খুঁজুন
রবিবার, ৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ়, ১৪৩২

ইশরাকের নগর ভবন দখল নতুন ফ্যাসিজম প্রতিষ্ঠার স্পষ্ট আলামত:মাওলানা মাকসুদুর রহমান

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
ইশরাকের নগর ভবন দখল নতুন ফ্যাসিজম প্রতিষ্ঠার স্পষ্ট আলামত:মাওলানা মাকসুদুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, বিএনপি নেতা ইশরাক হোসেন আনুষ্ঠানিক শপথ নেয়ার পূর্বে নগর ভবনের ভেতরে ঢুকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা করা স্পষ্ট ফ্যাসিজম তৈরির আলামত মাত্র। এমনকি আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে ইশরাক নিজেকে ‘মাননীয় মেয়র’ হিসেবে উল্লেখ করেছেন। যা একদিকে লজ্জার অপরদিকে দখলবাজি প্রতিষ্ঠার ট্রায়াল। বিএনপি ক্ষমতায় গিয়ে কী করবে তা বিএনপি নিজেরাই দৃশ্যমান করছে।

জনাব মাকসুদ আরও বলেন, বিচার, সংস্কারকাজ শেষ করেই জাতীয় নির্বাচন দিতে হবে এবং জাতীয় নির্বাচনের পূর্বে পরীক্ষামূলক স্থানীয় নির্বাচন দিতে হবে। এতে নির্বাচন কমিশনের সক্ষমতা যেমন যাচাই হবে, আবার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কি না তাও নিশ্চিত হওয়া যাবে।

একই সাথে মাওলানা মাকসুদুর রহমান আরও বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতি ব্যবস্থা চালু করে একক ফ্যাসিজম তৈরির আতুরঘরের দরজা বন্ধ করতে হবে।

সোমবার বাদ মাগরিব জেলা কার্যালয়ে আগামি ২৮ জুন ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশ সফল করার লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

জরুরি সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, দফতর সম্পাদক মাওলানা আবদুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দীন খান, মুফতি মানসুর আহমাদ, মুফতি আল-আমিন প্রমুখ।

বাংলাদেশকে ধরে রাখতে হলে এবং এগিয়ে নিতে হলে জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই:হুমায়ুন কবির

আনিছুর রহমান সুজন
প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
বাংলাদেশকে ধরে রাখতে হলে এবং এগিয়ে নিতে হলে জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই:হুমায়ুন কবির

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারী বলেছেন, রাজনীতি কোন ব্যক্তির স্বার্থে হয় না। দেশ ও জনগণের স্বার্থেই রাজনীতি করতে হয়। গত ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশের স্বার্থে জেল জুলুম অত্যাচার সহ্য করেছে বলেই, আজ স্বাধীন ভাবে আমরা কথা বলতে পারছি।

গত ৫ আগস্ট ফ্যাসিবাদী শক্তির পতনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে ধরে রাখতে হলে এবং এগিয়ে নিতে হলে জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই। শহীদ জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিই পারে এই যাত্রাকে এগিয়ে নিতে। ফ্যাসিবাদী বিরোধী ঐক্যের প্রতীক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারুন্যের অহংকার তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করবেন। শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমাদের মনে রাখতে হবে। দলের মধ্যে নেতৃত্ব ও মনোনয়ন পাওয়া নিয়ে প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা যেন দলের ক্ষতি না করে, আমাদের এই বিষয়ে সজাগ থাকতে হবে।

রোববার বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডস্থ আরাফাত হোটেলের পার্টি হাউজে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কাউছার আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল।

এছাড়া বক্তব্য আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক নজির আলী খান।

আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ইউনিয়ন পর্যায়ের সাংস্কৃতিক দলের জুয়েল পাটওয়ারী, মোঃ সাইফুল ইসলাম, শাহ আলম মাষ্টার, অহিদ ভূঁইয়া, কামাল হোসেন বেপারী, আমির হোসেন কালু, মামুনুর রহমান সুমন, হান্নান বরকন্দাজ, মোঃ নাজমুল ভূঁইয়া, মোঃ মমিন গাজী, জাহাঙ্গীর মিজি, শামীম পাটওয়ারী, রাশেদুল ইসলাম রাশেদ, তোফাজ্জল হাজী, মোঃ হুমায়ুন কবির, নাছির হাজী, মোঃ জাকির হোসেন, নুর আলম গাজী, বারেক ভূঁইয়া, তুহিন হাসান খান, মনির হোসেন, গিয়াস উদ্দিন খান, মাহাবুবু আলম কালু, মিজান বেপারী, ওয়াবেদ উল্যা ,নজির আলী খান, কামাল তপদার, মোঃ শাহাবুদ্দিন, জুলহাস মিয়া, সোহাগ ইসলাম বাবু, জয়নাল হাজী, মোঃ কিরন হোসেন, মানিক গাজী, শ্রী মনি কিশোর, মোতালেব হোসেন, আরমান মুন্সী, মোঃ নজরুল ইসলাম, খায়ের মিজি, রাশেদ দর্জি, মোঃ বিল্লাল হোসেন, সাদ্দাম মিজি, আলমগীর বেপারী, বাবর পাটওয়ারী, ফরিদ হোসেন, শিপন মুন্সী, সুমন গাজী, ইয়াছিন রিয়াদ, শ্রী সমর দাস, খোকন মিজি, এমরান পাটওয়ারী প্রমুখ।

এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি ও সাংষ্কৃতিক দলের নেতৃবৃন্দ।

মধ্য বালিয়া বনাম পূর্ব বালিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো:আরিফুল ইসলাম
প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ
মধ্য বালিয়া বনাম পূর্ব বালিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের মধ্য বালিয়া বনাম পূর্ব বালিয়া স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ফুটবল খেলায় যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো: শাহাদাত হোসেন মারুফ।

এসময় তিনি বলেন, একমাত্র নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে। নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি ভাবে সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তিও পাওয়া যায়। একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোন বিকল্প নেই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো: আরিফুল ইসলাম রুবেল।এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।

ফুটবল টুর্নামেন্টে মধ্য বালিয়া স্পোর্টিং ক্লাব দল ১-০ গোলে পূর্ব বালিয়া স্পোর্টিং ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

কচুয়ায় মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
কচুয়ায় মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

কচুয়ার ১নং সাচার ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ নুরুন নাহার বেগমের বিরুদ্ধে ওয়ার্ডের সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ভাতা দেয়ার নামে টাকা আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার বিকালে রাগদৈল বাজারে ভুক্তভোগী পরিবারের প্রায় শতাধিক সদস্যরা টাকা ফেরত পাওয়ার দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

রাগদৈল, বজরীখোলা ও মঙ্গল মুড়া এলাকার এলাকাবাসী জানান, বিগত ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নুরুন নাহার বেগম ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যবদী ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে উগ্র আচরণ করে আসছেন। তার এমন উগ্র আচরণে অতিষ্ঠ রাগদৈল, বজরীখোলা, মঙ্গলমুড়া এলাকার সাধারণ মানুষ।

ভুক্তভোগিরা জানান, ইউপি সদস্য নুরুন্নাহার বেগম শুধুমাত্র উগ্র আচরণই করেন না, ওয়ার্ডের সাধারণ মানুষদের কাছ থেকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও টিসিবি ফ্যামিলী কার্ড ও বিভিন্ন ভাতা প্রতি ৩ হাজার থেকে ১০ হাজার টাকা এবং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতা ও সরকারি চাল এর কার্ড করে দিবে বলে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেয়া ও টিসিবি ফ্যামিলী কার্ড, সরকারি অন্যান্য সুযোগ সুবিধার নামে টাকা সাধারণ মানুষ ফেরত চাইলে নুরুন নাহার বেগম তাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। তাই ওয়ার্ডের ভুক্তভোগী সহ সাধারণ মানুষ তার বিরুদ্ধে প্রশাসনের মাধ্যমে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য নুরুন নাহার বেগম মুঠোফোনে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এতোদিন তারা কোথায় ছিলো। সব অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি।