খুঁজুন
সোমবার, ৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ়, ১৪৩২

মতলব দক্ষিণ উপজেলা পরিষদে জনবল সংকটে চলছে ১৭টি দপ্তর

মোঃ রবিউল আলম
প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ
মতলব দক্ষিণ উপজেলা পরিষদে জনবল সংকটে চলছে ১৭টি দপ্তর

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগে জনবল সংকটের মধ্যে দিয়ে চলছে অফিসের কার্যক্রম। পরিষদের ১৭ টি দপ্তরেই দীর্ঘদিন ধরে যাবৎ জনবল সংকটে পড়ে আছে। এতে অফিসের দাপ্তরিক কাজে দেখা দিয়েছে স্থবিরতা। এছাড়া সেবা নিতে আসা মানুষজন সেবা না পেয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অধিকাংশ অফিসগুলোতে জনবল না থাকায় কর্মকর্তা নিজেই দাপ্তরিক কাজ করছেন।

উপজেলা পরিষদ কার্যালয় সূত্র জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে উপ-সহকারী প্রকৌশলী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কার্য সহকারী ও অফিস সহায়কের পদটি দীর্ঘদিন ধরে খালি থাকায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেতুপ্রকল্পের একজন কার্য সহকারী নিয়ে অফিসের কার্যক্রম পরিচালনা করছেন।

কাবিটা, কাবিখা ও টিআর মিলিয়ে দুটি পৌরসভা বাদে ২৫০টি প্রকল্প চলমান রয়েছে। লোকবল সংকটের কারণে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে একাই এসব প্রকল্পের তদারকি করতে হচ্ছে। তিনি ফিল্ডে গেলে অফিস ফাঁকা, অফিসে থাকলে মাঠ ফাঁকা, এই অবস্থার মধ্য দিয়ে চলছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে বিভিন্ন পদে ১১ জন কর্মকর্তা-কর্মচারির মধ্যে রয়েছে মাত্র ৬ জন। এর মধ্যে ভেটেরিনারি সার্জনের গুরুত্বপূর্ণ পদটি দীর্ঘ ৫ বছর ধরে শূন্য অবস্থায় পড়ে আছে। কম্পিউটার অপারেটরের পদে লোক নেই দীর্ঘ প্রায় ৩ বছর যাবৎ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিভিন্ন পদে ৩৫ জনের মধ্যে কর্মরত আছে ২২ জন। বাকী ১৩ টি পদ দীর্ঘ দিন যাবৎ শূণ্য রয়েছে।

৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৭ জন মেডিকেল অফিসারের মধ্যে কর্মরত আছেন ৮ জন। এছাড়া ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারের স্থলে কর্মরত রয়েছে ৩ জন । অজ্ঞান করা ডাক্তার না থাকায় অপারেশন থিয়েটারের কার্যক্রম দির্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ড্রাইভার না থাকায় এ্যাম্বুলেন্সের সেবা পাচ্ছেনা দীর্ঘদিন যাবৎ। ৫ জন পরিচ্ছন্নতা কর্মী ৫ জনের স্থলে কর্মরত আছে ২ জন।
এছাড়া উপজেলা পরিষদের আরো বেশ কয়েকটি দপ্তরে জনবল সংকটে রয়েছে।

উপজেলা ভূমি অফিসের ‘কানুনগো” পদটি শুন্য রয়েছে দীর্ঘ দিন যাবৎ। যার কারনে অফিসের বিভিন্ন কাজে স্থবিরতা দেখা যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ারুল ইসলামসহ একাধিক দপ্তরের কর্মকর্তারা জানান, ‘জনবল সংকটের কারনে দাপ্তরিক কাজের পাশাপাশি উন্নয়নমূলক কাজ করতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন, যেসকল দপ্তরগুলোতে জনবল সংকট রয়েছে ওই দপ্তরের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের নিকট জনবল চেয়ে আবেদন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ পদগুলোর জনবল সংকট কেটে যাবে।’

শাহরাস্তিতে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন হৃদয়
প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ
শাহরাস্তিতে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে শাহরাস্তিতে সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়েছে। রবিবার (৬ জুলাই) শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কালিয়াপাড়া এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়ার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপম পাটওয়ারী, শাহ মোহাম্মদ আলী , সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, বিএনপি নেতা মমতাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক  আনোয়ার হোসেন আখন্দ, পৌর  বিএনপি সহ -সভাপতি  মোঃ আবুল কালাম, শফিউল্লাহ বাচ্চু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সাবেক সভাপতি আব্দুল মান্নান, মাধ্যমিক শিঃ সঃ সঃ সাধারণ সম্পাদক বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন এমএসসি, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব হাসান বাবলু, পৌর  বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সেচ্চাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সিপন, শ্রমিক দলের  আহবায়ক হেলাল উদ্দিন দুলাল, পৌর শ্রমিক দলের আহবায়ক আঃ খালেক, ছাত্রদলের সভাপতি  এবি এম পলাশ,  সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী প্রমুখ।

বাংলাদেশকে ধরে রাখতে হলে এবং এগিয়ে নিতে হলে জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই:হুমায়ুন কবির

আনিছুর রহমান সুজন
প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
বাংলাদেশকে ধরে রাখতে হলে এবং এগিয়ে নিতে হলে জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই:হুমায়ুন কবির

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারী বলেছেন, রাজনীতি কোন ব্যক্তির স্বার্থে হয় না। দেশ ও জনগণের স্বার্থেই রাজনীতি করতে হয়। গত ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশের স্বার্থে জেল জুলুম অত্যাচার সহ্য করেছে বলেই, আজ স্বাধীন ভাবে আমরা কথা বলতে পারছি।

গত ৫ আগস্ট ফ্যাসিবাদী শক্তির পতনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে ধরে রাখতে হলে এবং এগিয়ে নিতে হলে জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই। শহীদ জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিই পারে এই যাত্রাকে এগিয়ে নিতে। ফ্যাসিবাদী বিরোধী ঐক্যের প্রতীক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারুন্যের অহংকার তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করবেন। শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমাদের মনে রাখতে হবে। দলের মধ্যে নেতৃত্ব ও মনোনয়ন পাওয়া নিয়ে প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা যেন দলের ক্ষতি না করে, আমাদের এই বিষয়ে সজাগ থাকতে হবে।

রোববার বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডস্থ আরাফাত হোটেলের পার্টি হাউজে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কাউছার আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল।

এছাড়া বক্তব্য আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক নজির আলী খান।

আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ইউনিয়ন পর্যায়ের সাংস্কৃতিক দলের জুয়েল পাটওয়ারী, মোঃ সাইফুল ইসলাম, শাহ আলম মাষ্টার, অহিদ ভূঁইয়া, কামাল হোসেন বেপারী, আমির হোসেন কালু, মামুনুর রহমান সুমন, হান্নান বরকন্দাজ, মোঃ নাজমুল ভূঁইয়া, মোঃ মমিন গাজী, জাহাঙ্গীর মিজি, শামীম পাটওয়ারী, রাশেদুল ইসলাম রাশেদ, তোফাজ্জল হাজী, মোঃ হুমায়ুন কবির, নাছির হাজী, মোঃ জাকির হোসেন, নুর আলম গাজী, বারেক ভূঁইয়া, তুহিন হাসান খান, মনির হোসেন, গিয়াস উদ্দিন খান, মাহাবুবু আলম কালু, মিজান বেপারী, ওয়াবেদ উল্যা ,নজির আলী খান, কামাল তপদার, মোঃ শাহাবুদ্দিন, জুলহাস মিয়া, সোহাগ ইসলাম বাবু, জয়নাল হাজী, মোঃ কিরন হোসেন, মানিক গাজী, শ্রী মনি কিশোর, মোতালেব হোসেন, আরমান মুন্সী, মোঃ নজরুল ইসলাম, খায়ের মিজি, রাশেদ দর্জি, মোঃ বিল্লাল হোসেন, সাদ্দাম মিজি, আলমগীর বেপারী, বাবর পাটওয়ারী, ফরিদ হোসেন, শিপন মুন্সী, সুমন গাজী, ইয়াছিন রিয়াদ, শ্রী সমর দাস, খোকন মিজি, এমরান পাটওয়ারী প্রমুখ।

এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি ও সাংষ্কৃতিক দলের নেতৃবৃন্দ।

মধ্য বালিয়া বনাম পূর্ব বালিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো:আরিফুল ইসলাম
প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ
মধ্য বালিয়া বনাম পূর্ব বালিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের মধ্য বালিয়া বনাম পূর্ব বালিয়া স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ফুটবল খেলায় যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো: শাহাদাত হোসেন মারুফ।

এসময় তিনি বলেন, একমাত্র নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে। নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি ভাবে সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তিও পাওয়া যায়। একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোন বিকল্প নেই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো: আরিফুল ইসলাম রুবেল।এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।

ফুটবল টুর্নামেন্টে মধ্য বালিয়া স্পোর্টিং ক্লাব দল ১-০ গোলে পূর্ব বালিয়া স্পোর্টিং ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।