত প্রায় ১৩ হাজারের কাছাকাছি বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি। এবারের প্রতিপাদ্য ছিলো ‘বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘর।’

চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তার বাঁশখালিতে বদলি

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ
চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তার বাঁশখালিতে বদলি

চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তার পদে পরিবর্তন এনেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

২০ অক্টোবর জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, চাঁদপুর পৌরসভার বর্তমান হিসাবরক্ষক কর্মকর্তা মো. মশিউর রহমানকে বদলি করে বাঁশখালী পৌরসভা (চট্টগ্রাম)-এ পাঠানো হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তা আরিফ মঈন উদ্দিন চৌধুরীকে চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, উভয় কর্মকর্তাকে ২৯ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ৩০ অক্টোবর ২০২৫ তারিখ থেকে তাঁদের স্বপদে অবমুক্ত (Stand Released) গণ্য করা হবে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত এ আদেশে আরও উল্লেখ করা হয়, বদলি হওয়া কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগদানের দিন থেকেই তাঁদের দায়িত্বভার গ্রহণ করবেন।

উল্লেখ্য, চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষক বিভাগ শহরের আর্থিক প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ দপ্তর, যেখানে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন মো. মশিউর রহমান। তাঁর বদলির ফলে নতুন কর্মকর্তা আরিফ মঈন উদ্দিন চৌধুরীর দায়িত্ব গ্রহণে পৌরসভার আর্থিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: স্থানীয় সরকার বিভাগ, গৌর-২ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালিত

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালিত

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন উদ্দিন।

তিনি বলেন, আমরা যদি সকলে আইন মেনে চলি, তাহলে সড়কে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। আমাদের ড্রাইভার ও পথচারীদের আরও সচেতন হতে হবে। সচেতনতা বাড়লে দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব।

তিনি আরও বলেন, প্রতিদিনই আমরা শুনি কোনো না কোনো দুর্ঘটনার খবর। কিন্তু আমরা যদি চালক থেকে পথচারী সবাই নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব। ট্রাফিক আইন মানা শুধু পুলিশের কাজ নয়, এটা আমাদের সবার দায়িত্ব। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ, জনসচেতনতা এবং পরিবার থেকে সচেতনতা শুরু করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার (পিপিএম) মুহাম্মদ আব্দুর রকিব বলেন, গাড়ি চালানোর সময় কখনই ওভার কনফিডেন্সে থাকা যাবে না। অনেক সময় আমরা চিন্তা করি ‘আমি নিয়ন্ত্রণ করতে পারব’; কিন্তু বাস্তবে এক মুহূর্তের ভুলেই ঘটে যায় দুর্ঘটনা। তাই সতর্কতা ও ধৈর্যই নিরাপদ সড়কের মূল চাবিকাঠি।

তিনি আরও বলেন, চাঁদপুরে সড়ক দুর্ঘটনা কমাতে আমরা ট্রাফিক আইন বাস্তবায়নের পাশাপাশি জনগণকে সচেতন করার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। প্রত্যেকে নিজের অবস্থান থেকে নিয়ম মেনে চললে সড়ক হবে নিরাপদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জুবায়ের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর জেলা “নিরাপদ সড়ক চাই” সংগঠনের সভাপতি এম. এ. লতিফ, মাইক্রোবাস মালিক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন হাওলাদার প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার এবং সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল দাস।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর বিআরটিএর ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ আলাউদ্দিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা প্রশাসকের কার্যালয়ের মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জুনায়েদ আহমেদ এবং গীতাপাঠ করেন বিমল চন্দ্র দে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও পরিবহন শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, মানসম্মত হেলমেট ব্যবহার, অতিরিক্ত গতি পরিহার, পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালুর ওপর গুরুত্ব আরোপ করেন।

স্ত্রীর কু-প্ররোচনায় মাকে মারধর, ছেলের বিরুদ্ধে বাবার অভিযোগ

মো. ইউসুফ বেপারী
প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
স্ত্রীর কু-প্ররোচনায় মাকে মারধর, ছেলের বিরুদ্ধে বাবার অভিযোগ

Oplus_131072

হাজীগঞ্জে স্ত্রীর কু-প্ররোচনায় মাকে মারধরের অভিযোগে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক বাবা। ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের সাকছিপাড়া খান বাড়িতে।

জানা যায়, গেলো শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে পারিবারিক এক ঘটনার জেরে ছেলে মাসুদ খান তার স্ত্রী’র কু-প্ররোচনায় পড়ে মা মনোয়ারা বেগমকে মারধর করেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মুছা খান হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, মাসুদ খান দীর্ঘদিন ধরে মা-বাবার ভরণপোষণ না দিয়ে উল্টো তাদের সঙ্গে অমানবিক আচরণ করে আসছে। সামান্য কথাবার্তার জের ধরে মাসুদ ও তার স্ত্রী প্রায়ই মা-বাবাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়।

মনোয়ারা বেগম বলেন, ছেলে মাসুদ ও তার বউয়ের কারণে শান্তিতে থাকতে পারি না। গত শুক্রবার মুছা খান গোসল করতে গেলে পুকুরে থাকা মাসুদকে উঠতে বলেন। এ নিয়েই মাসুদ রেগে গিয়ে রাতে আমাকে বেধড়ক মারধর করে।

বাবা মুছা খান অভিযোগ করে বলেন, আমার ছেলে প্রায়ই আমাদের গালাগালি ও মারধর করে। এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত রয়েছে। এসব বিষয়ে বাধা দিলেই আমাদের ওপর চড়াও হয়। আমি এর বিচার চাই।

স্থানীয় বাসিন্দারাও জানান, মাসুদ খান এলাকার উশৃঙ্খল চরিত্রের লোক এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

তাদের ভাষ্যমতে, মাসুদের আচরণে পরিবার তো বটেই, আশপাশের মানুষও অতিষ্ঠ।

অভিযুক্ত মাসুদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। মুঠোফোনেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।