খুঁজুন
বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৫ শ্রাবণ, ১৪৩২

কাল থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ কর্মীদের

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
কাল থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ কর্মীদের

জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে মঙ্গলবার (২৭ মে) থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচির ষষ্ঠদিনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম চারদিন অবস্থান কর্মসূচি পালনের পর সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে পঞ্চম দিনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিই। আজ ষষ্ঠ দিনের মতো বিদ্যুৎ সেবা স্বাভাবিক রেখে কর্মসূচি পালিত হলেও সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি বলেন, মঙ্গলবার জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন করা হবে। সমিতিতে অবস্থানরত এমআরসিএমরা আগামীকাল সকাল ৯টার মধ্যে একযোগে সব রিডিং বই জমা দিয়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন।

আমরা কোনোরূপ জনদুর্ভোগ কিংবা সেবা বিঘ্নিত করে কোনো কর্মসূচি করতে চাই না। বিদ্যমান সংকট নিরসনে আমাদের সাত দফা দাবি মেনে নেওয়ার জন্য ফের প্রধান উপদেষ্টা ও বিদ্যুৎ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় আমরা আগামীতে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি দিতে বাধ্য হব। এক্ষেত্রে কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি হলে যাবতীয় দায়ভার বিদ্যুৎ বিভাগসহ সরকারকে বহন করতে হবে।

সাত দফা দাবিগুলো হলো—

১. পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়নের মাধ্যমে কর্মপরিবেশ অস্থিতিশীলকারী, অত্যাচারী আরইবি চেয়ারম্যানের অপসারণ।

২. ‘এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি-পবিস একীভূতকরণ’ অথবা দেশের অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় পুনর্গঠন।

৩. মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পৌষ্য কর্মীদের চাকরি নিয়মিতকরণ।

৪. মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল।

৫. গ্রাহক সেবার স্বার্থে লাইনক্রুসহ সব হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন করতে হবে।

৬. জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়মানুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা/শিফটিং ডিউটি বাস্তবায়নের জন্য অতিদ্রুত জনবলের ঘাটতি পূরণ করতে হবে।

৭. পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম পরিচালিত করতে হবে।

পল্লী বিদ্যুৎ সমিতি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড একীভূত করে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং অনিয়মিতদের নিয়মিত করণসহ দুই দফা দাবিতে ২০২৪ সালের জানুয়ারি থেকে আন্দোলনে নামে সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা কর্মচারী।

মৈশাদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ ইমরান খান ইমু

আরাফাত হোসেন
প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১:০১ পূর্বাহ্ণ
মৈশাদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ ইমরান খান ইমু

চাঁদপুর সদর উপজেলা মৈশাদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন মৈশাদী ইউনিয়ন ছাত্র দলের সাবেক সহ-সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান খান ইমু তাকে নিয়ে চলছে ইউনিয়নে আলোচনা সমালচোনা।

তিনি বাল্য জীবন থেকে শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদার রাজনীতি পছন্দ করে ছাত্র দলের সাথে জড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর সদর-হাইমচর ৩ আসনের সাবেক এমপি শেখ ফরিদ আহমদ মানিক দিক নির্দেশনা মেনে ছাত্র দল করে আসছেন। দীর্ঘ দেড় যুগেরও বেশি মৈশাদী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও সদর উপজেলার ছাত্র দলের যুগ্ম আহবায়ক পদে ন্যায় নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেন।

জানাগেছে, দলের দু সময় তিনি নেতা কর্মীদের পাশে থেকে দল পরিচালনা করেন। আওয়ামী সরকারের আমলে রাজনীতি করতে গিয়ে মামলা হামলা ও কারা নির্যাতনের শিকার হলেও হাল ছাড়েননি দলের। জীবনের ঝুকি নিয়ে দলীয় বিভিন্ন প্রোগ্রাম করে আসছেন।

সাধারণ সম্পাদক প্রার্থী বেশ কয়েক জন হলেও নেতা কর্মীদের মাঝে মোঃ ইমরান খান ইমুকে নিয়ে চলছে আলোচনা।

ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ ইমরান খান ইমু জানান, আমি বাল্য জীবন থেকে শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে এবং চাঁদপুর সদর- হাইমচর ৩ আসনের সাবেক সফল এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমদ মানিক ভাইয়ের দিক নির্দেশনায় দল পরিচালনা করে আসছি। দীর্ঘদিন যাবত ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তা বাদী যুবদলের কমিটি নেই, আগামী সপ্তাহের শনিবার কমিটি গঠনের সময় নির্ধার করা রয়েছে, তাই আমি মৈশাদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে নেতা কর্মীদের কাছে ঘোষনা দিয়েছি। উপজেলা যুবদলের সভাপতি ও সদস্য সচিব সহ নেতাকর্মী যদি আমাকে সাধারণ সম্পাদক হিসাবে কমিটি অনুমোদন দেন, আমি ইউনিয়ন যুবদলের নেতা কর্মী নিয়ে দলীয় কার্যক্রম অব্যাহত রাখবো।

