খুঁজুন
শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ, ১৪৩২

গাজায় ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে শিশুরা, চাপ বাড়লেও থামছে না ইসরায়েল

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ
গাজায় ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে শিশুরা, চাপ বাড়লেও থামছে না ইসরায়েল

ইসরায়েলের অবরোধ ও বোমাবর্ষণের মধ্যে গাজা উপত্যকায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, উপত্যকার লাখো মানুষ অনাহারের মুখে, শিশুরা কাঁদছে ক্ষুধার যন্ত্রণায়, আর কিছু না হলে এই সংকট মৃত্যুতে পরিণত হবে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পূর্ব জেরুজালেম প্রতিনিধি আন্তোয়ান রেনার্ড বলেন, ইসরায়েল কিছু সীমান্ত অস্থায়ীভাবে খুলে দিলেও তা ‘গাজায় তীব্র খাদ্য সংকটের তুলনায় একেবারেই অপ্রতুল’।

তিনি বলেন, এখন পর্যন্ত কেরেম শালোম সীমান্ত দিয়ে সামান্য কয়েকটি ট্রাক গাজায় ঢুকতে পেরেছে। রেনার্ড জোর দিয়ে বলেন, জাতিসংঘের মাধ্যমে বিদ্যমান খাদ্য সরবরাহ ব্যবস্থাই অব্যাহত রাখা দরকার; তা ভেঙে দিলে পুরো গাজার জনগোষ্ঠী অনাহারের মুখে পড়বে এবং আমরা তা ঠেকাতে পারবো না।

জাতিসংঘ আরও জানায়, কিছু ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করলেও ইসরায়েলি বিধিনিষেধের কারণে সেগুলো বিতরণ করা যাচ্ছে না।

দক্ষিণ গাজার এক নার্স তার হোয়াটসঅ্যাপ বার্তায় বলেন, আমরা তপ্ত রোদে তাঁবুর নিচে থাকি, পেটে কিছু নেই। আমার সন্তানরা ক্ষুধায় কাঁদছে। একজন মা হিসেবে আমি অসহায়—না পারছি ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে, না ক্ষুধা থেকে, না গরম কিংবা পোকামাকড় থেকে।

খান ইউনুসের এক বাবা জানান, আমি ভালো নেই, আমার সন্তানরাও নয়।

গাজা প্রশাসনের দাবি, গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ‘ক্ষুধানীতির’ কারণে অন্তত ৩২৬ জন ফিলিস্তিনি মারা গেছেন। জাতিসংঘের হিসেব অনুযায়ী, আরও অন্তত ১৪ হাজার শিশুর ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে, যদি খাদ্য সহায়তা না পৌঁছায়।

এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই জানা গেছে, ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে হামলা অব্যাহত রেখেছে। মঙ্গলবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত ৪২ জন নিহত হয়েছেন। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনাও ইসরায়েলকে থামাতে পারছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৩ হাজার ৫৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২১ হাজার ৬৮৮ জন আহত হয়েছেন। তবে এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং নিখোঁজদের মৃত বলে ধরা হলে মৃতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন প্রো-ভিসি ফরিদগঞ্জের অধ্যাপক ড. মাসুম ইকবাল

তারেক রহমান তারু
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন প্রো-ভিসি ফরিদগঞ্জের অধ্যাপক ড. মাসুম ইকবাল

‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র নতুন প্রো-ভিসি নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালকে এই পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। অধ্যাপক মাসুম ইকবাল ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান। তার বাড়ি উপজেলার গাজীপুর গ্রাম।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩২ (১) অনুযায়ী অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালকে তিন শর্তে এই নিয়োগ প্রদান করা হয়।

এসব শর্তের মধ্যে রয়েছে, প্রো-ভিসি পদে অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন, তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালের জন্ম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামে। তার দাদা মরহুম মুসলিম সওদাগর গাজীপুর আহম্মদিয়া ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা ছিলেন। তার পিতা মো. ইদ্রিস মিয়া। ড. মাসুম ইকবাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশাপাশির দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন। দেশি এবং বিদেশি জার্নালে তার প্রকাশনা সংখ্যা ৫০ এর বেশি। তার সহধর্মিনী ঢাকা মহানগর মহিলা কলেজের অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় ২০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক মাসুম ইকবাল ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্ট কর্তৃক সেরা শিক্ষকের পুরস্কারসহ উচ্চশিক্ষায় বিশেষ অবদানের জন্য পেয়েছেন নানান পুরস্কার।

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর

মিজান লিটন
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নব-নির্বাচিত কার্যকরী পরিষদের কাছে বিগত পরিষদ দায়িত্ব হস্তান্তর করেন।

বৃহস্পতিবার ৩১ জুলাই বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের ৩য় তলায় বিদায়ী সভাপতি এম এ লতিফ ও সাধারণ সম্পাদক সহ অনান্যরা নবাগত সভাপতি ইয়াসিন আরাফাত ( চৌধুরী ইয়াসিন ইকরাম ) ও সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী সহ নবাগত কার্যকরী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি এমএ লতিফ । পরিচালনা করেন সাবেক ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি অ্যাড. ইয়াসিন আরাফাত (চৌধুরী ইয়াসিন ইকরাম), সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক, সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সজিব খান, সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু, কোষাধ্যক্ষ শেখ আল মামুন, দপ্তর সম্পাদক মানিক দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনোয়ারুল হক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইমাম হোসেন গাজী, কার্যকরী সদস্য এম এ লতিফ, কেএম মাসুদ, মিজানুর রহমান লিটন বিদায়ী কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সাংগঠনিক কাগজপত্রাদি বিদায়ী পরিষদের সদস্যরা নবনির্বাচিত নতুন পরিষদের সদস্যদের হাতে তুলে দেন।

উল্লেখ্য, নির্বাচিত এই পরিষদ ২০২৫ সালের ১ লা আগষ্ট থেকে আগামী ২ বছরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

অপেক্ষা করেন, কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা:আইন উপদেষ্টা

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৮:১৪ অপরাহ্ণ
অপেক্ষা করেন, কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা:আইন উপদেষ্টা

আগামী কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।

গত তিন-চারটি নির্বাচনে ভোট দিতে পারিনি, সামনে আমরা ভোট দিতে পারবো তো? জানতে চাইলে উপদেষ্টা বলেন, অবশ্যই পারবেন, ভোট দিতে সবাই পারবেন।

আপনাদের উদ্যোগটা কী? জানতে চাইলে তিনি বলেন, আমাদের হেন উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। ভোটাধিকারের কথা বলছেন? ক্লাসে যখন যেতাম। জিজ্ঞেস করতাম ছাত্রদের- আপনাদের মধ্যে কে কে ভোট দিয়েছেন- তারা হাসাহাসি শুরু করতেন। কেউ কেউ বলতেন স্যার ভোট দিয়েছি, তবে ১০/১২টা। ৯০ শতাংশ বলতেন তারা ভোট দেননি। যাই হোক আমাদের সেই দুঃখ ঘুঁচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।

কবে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করুন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।

২০০৮-এ তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচন হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন নেই। এর পরের নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। আপনারা এবার কি করবেন যে এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে? এ বিষয়ে আসিফ নজরুল বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই, এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। ২০০৮-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন ২০০৮-এর নির্বাচন নিয়ে।

উপদেষ্টা বলেন, নির্বাচনী কার্যক্রমতো নির্বাচন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদের বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার (প্রধান উপদেষ্টা) আমাদের সব সময় বলেন।