খুঁজুন
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র, ১৪৩২

ফরিদগঞ্জে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের অনুদান প্রদান

আনিছুর রহমান সুজন
প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ
ফরিদগঞ্জে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের অনুদান প্রদান

চাঁদপুরের ফরিদগঞ্জে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যরালাইসিস, থ্যালাসেমিয়াসহ দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহযোগিতা বাবাদ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৫ মে) ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা ও সহকারী পরিচালক বিল্লাল হোসেন মজুমদার।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুদ্দিন, চাঁদপুর শিশু কল্যাণ পরিবারের সহকারি পরিচালক রুহুল আমিন বাসার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ। আলোচনা শেষে ২৬জনকে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না’

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না’

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন— এমন ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

তিনি জানিয়েছেন, পৃথিবীর কোনো শক্তি এই ভোট ঠেকাতে পারবে না। এ লক্ষ্যে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

রবিবার রাজধানীতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজে। পরে সাংবাদিকদের ব্রিফ করেন তার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচন নিয়ে সব ধরনের ষড়যন্ত্র ও বাধা মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত রয়েছে। কোনো পক্ষ যেন সহিংসতা বা বিশৃঙ্খলার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম আরও জানান, আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়েও প্রধান উপদেষ্টা দিকনির্দেশনা দিয়েছেন।

ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে— বলেন শফিকুল আলম।

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ১১ মাদক কারবারি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ১১ মাদক কারবারি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় যৌথ বাহিনী পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ১১ কারবারিকে গ্রেপ্তার ও ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, শনিবার দিনগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত যৌথ বাহিনী পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক কারবারি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

এর মধ্যে কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে কোয়া এলাকা থেকে মাদ কারবারি মানিক (২২) ও মনিরকে (২৩) গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট। একই উপজেলার শাহেদাপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মাদক কারবারি ইমাম হোসেনকে (৩৮)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০পিস ইয়াবা ট্যাবলেট।

সদর আর্মি ক্যাম্প হতে অভিযান চালিয়ে শহরের নতুন বাজার এলাকা থেকে মাদক কারবারি মো. সাইফুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিমাপ করার দুটি মেশিন।

একই উপজেলার বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৪ মাদক কারবারিকে। তারা হলেন, আল-আমিন (৩৫), মো. সবুজ (১৫), মো. রনি (২৮) ও মো. রিজবী (২০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৭ পিস ইয়াবা ট্যাবলেট।

সদর উপজেলায় অপর অভিযানে শহরের নাজিরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় ৩ মাদক কারবারিকে। তারা হলেন- মেহেদী রহমান (২৪), শান্ত খান (২৬) ও রহিমা বেগম (৩০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট।

এদিকে ফরিদগঞ্জ উপজেলায় অপর অভিযানে বিশকাটালি এলাকা হতে ২৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ১৪টি বড় ছুরি, সাতটি চাপাতি ও তিনটি ছোট ছুরি। এই ঘটনায় কেউ আটক হয়নি।

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, উদ্ধারকৃত মাদক, দেশীয় অস্ত্র ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে।

মতলব উত্তরে চোরাই গরু ও পিকআপসহ ২ চোর আটক

মতলব উত্তর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
মতলব উত্তরে চোরাই গরু ও পিকআপসহ ২ চোর আটক

মতলব উত্তর উপজেলায় গোয়ালঘর থেকে চুরি হওয়া ২টি গরু, একটি পিকআপসহ ২ চোরকে আটক করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড রুহিতারপাড় এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে নাসির সরদারের (৬০) গোয়ালঘরে সঙ্গোপনে প্রবেশ করে অজ্ঞাতনামা চোরেরা ২টি গরু নিয়ে যায়। গরু হারিয়ে নাছির সরদার আত্মীয়-স্বজনদের মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে খবর আসে যে কুমিল্লার দাউদকান্দি থানার খালিশা এলাকায় একটি পিকআপসহ ২ চোরকে আটক করেছে স্থানীয়রা।

পরবর্তীতে নাছির উদ্দীনের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে গরু ২টি শনাক্ত করেন এবং মতলব উত্তর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের হেফাজতে নেন। এ সময় পুলিশ চোরাই গরু, পিকআপ ও ২ চোরকে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে নুর মোহাম্মদ ওরফে নুর আলম (২৬)। তার বিরুদ্ধে মতলব উত্তর থানা সহ বিভিন্ন থানায় ৬টি মাদক ও চুরির মামলা রয়েছে। অন্যজন কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ ছিনাইকান্দি গ্রামের বারিক বেপারী ছেলে শেখ ফরিদ (৪৭)।

এ সময় তাদের কাছ থেকে ২টি গরু (একটি লাল রঙের, একটি কালো রঙের) ও একটি লাল রঙের মিনি পিকআপ (রেজি. নং: ঢাকা মেট্রো-ন-১৭-৯২৬৩) উদ্ধার করা হয়েছে।

নাছির সরদার বলেন, রাতের অন্ধকারে আমার গোয়ালঘর থেকে ২টা গরু চুরি করে নিয়ে যায়। অনেক খুঁজাখুঁজির পর খবর পাই গরু দাউদকান্দিতে আটক আছে। আল্লাহর রহমত আর পুলিশের তৎপরতায় আমার গরু ফিরে পেয়েছি। পুলিশের কাছে আমি কৃতজ্ঞ।

এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, স্থানীয়দের সহায়তায় চুরি হওয়া গরু ও পিকআপ উদ্ধার করা হয়েছে। আটককৃত দুই চোরকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে চুরি ও মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।