খুঁজুন
শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ, ১৪৩২

চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ
চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন

গেল বছর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্র ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে চাঁদপুরের আইনজীবীরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা আদালত প্রাঙ্গনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

তিনি বক্তব্যে বলেন, ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে এদেশ স্বাধীন হয়েছে, আমলাতন্ত্র ও বিচার বিভাগের কারণে সেই স্বপ্ন পুরণ হয়নি। একই কারণে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর স্বপ্ন পুরণ হয়নি।

এই নেতা সকলকে অনুরোধ করে বলেন, ২০২৪ এর স্বপ্ন ধুলিশাত করা যাবে না। এনসিপি-জামায়াত দিয়ে ২৪ এর স্বপ্ন বাস্তবায়ন হবে না। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন তা বাস্তবায়ন করলে ২৪ এর স্বপ্ন বাস্তবায়ন হবে।

তিনি বলেন, এই দেশে বিগত দিনে যে দু:শাসন চলছে, ভোটের অধিকার ছিল না, সাধারণ মানুষের স্বপ্ন পুরণ হয়নি, সবকিছু বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসুন। আমরা জাতীকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় সরকার গঠন করবো।

বিএনপির এই নেতা বলেন, আইনজীবী থাকলে বিচারকদের মূল্যায়ন আছে। আইনজীবীরা যদি কোর্ট বয়কট ও বর্জন করে বিচারকদের কিছু করার থাকবে না। সব বিচারকরা বসে বসে মাছি মারবে। তিনি হুশিয়ারি করে বলেন, আইনজীবীদের প্রতি মর্যাদা দেখাবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী ফোরামের সভাপতি শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম মেহেদীর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কোহিনুর রশিদ।

আরো বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ, জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, সংগঠনের সাবেক সভাপতি এডভোকেট কামাল উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এ জেড এম রফিকুল ইসলাম, অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা।

নবীন নেতাদের মধ্যে বক্তব্য দেন এডভোকেট শামীম ও অ্যাডভোকেট আলম খান মঞ্জু প্রমূখ। বক্তব্য পূর্বে একটি মিছিল আদালত প্রাঙ্গন থেকে বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

শাহরাস্তি উপজেলায় শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন হৃদয়
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
শাহরাস্তি উপজেলায় শিক্ষা উপকরণ বিতরণ

শাহরাস্তি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ৩১ জুলাই বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ (ব্যাগ) বিতরণ করেছেন।

উপজেলার চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখা, শোরশাক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ শিক্ষাউপকর বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম কলেজ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমেদ, শোরশাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, সিনিয়র শিক্ষক আবু তাহের ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

একইদিন বিকালে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার বিজয়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন প্রো-ভিসি ফরিদগঞ্জের অধ্যাপক ড. মাসুম ইকবাল

তারেক রহমান তারু
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন প্রো-ভিসি ফরিদগঞ্জের অধ্যাপক ড. মাসুম ইকবাল

‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র নতুন প্রো-ভিসি নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালকে এই পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যাপক মাসুম ইকবাল ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান। তার বাড়ি উপজেলার গাজীপুর গ্রাম।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩২ (১) অনুযায়ী অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালকে তিন শর্তে এই নিয়োগ প্রদান করা হয়।

এসব শর্তের মধ্যে রয়েছে, প্রো-ভিসি পদে অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন, তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালের জন্ম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামে। তার দাদা মরহুম মুসলিম সওদাগর গাজীপুর আহম্মদিয়া ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা ছিলেন। তার পিতা মো. ইদ্রিস মিয়া। ড. মাসুম ইকবাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশাপাশির দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন। দেশি এবং বিদেশি জার্নালে তার প্রকাশনা সংখ্যা ৫০ এর বেশি। তার সহধর্মিনী ঢাকা মহানগর মহিলা কলেজের অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় ২০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক মাসুম ইকবাল ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্ট কর্তৃক সেরা শিক্ষকের পুরস্কারসহ উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য পেয়েছেন নানান পুরস্কার।

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর

মিজান লিটন
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নব-নির্বাচিত কার্যকরী পরিষদের কাছে বিগত পরিষদ দায়িত্ব হস্তান্তর করেন।

বৃহস্পতিবার ৩১ জুলাই বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের ৩য় তলায় বিদায়ী সভাপতি এম এ লতিফ ও সাধারণ সম্পাদক সহ অনান্যরা নবাগত সভাপতি ইয়াসিন আরাফাত ( চৌধুরী ইয়াসিন ইকরাম ) ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী সহ নবাগত কার্যকরী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি এমএ লতিফ । পরিচালনা করেন সাবেক ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি অ্যাড. ইয়াসিন আরাফাত (চৌধুরী ইয়াসিন ইকরাম), সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক, সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সজিব খান, সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু, কোষাধ্যক্ষ শেখ আল মামুন, দপ্তর সম্পাদক মানিক দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনোয়ারুল হক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইমাম হোসেন গাজী, কার্যকরী সদস্য এম এ লতিফ, কেএম মাসুদ, মিজানুর রহমান লিটন বিদায়ী কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সাংগঠনিক কাগজপত্রাদি বিদায়ী পরিষদের সদস্যরা নবনির্বাচিত নতুন পরিষদের সদস্যদের হাতে তুলে দেন।

উল্লেখ্য, নির্বাচিত এই পরিষদ ২০২৫ সালের ১ লা আগষ্ট থেকে আগামী ২ বছরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।