মালয়েশিয়ার বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক, পাসপোর্টে নকল স্ট্যাম্পের অভিযোগ

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
মালয়েশিয়ার বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক, পাসপোর্টে নকল স্ট্যাম্পের অভিযোগ

মালয়েশিয়ার কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই আটক হয়েছেন ১৫ জন বাংলাদেশি। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, তারা কুয়ালালামপুর থেকে একটি ফ্লাইটে করে সারাওয়াক প্রদেশের কুচিংয়ে পৌঁছানোর পরই এ অভিযান চালানো হয়।

প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, আটক ব্যক্তিদের মালয়েশিয়ায় বৈধভাবে প্রবেশের কোনো রেকর্ড নেই। পাসপোর্ট পরীক্ষা করে ইমিগ্রেশন কর্মকর্তারা আরও জানান, তাদের পাসপোর্টে ব্যবহৃত হয়েছে ভুয়া ইমিগ্রেশন স্ট্যাম্প। ধারণা করা হচ্ছে, দালালদের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন তারা। প্রতিজনের কাছ থেকে ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।

আটকদের সবাইকে সেমুজা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের আওতায় তদন্ত শুরু করেছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ।

এর আগে, গত ২৫ জুলাই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সাত ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে ৮০ বাংলাদেশিসহ ৯৯ জন বিদেশিকে ফেরত পাঠানো হয়। মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM) জানিয়েছে, উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের টার্গেট করে ওইদিন টার্মিনাল-১-এ এ অভিযান চালানো হয়। যাচাই-বাছাইয়ে নিরাপত্তা শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের দেশে ফেরত পাঠানো হয়।

সূত্র: মালয়মেইল

যিনি চাঁদাবাজদের প্রটেকশন দেওয়ার চেষ্টা করেন তিনি চাঁদার ভাগিদার:সারজিস আলম

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ
যিনি চাঁদাবাজদের প্রটেকশন দেওয়ার চেষ্টা করেন তিনি চাঁদার ভাগিদার:সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা এখানে চাঁদাবাজি দেখতে চাই না। আমাদের কাছে চাঁদাবাজের পরিচয় তিনি চাঁদাবাজ। কোনো ধরনের দলীয়-ব্যক্তিগত কিংবা অন্য কোনো প্রভাবে প্রটেকশন দিয়ে আর চাঁদাবাজকে রক্ষা করা যাবে না। যিনি চাঁদাবাজদের প্রটেকশন দেওয়ার চেষ্টা করেন তিনি চাঁদার ভাগিদার হিসেবে বিবেচিত হবেন।’

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে পদযাত্রা শেষের পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘২৪ পরবর্তী বাংলাদেশের প্রশাসন, পুলিশসহ অন্য বাহিনীও বাংলাদেশের জন্য দেখতে চাই। দেশের মানুষের জন্য দেখতে চাই। আমরা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা কোনো মিডিয়াকেও ব্যক্তি, গোষ্ঠী বা দলের দালাল হিসেবে দেখতে চাই না। মিডিয়া যেন কোনো ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজে না লাগে।’

তিনি বলেন, ‘কয়েকটি মিডিয়া অন্ধভাবে দালালি করেছে। আমরা চাই না ২৪ পরবর্তী বাংলাদেশে কোনো মিডিয়ার আর করুণ দশা হোক। আমরা পর্যবেক্ষণ করছি কোন মিডিয়া কার হয়ে কাজ করছে।’

সারজিস আলম বলেন, ‘শহীদ মারুফ হত্যার বিচারের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসামি ধরার তৎপরতা দেখা যাচ্ছে না। আমরা দেখছি টাঙ্গাইলের প্রশাসন কিংবা কিছু ব্যক্তি ও গোষ্ঠী সেই বিচারিক প্রক্রিয়াকে সামনের দিকে অগ্রসর না করে মামলা বাণিজ্য শুরু করেছেন। আমরা চিনে রাখছি কারা এ মামলা বাণিজ্য করছে।’

তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে পছন্দের কিছু জেলা বাদ দিয়ে ইচ্ছাকৃত বঞ্চিত করা হয়েছে। যমুনা পাড়ের মানুষের জন্য হাজার কোটি টাকার বরাদ্দ আসেনি। যেটুকু এসেছে তাদের নেতাকর্মীরা লুট করেছে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে টাঙ্গাইলের তাঁত শিল্প ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে। ঐতিহ্যবাহী ভাসানী হল। এ হলকে কেন্দ্র করে ভাসানীর নাম ছড়িয়ে পড়তে পারতো। কিন্ত সেই হলকে মাদকাসক্তদের আস্তানা বানানো হয়েছে।’

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর সঞ্চালনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, সিনিয়র সদস্যসচিব সারোয়ার নিভা ও ডা. তাজনুভা জাবিন প্রমুখ উপস্থিত ছিলেন।