চাঁদপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন
                                                                    
গেল বছর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্র ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে চাঁদপুরের আইনজীবীরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা আদালত প্রাঙ্গনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
তিনি বক্তব্যে বলেন, ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে এদেশ স্বাধীন হয়েছে, আমলাতন্ত্র ও বিচার বিভাগের কারণে সেই স্বপ্ন পুরণ হয়নি। একই কারণে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর স্বপ্ন পুরণ হয়নি।
এই নেতা সকলকে অনুরোধ করে বলেন, ২০২৪ এর স্বপ্ন ধুলিশাত করা যাবে না। এনসিপি-জামায়াত দিয়ে ২৪ এর স্বপ্ন বাস্তবায়ন হবে না। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন তা বাস্তবায়ন করলে ২৪ এর স্বপ্ন বাস্তবায়ন হবে।
তিনি বলেন, এই দেশে বিগত দিনে যে দু:শাসন চলছে, ভোটের অধিকার ছিল না, সাধারণ মানুষের স্বপ্ন পুরণ হয়নি, সবকিছু বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসুন। আমরা জাতীকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় সরকার গঠন করবো।
বিএনপির এই নেতা বলেন, আইনজীবী থাকলে বিচারকদের মূল্যায়ন আছে। আইনজীবীরা যদি কোর্ট বয়কট ও বর্জন করে বিচারকদের কিছু করার থাকবে না। সব বিচারকরা বসে বসে মাছি মারবে। তিনি হুশিয়ারি করে বলেন, আইনজীবীদের প্রতি মর্যাদা দেখাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী ফোরামের সভাপতি শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম মেহেদীর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কোহিনুর রশিদ।
আরো বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ, জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, সংগঠনের সাবেক সভাপতি এডভোকেট কামাল উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এ জেড এম রফিকুল ইসলাম, অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা।
নবীন নেতাদের মধ্যে বক্তব্য দেন এডভোকেট শামীম ও অ্যাডভোকেট আলম খান মঞ্জু প্রমূখ। বক্তব্য পূর্বে একটি মিছিল আদালত প্রাঙ্গন থেকে বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
                
                
                                
                                
                                    
                                            
                                            
                                            
                                            
                                            
                                    
                                            
                                            
                                            

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মতামত লিখুন