খুঁজুন
সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র, ১৪৩২

চাঁদপুরে অ্যাম্বুলেন্সে নারী ধর্ষণ, চালক আটক

মিজান লিটন
প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১২ অপরাহ্ণ
চাঁদপুরে অ্যাম্বুলেন্সে নারী ধর্ষণ, চালক আটক

চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (২৪) অ্যাম্বুলেন্সে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে চালক মো. মুরাদ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ওই নারীর ছোট বোনজামাতা সদর মডেল থানায় চালকসহ অজ্ঞাতনামা আরো দুই-তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

গ্রেপ্তারকৃত চালক মুরাদ চাঁদপুর শহরের প্রফেসর পাড়া ৯নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা বেপারীর ছেলে। আঞ্জুমান নামীয় অ্যাম্বুলেন্সটি তিনি ভাড়ায় নিয়ে পরিচালনা করতেন। ধর্ষণের শিকার ওই নারী শাহরাস্তি উপজেলার।

মডেল থানা পুলিশ জানায়, শুক্রবার দিনগত রাত সোয়া ১২টা থেকে সাড়ে ৩টার মধ্যে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা নামক স্থানে এই ধর্ষণের ঘটনা ঘটে। ওই সময় ওই সড়কে থানার উপ-পরিদর্শক (এসআই) ইবাদুল হক ও সঙ্গীয় ফোর্সসহ টহলরত অবস্থায় ছিলেন। অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে থামানো অবস্থায় দেখে সন্দেহে হলে তল্লাশি চালিয়ে ওই নারীকে উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সসহ চালককে আটক করে থানায় নিয়ে আসেন।

গ্রেপ্তার চালক ও অন্যান্য অ্যাম্বুলেন্স চালকদের সাথে কথা বলে জানা গেছে, চালক মুরাদ হোসেন ঢাকা থেকে রোগী নিয়ে পাশের লক্ষ্মীপুর জেলায় যান। সেখান থেকে চাঁদপুরে আসার পথে লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডে ঘুরাঘুরি অবস্থায় ওই নারীকে দেখতে পেয়ে কয়েকজনের সহযোগিতায় যাত্রীবেশে তার অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে আসে। এরপরেই অ্যাম্বুলেন্সের মধ্যে জোরপূর্বক ধষর্ণের ঘটনা ঘটে।

স্বজনরা জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন এবং স্বামী পরিত্যক্তা। তার বাবা মার সাথে বাড়িতে থাকেন। মাঝে মধ্যে মানসিক ভারসাম্যহীনতার কারণে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে যেত। মানসিক ভারসাম্যহীন ওই নারী ৪ সেপ্টেম্বর দুপুরে বাড়ির সকলের অজান্তে বের হয়ে যায়। এরপর বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজ করে পায়নি। শনিবার চাঁদপুর সদর মডেল থানা পুলিশের মাধ্যমে সংবাদ পায় নিখোঁজ নারী থানা হেফাজতে।

নাম প্রকাশে অনিচ্ছুক চাঁদপুর সরকারি হাসপাতাল এলাকায় অবস্থানরত একাধিক অ্যাম্বুলেন্স চালক জানান, মুরাদের এ ঘটনাই শুধু নয়, হাসপাতালের কর্মচারি ও সহযোগী অ্যাম্বুলেন্স চালকদের সাথে প্রায় সময় অসৌজন্যমুলক আচরণ করেন। চাঁদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা রোগীদের ঢাকা মেডিকেলে না নিয়ে অন্য হাসপাতালে নিয়ে যান। এটা তার নতুন কাজ নয়, পুরনো অভ্যাস।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, জানতে পেরেছি ওই নারী মানসিক ভারসাম্যহীন। প্রায় সময় নিজ বাড়ি থেকে বের হয়ে যেত। লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডে ঘুরাঘুরি অবস্থায় অ্যাম্বুলেন্স চালক ওই নারীকে তুলে নিয়ে আসে। এই ঘটনায় তার আত্মীয় থানায় মামলা করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নেপালে দ্রুত ছড়াচ্ছে আন্দোলন, আরও কয়েক জেলায় কারফিউ জারি

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ
নেপালে দ্রুত ছড়াচ্ছে আন্দোলন, আরও কয়েক জেলায় কারফিউ জারি

নেপালের রাজধানী কাঠমান্ডুতে পুলিশের গুলিতে ১৪ জন নিহত হওয়ার পর অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ছে জেন জি আন্দোলন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী কাঠমান্ডুর পর কারফিউ জারি করা হয়েছে রুপন্দেহি ও সুনসারি জেলাতেও।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বুটওয়াল ও ভৈরহাওয়া শহরে কারফিউ ঘোষণা করেছে রুপন্দেহি জেলা প্রশাসন। জেলা প্রশাসক টোকরাজ পাণ্ডে জানান, নির্ধারিত এলাকায় কোনো ধরনের সমাবেশ, র‌্যালি, বিক্ষোভ, সভা বা ধর্না সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

বুটওয়ালে কারফিউয়ের আওতায় রয়েছে—পূর্বে ধাগো কারখানা ব্রিজ থেকে পশ্চিমে বেলবস চৌক পর্যন্ত এবং উত্তরে চিডিয়াখোলা থেকে দক্ষিণে মঙ্গলপুর পর্যন্ত এলাকা। ভৈরহাওয়ায় এটি বিস্তৃত হয়েছে—পূর্বে রোহিনিখোলা ব্রিজ থেকে পশ্চিমে বেধারি ব্রিজ পর্যন্ত, উত্তরে বুদ্ধ চৌক থেকে দক্ষিণে মেউদিহাওয়া পর্যন্ত। এছাড়া বুটওয়াল–বেলহিয়া সড়কের দুই পাশে ১০০ মিটার এলাকা পর্যন্ত সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, সুনসারি জেলার ইতাহারিতেও কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসক ধর্মেন্দ্র মিশ্র জানিয়েছেন, ইতাহারির প্রধান চত্বরে সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে।

এর আগে, সোমবার বিক্ষোভকারীরা নির্দেশনা ভেঙে নেপালের পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এসময় পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে বহু বিক্ষোভকারী আহত হন।

নেপালের তরুণরা মূলত সরকারের দুর্নীতি ও ২৬টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম—যার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাট রয়েছে—নিষিদ্ধ করার প্রতিবাদে রাস্তায় নেমেছে।

কাঠমান্ডুতে জেন জি আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়ার কারণে নতুন বাণেশ্বর, সিংহদরবার, নরায়ণহিটি ও সংলগ্ন সংবেদনশীল এলাকায় কারফিউ জারি করা হয়েছিল।

অসহায় পরিবারের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান

মিজান লিটন
প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
অসহায় পরিবারের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান

চাঁদপুর সদরে গৃহ নির্মাণ মঞ্জুরী প্রকল্পের আওতায় ৮০ টি অসহায় পরিবারের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এই টিন ও আর্থিক সহায়তা প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, চাঁদপুর শহর জামায়াতের আমির এডভোকেট শাজাহান খান।

এদিন গৃহ নির্মাণ মঞ্জুরী প্রকল্পের আওতায় ৮০ টি পরিবারের মাঝে মোট ১০৬ বান টিন এবং প্রতি বান টিনের সাথে ৩ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।

শাহরাস্তিতে ৪ মাদককারবারি আটক

মোঃ সাখাওয়াত হোসেন হৃদয়
প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
শাহরাস্তিতে ৪ মাদককারবারি আটক

শাহরাস্তি থানা পুলিশ পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আটককৃত মাদককারবারিরা হলো শিমুল মজুমদার (২৮), তাপস দাস (৩৫), শাহ পরান (২৯) ও জাহাঙ্গীর আলম (৪২)।

৬ ও ৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশের পৃথক অভিযানে এ মাদককারবারিদেরকে আটক করা হয়। রাগৈ গ্রামে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

জানা যায়, শিমুল মজুমদার (২৮), তাপস দাস (৩৫), শাহ পরান (২৯) এদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩১,২৪৪ টাকা উদ্ধার করা হয় এবং জাহাঙ্গীর আলম (৪২) এর কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,৬৫০ টাকা জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা (এফআইআর নং-৬ এবং এফআইআর নং-৭) দায়ের করা হয়েছে।