খুঁজুন
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র, ১৪৩২

চবি শিক্ষার্থী মামুনের খুলি ফ্রিজে সংরক্ষণ, ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই, চাপ দিবেন না’

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
চবি শিক্ষার্থী মামুনের খুলি ফ্রিজে সংরক্ষণ, ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই, চাপ দিবেন না’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. মামুন মিয়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে টানা চার দিন লাইফ সাপোর্টে থাকার পর গত বুধবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, সংঘর্ষে দেশীয় ধারালো অস্ত্রের কোপে তার মাথায় মারাত্মক জখম হয়। অপারেশনে তার মাথা থেকে ১৩টি হাড়ের টুকরো বের করা হয়। বর্তমানে তার মাথার খুলি ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন, সুস্থ হয়ে উঠলে প্রায় দুই মাস পর খুলিটি পুনরায় প্রতিস্থাপন করা হবে।

এদিকে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, আহত মামুনের মাথায় ব্যান্ডেজ। সেখানে লেখা, ‘হাড় নেই, চাপ দিবেন না’। তার মাথার কিছু অংশে খুলি না থাকায় সতর্কতার স্বার্থে এটি লেখা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত রবিবার সংঘর্ষে স্থানীয় বাসিন্দাদের দেশীয় অস্ত্রের কোপে মামুনের মাথায় মারাত্মকভাবে জখম হয়। পরে অপারেশন করে তার মাথা থেকে ১৩ টুকরো হাড় বের করা হয়েছে। তার খুলি এখন ফ্রিজে সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে। সুস্থ হয়ে উঠলে দুই মাস পর মামুনের মাথার খুলি লাগানো হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়া তার নাকে ও মুখে রক্তক্ষরণের পাশাপাশি কানের পর্দা ফেটে গেছে।

মামুনের বন্ধু রাসেল রানা বলেন, ওর অবস্থা বর্তমানে উন্নতির দিকে যাচ্ছে। কেবিনে শিফট করা হয়েছে। ইশারার মাধ্যমে কথা বলার চেষ্টা করছে। ওর মাথার হাড় ভেঙে ভেতরে টুকরা টুকরো হয়ে গিয়েছিল। ভেতরে রক্ত জমাট বেঁধেছিল। এজন্য মাথার পেছনে ব্রেইনের অংশে অপারেশন করা হয়েছে।

তিনি বলেন, খুলি পুনরায় লাগাতে ডাক্তার সাধারণত দুই মাস সময় চেয়েছেন। পরিস্থিতি ভালো হলে এক মাসের মধ্যে লাগানো যাবে। যদি অবনতি হয় তাহলে আরও বেশি সময় লাগতে পারে। তবে বর্তমানে সে শঙ্কামুক্ত আছে।

এ বিষয়ে চবির সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গত ৩১ আগস্ট প্রায় চার ঘণ্টা ধরে মামুনের অপারেশন করা হয়। অপারেশনে মামুনের মাথা থেকে ১৩ টুকরো হাড় বের করা হয়েছে। তার খুলি এখন ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছে। তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার ফলে ব্রেইনের ভেতরে রক্তক্ষরণ হয়েছে।

পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার (জিএম) জিয়াউদ্দিন বলেন, মামুন মোটামুটি ভালো আছে। তার সেন্সও ফিরে আসছে। এখন কেবিনে তার চিকিৎসা চলছে। মাথার ব্রেনের অংশে অপারেশন করায় আপাতত খুলি খুলে সংরক্ষণ করা হয়েছে। এ অবস্থায় তার মাথায় হাড় নেই। এক-দুই মাস পর অথবা অবস্থা অনুযায়ী খুলি আবার লাগানো হবে। সায়েমের অবস্থা এখন আশঙ্কাজনকই বলা যায়।

তিনি আরও বলেন, গতকাল মেডিকেল বোর্ড বসেছিল। এখন আবার অপারেশন করতে হতে পারে, অথবা নরমাল চিকিৎসা যেভাবে চলছে, এভাবে চালিয়ে অপেক্ষা করতে হবে।

গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে গতকাল বিকাল ৪টা পর্যন্ত দফায় দফায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন।

মতলব সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

রবিউল আলম
প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ
মতলব সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

মতলব কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন মতলব সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার দুপুর ১২টার দিকে অধ্যক্ষের কার্যালয়ে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তামজিদ আহমেদের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে মতলব পৌর ছাত্রদল নেতা মোঃ ফয়সাল খন্দকার, ইয়াসিন আরাফাত শুভ, মোল্লা মাহিন, রাফসান সরকার হৃদয়, সাদেক প্রধান, মতলব কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সাকিল, নাজমুল ইসলাম শাওন, মোঃ শাওন, মোঃ সাকিল হোসেন সহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।

মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ আহমেদ বলেন, বিগত সময়ে শত জুলুম নির্যাতন সহ্য করেও শিক্ষার্থীদের পাশে ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। আগামীতেও শিক্ষার্থীদের পাশে থাকবেন তারা। সেই সঙ্গে নানা ধরনের শিক্ষামূলক কর্মসূচি কার্যক্রম পরিচালনা করবে ছাত্রদল।

পৌর ছাত্রদল নেতা ফয়সাল খন্দকার বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিবাচক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকবে। কোনো ধরনের সহিংসতা প্রশ্রয় দেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করা হবে।

চাঁদপুরে ‘অন্তরে মম শহীদ জিয়া’ কার্যালয় উদ্বোধন

মাহবুব অলিউল্লাহ
প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪২ অপরাহ্ণ
চাঁদপুরে ‘অন্তরে মম শহীদ জিয়া’ কার্যালয় উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলায় ‘অন্তরে মম শহীদ জিয়া’ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে দক্ষিণ দাসদী ১৪ নং ওয়ার্ডে এ কার্যালয়ের উদ্বোধন করেন নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ কাউছার আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ আলম পাটোয়ারী।

এ সময় তিনি বলেন, বিএনপি এমন একটা দল যে দলে কোন সন্ত্রাসী নেই। সন্ত্রাসী যারা ছিল তারা ৫ই আগস্টের পরে দেশ ত্যাগ করেছে। তাই আপনারা দলের প্রত্যেকের মিলেমিশে কাজ করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব নিকটে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মিলেমিশে কাজ করে জননেত্রী বেগম খালেদা জিয়াকে বিজয়ী করবেন। ঠিক তেমনিভাবে তারেক জিয়া নির্বাচনের আগে সময় মত বাংলাদেশে আসবেন। আপনারা নিজেরা নিজেরা বিভক্ত হবেন না, এক হয়ে কাজ করবেন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা অন্তরে মম শহীদ জিয়ার সাধারণ সম্পাদক তারেক হোসেন।

এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন, কেন্দ্রীয় কমিটির অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোহসিন গাজী, সহকারী পরিকল্পনা বিষয়ক সম্পাদক প্রবাসী হোসেন গাজী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোহাম্মদ খোকন মিয়া, মোহাম্মদ রুবেল হোসেন, হাসান আব্দুল্লাহ প্রমুখ।

আমি মনোনয়ন পেলে সবাইকে নিয়ে কাজ করব : ব্যারিস্টার মোঃ কামাল উদ্দিন

​মোঃ সাখাওয়াত হোসেন হৃদয়
প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ
আমি মনোনয়ন পেলে সবাইকে নিয়ে কাজ করব : ব্যারিস্টার মোঃ কামাল উদ্দিন

শাহরাস্তিতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা। চাঁদপুর-৫ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে হাজারো মানুষ এ র‍্যালিতে অংশ নেন।

উপজেলা সদর থেকে মাজার রোড পর্যন্ত সড়কজুড়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, পতাকা মিছিল, ঢাক-ঢোল আর স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

​প্রধান বক্তা ব্যারিস্টার কামাল উদ্দিন তার বক্তব্যে বলেন, “দেশের মানুষের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের আকাঙ্ক্ষা পূরণের একটি মঞ্চ।”

​তিনি আরও বলেন, “আমরা জনগণের ভোটাধিকার এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের লক্ষ্য হলো এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা যেখানে প্রতিটি মানুষ সুবিচার ও সম-অধিকার পাবে।”

​চাঁদপুর-৫ আসনের রাজনীতির মাঠে ব্যারিস্টার কামাল উদ্দিনের সক্রিয় উপস্থিতি ইতিমধ্যেই আলোচনায় এসেছে। তরুণদের আশা জাগানো এই আইনজীবী বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। আমার প্রতিশ্রুতি হলো, এই আসনের প্রতিটি মানুষ যেন নিজের ভোটাধিকার ভোগ করতে পারে, যেন ন্যায়বিচার ও উন্নয়নের সুফল সমানভাবে পায়।”

বিএনপির আগামী পথচলা হবে জনগণকে সাথে নিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আন্দোলন। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

​শাহরাস্তি পৌরসভা বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র পৌর সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী।

​এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেরাজুন্নবী রাজু, পৌর নেতা এ.এস.এম. লিটন, পৌর যুবদলের সদস্য সচিব মো. আবদুল কাইয়ুম রিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, শ্রমিক দলের নেতা রফিকুল ইসলাম, মনির মিয়াজি এবং ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।