খুঁজুন
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ, ১৪৩২

চাঁদপুর জেলা তাঁতীদলের সকল কমিটি বিলুপ্ত

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১:০১ অপরাহ্ণ
চাঁদপুর জেলা তাঁতীদলের সকল কমিটি বিলুপ্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটিসহ তার অধীনস্থ সকল উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৮ জুন ২০২৫ তারিখ থেকে চাঁদপুর জেলা তাঁতীদলের সকল কার্যক্রম বিলুপ্তি ঘোষণা করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল চাঁদপুর জেলা শাখা ১০/১০/২০২৩ইং তারিখ থেকে ৩০/১১/২০২৩ইং তারিখ পর্যন্ত সময় নির্ধারণ করে ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ৫১ কার্য দিবসের জন্য অনুমোদন দেওয়া হয়। তাঁর মধ্যে আহ্বায়ক সহ যুগ্ম আহ্বায়ক মোট ১৬ জন। এই যুগ্ম আহ্বায়কের মধ্যে একজন যুগ্ম আহ্বায়ক অন্য সংগঠনে চলে যায়। সর্বশেষে আহ্বায়ক সহ যুগ্ম আহ্বায়ক থাকে ১৫ জন। এই ১৫ জনের মধ্যে ১৩ জনই ১৬ জুন ২০২৫ তারিখ বিকাল ৩ টায় বিএনপি’র নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা তাঁতীদল কেন্দ্রীয় আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক বৃন্দের উপস্থিতিতে চাঁদপুর জেলা তাঁতীদলের আহ্বায়ক সহ যুগ্ম আহ্বায়কগণ একে একে বক্তব্য রাখেন যে- সাংগঠনিক ভাবে চাঁদপুর জেলা তাঁতীদলকে গতিশীলতার বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি বিলুপ্তি করার জন্য আহ্বায়ক সহ সকল যুগ্ম আহ্বায়ক বক্তব্যে ও লিখিত আহ্বান জানান।

এখানে উল্লেখ থাকে যে, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত সারাদেশে কর্মসূচী তাঁতীদল পালন করলেও চাঁদপুর জেলা তাঁতীদল কর্মসূচী পালন করতে ব্যর্থ হয় এবং দেখা যায় যে, চাঁদপুরে কিছু কিছু এলাকায় তাঁতীদল দায়িত্বপ্রাপ্ত কর্মী চাঁদাবাজী, জুয়ার আসর বসানো হয় তা প্রতিহত করতে জেলা তাঁতীদল ব্যর্থ হয়।

এখানে আরও উল্লেখ থাকে যে, চাঁদপুর জেলা তাঁতীদল কমিটি দেওয়ার সময় শর্ত ছিল যে- আহ্বায়ক, যুগ্ম আহ্বায়-১, যুগ্ম আহ্বায়ক-২ এর কমিটি অনুমোদন দেওয়ার ক্ষেত্রে এই ৩ জনেরই স্বাক্ষর দেওয়া বাধ্যতামূলক উল্লেখিত ছিল। কিন্তু তা না করে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক-১ তার যুগ্ম আহ্বায়ক এর স্থলে স্বঘোষিত সদস্য সচিব ব্যবহার করে ২ জনে কমিটি অনুমোদন করেন যা কেন্দ্রীয় কমিটির নির্দেশনাকে অবমূল্যায়ন করেন। মৌখিকভাবে কেন্দ্রীয় কমিটি তাঁকে বারংবার সদস্য সচিব লিখতে নিষেধ করা স্বত্বেও কেন্দ্রীয় কমিটির নিষেধ অমান্য করে যুগ্ম আহ্বায়ক-১ সদস্য সচিব ব্যবহার করে কয়েকটি কমিটি অনুমোদন দেয় যা সংগঠন বিরোধী।

তাঁতীদল চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কগণের উল্লেখিত সিদ্ধান্তের আলোকে তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব নিম্ন লিখিত সিদ্ধান্ত গ্রহণ করেন- তা হলো চাঁদপুর জেলা তাঁতীদল কমিটি ও তার অধীনস্থ সকল উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি অদ্য ১৮ জুন ২০২৫ তারিখ থেকে তাঁতীদলের সকল কার্যক্রম বিলুপ্তি ঘোষণা করা হলো।

চাঁদপুরে আন্ত:বিভাগীয় ডাকাত দলের তিন সদস্য আটক, ট্রাক জব্দ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৩:০৮ অপরাহ্ণ
চাঁদপুরে আন্ত:বিভাগীয় ডাকাত দলের তিন সদস্য আটক, ট্রাক জব্দ

চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ব বাজারে এসকিউ ক্যাবলের গোডাউনে ডাকাতির ঘটনায় আন্ত:বিভাগীয় ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত দুটি ট্রাক ও তালা কাটার সরঞ্জাম (বড় কাটার)।

বুধবার (৩০ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।

গ্রেপ্তার আসামীরা হলেন- পটুয়াখালী জেলার গলাচিপা থানার নলুয়াবাগী এলাকার মৃত ছাত্তার হাওলাদারের ছেলে মো. সাহাব উদ্দিন ওরফে সাবু (৪৮), একই থানার কালাই কিশোর এলাকার গোলাপ খানের ছেলে মো. জামাল খান (৪৫) ও দিনাজপুর জেলার বিরল থানার কাজীপাড়া এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে রতন ওরফে কালু (৩৬)।

পুলিশ জানায়, হাজীগঞ্জ পূর্ব বাজারে গত ১৬ জুন রাতে এসকিউ ক্যাবলের গোডাউনে থাকা সংরক্ষিত বৈদ্যুতিক ক্যাবল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ১৮ জুন প্রতিষ্ঠানের ম্যানেজার হারুনুর রশিদ হাজীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ডাকাত দলের সদস্যদের আসামী করে মামল করে।

পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবরে সার্বিক নির্দেশনায় মামলাটি হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নেতৃত্বে একটি আভিযানিক দল লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামী গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করে।

পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২৮ জুলাই বগুড়া সদর থানার মহাস্থানগড় এলাকা থেকে আসামী সাহাবুদ্দিনকে গ্রেফতার করে। তার হেফাজতে থাকা ডাকাতি মামলার ঘটনায় ব্যবহৃত দুইটি ট্রাক ও তালা কাটার সরঞ্জাম (বড় কাটার) উদ্ধার করে। সাহাবুদ্দিনের দেয়া তথ্যে কুষ্টিয়া সদর থানা এলাকা থেকে আসামী রতন ও জামাল খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, গ্রেপ্তার আসামীরা আন্ত:বিভাগীয় ডাকাত দলের সদস্য। আসামী সাহাব উদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পাঁচটি, রতনের বিরুদ্ধে দুটি ও জামালের বিরুদ্ধে নয়টি ডাকাতি এবং চুরির মামলা রয়েছে। আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

চাঁদপুরের বিএনপির তিন নেতা বহিস্কার

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৩:০১ অপরাহ্ণ
চাঁদপুরের বিএনপির তিন নেতা বহিস্কার

চাঁদাবাজী, দখলদারী, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরণের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন হাজী, জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপি সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেরিফাইড ফেসবুক পেজে সংগঠনের পেডে প্রেস বিজ্ঞতির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে।

এদিকে এই তিন নেতার মধ্যে আব্দুল মান্নান লস্কর কারাগারে রয়েছেন। তিনি মতলব উত্তর উপজেলার গরু ব্যবসায়ী আহম্মদ উল্লার দায়ের করা চাঁদাবাজি মামলায় কারাগারে রয়েছেন।

মতলবে চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যু

আলআমীন পারভেজ
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ২:৪২ অপরাহ্ণ
মতলবে চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যু

নিহত মেকানিক মাঈনুদ্দিন।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ উঠেছে তারই চাচার বিরুদ্ধে।

বুধবার ৩০ জুলাই সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় ফারুকের স্ত্রী মাফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

নিহত ব্যক্তি হলেন রুহুল আমিন সরকারের ছেলে মাইনুদ্দিন সরকার (৪৫)। তিনি একজন ইলেক্ট্রিসিটি মিস্ত্রি ছিলেন এবং ব্রাহ্মণচক চৌরাস্তা মোড়ে ইলেক্ট্রিক ও ইলেকট্রনিক্স সরঞ্জাম (টিভি, রেডিও, ঘড়ি) মেরামতের একটি দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাইনুদ্দিন সরকারের স্ত্রী মানছুরা বেগমের মাধ্যমে ফারুক সরকার (৫২) নামের এক ব্যক্তি একটি বেসরকারি এনজিও ব্যুরো বাংলাদেশ থেকে কিস্তিতে ঋণ নিয়েছিলেন। কিন্তু তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করছিলেন না। এনিয়ে বুধবার সকালে মাইনুদ্দিন ব্রাহ্মণচক সড়কে ফারুক সরকারকে কিস্তি শোধের কথা বললে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচা ফারুক সরকার কিল-ঘুষি মারলে মাইনুদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

খবর পেয়ে চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।