মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা


নিজের সন্তানের হাত বেঁধে আটকে রেখে পুলিশের জন্য অপেক্ষা করছেন বৃদ্ধ পিতা বাবুল হোসেন। তিনি মাদকাসক্ত ছেলেকে আর নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাই বাধ্য হয়েই পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পাড়া গাব্দেরগাঁও গ্রামের।
জানা গেছে, রূপসা উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাড়া গাব্দেরগাঁ গ্রামের দিনমজুর বৃদ্ধ পিতা মো: বাবুল হোসেন (৫০) তিন সন্তানের জনক। ছোট ছেলে হাছান (২৫) নিজেও দুই সন্তানের জনক। কিন্তু সে মাদকাসক্ত। নিজের ওরসজাত সন্তানকে বারবার নিষেধ করার পরেও মাদক থেকে দুরে রাখতে পারেননি।
সর্বশেষ রোববার মাদকাসক্ত ছেলে হাসান টাকার জন্য পিতা বাবুল হোসেন ও মা আম্বিয়া বেগমকে মারধর করে। এক পর্যায়ে সে ঘরের আসবারপত্র ভাংচুরও করে। আর পেরে না উঠে স্থানীয়দের সহায়তায় ছেলেকে বেঁধে রেখে স্থানীয় ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন লিটনকে সংবাদ দেয়। লিটন এসে ঘটনা জেনে পিতা বাবুল হোসেনের পরামর্শ মতে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ আসলে তিনি নিজে তার সন্তানতে পুলিশের হাতে সোর্পদ করেন।
হাছানের মা আম্বিয়া বেগম বলেন, বাবা আর পারিনা, অতিষ্ট হয়ে গেছি। ছেলে মেয়েরা খুন করলেও বাবা মা তাদের পক্ষ নেয়। এ ছেলে আমাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। যারা আমার এই ছেলের হাতে মাদক তুলে দিয়েছে আমার পরিবারটাকে ধ্বংস করেছে।
স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন লিটন বলেন, এই মাদকাসক্ত ছেলের আচরণে অতিষ্ঠ হয়ে বাবুল হোসেন আমাকে খবর দেয়। আমিসহ পুলিশকে সংবাদ দিয়ে হাসানকে তাদের হাতে তুলে দিয়েছি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানান, তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন