টামটা উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু


শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য ফরম পূরণ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৮ জুলাই হোসেনপুর গাউছিয়া হাশেমিয়া সেকান্দার আলী সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আয়েত আলী বেঙ্গলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়ায়।
তিনি বলেন, এই সদস্য নবায়ন কার্যক্রমে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। যারা প্রকৃত বিএনপি করে শুধু তারাই এর দাবিদার। আপনারা কোন অপপ্রচারে কান দিবেন না। চাঁদপুর ৫ আসনের ধানের দাবিদার ইঞ্জিনিয়ার লায়ন ইন্জিনিয়ারিং মমিনুল হক। আসুন আমরা ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করি।
বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ পাটোয়ারী।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক পৌর সভাপতি বেলায়েত হোসেন সেলিম, যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, সদস্য সচিব এহতেশামুল হক গণি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু, ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সিপন, শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন দুলাল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আঃ খালেক, ছাত্রদলের সভাপতি এবি এম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি, উপজেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, কামরুল ইসলাম, কারী শহিদুল উল্লাহ প্রমুখ।
ইউনিয়ন বিএনপির যুগ্ন সভাপতি মোঃ সাগর এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন মেম্বার, যুবনেতা শাহেদুর রহমান সাহেদ, সেচ্চাসেবক দলেরনেতা ইমাম হোসেন মিন্টু, ছাত্র নেতা জাহিদ, ওয়ার্ড নেতা জাহাঙ্গীর হোসেন বাবুল সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।
আপনার মতামত লিখুন