খুঁজুন
শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র, ১৪৩২

সন্তানদের লেখাপড়া, সুঁই সুতা গাঁথা থেকে বেরিয়ে আসতে হবে নারীদের: জেলা প্রশাসক

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ
সন্তানদের লেখাপড়া, সুঁই সুতা গাঁথা থেকে বেরিয়ে আসতে হবে নারীদের: জেলা প্রশাসক

চাঁদপুরে নারী উদ্যোক্তা উন্নয়নের বর্তমান প্রেক্ষাপট ও করণীয় সম্পর্কে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে ওয়াইডব্লিউসিএ এর সম্মেলন কক্ষে চাঁদপুর উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, কিছু কিছু গন্ডি থেকে নারীদের বেরিয়ে আসতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। নারীরাও যেন পুরুষদের মত হোটেল, রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসা করতে পারে সেদিকেও চিন্তা করতে হবে।

ডিসি বলেন, একটা সময় ছিলো নারীকে সেবাদাসী হিসেবে বলা বা ভাবা হতো। ছেলেদের পড়াশোনার সময় টাকার কোন ঘাটতি থাকে না আর মেয়েদের পড়াশোনার সময় টাকার ঘাটতি থাকে। মেয়েদের সাবলম্বী করে তুলতে বিশেষ করে ছাত্রীদের জন্যে বিভিন্ন ধরণের ব্যবসা বানিজ্য চালু করতে হবে। ইলিশ কেন্দ্রিক অনেক ব্যবসা করা যেতে পারে।

ডিসি আরো বলেন, বাসায় বসে থাকলে নারীরা এগিয়ে যেতে পারবে না। নারীদের ঘর থেকে বের হয়ে এসে জয়ীতা হতে হবে। বেগম রোকেয়া লেখনির মাধ্যমে বুজাতে চেয়েছেন আপনাদের তা বাস্তবায়ন করতে হবে। ছেলে মেয়েদের লেখাপড়া, সুঁই সুতার গাঁথা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি ব্যাংকার প্রতি আহবান জানিয়ে বলেন, নারীদেরকে আপনারা ঋন দেয়ার ব্যবস্থা করেন। নারীরা আপনাদের কাছে গেলে সহায়তা করেন। আমাদের তাদের সহায়তা করা উচিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান রনি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা আক্তার, কৃষি বিপণন কর্মকর্তা মাসুদ রানা, ফয়সাল আহমেদ বাহার প্রমূখ।

অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন ও সভাপতিত্ব করেন উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তার।

উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ফেরদৌসী বেগম আলোর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি পাপড়ি বর্মন। এছাড়াও মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ নারী উদ্যোক্তাসহ উপস্থিত সূধীজন।

প্রাথমিক শিক্ষকদের আলটিমেটাম, ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
প্রাথমিক শিক্ষকদের আলটিমেটাম, ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন

বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতিসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ থেকে সরকারকে আলটিমেটাম দিয়েছেন প্রাথমিকের শিক্ষকরা।

আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মেনে নিলে পরদিন ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি করবেন সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

শনিবার বিকেল ৪টার দিকে শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকরী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ মহাসমাবেশ আয়োজন করে। মহাসমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়ে শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা জানান।

শিক্ষকদের দাবিগুলো হলো—প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এন্ট্রি পদ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া, শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের দাবি মেনে না নিলে ২৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সহকারী শিক্ষক ঐক্য সংগঠন আমরণ অনশন শুরু করবে।

সরকার ব্যর্থ, কঠোরতম ব্যবস্থা গ্রহণে সেনাপ্রধানকে আহ্বান জাপা মহাসচিবের

আলোকিত চাঁদপুর ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:০২ অপরাহ্ণ
সরকার ব্যর্থ, কঠোরতম ব্যবস্থা গ্রহণে সেনাপ্রধানকে আহ্বান জাপা মহাসচিবের

বর্তমান অন্তর্বর্তী সরকার দেশবাসীর প্রত্যাশা পূরণে শতভাগ ব্যর্থ এবং জনগণ তাদের আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ। অবিলম্বে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জাপা মহাসচিব একই সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রতি আহ্বান জানিয়েছেন- প্রয়োজনে তিনি যেন কঠোরতম ব্যবস্থা গ্রহণ করেন।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান জাপা মহাসচিব।

কাজী মামুনূর রশিদ বলেন, ২০২৪-এর ৫ আগস্ট পরবর্তী দেশব্যাপী মব ভায়োলেন্স, হত্যা, লুটপাট, চাঁদাবাজি, মামলা বাণিজ্যের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতায় দেশবাসীর যখন নাভিশ্বাস উঠে যাবার উপক্রম, ওই সময় দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সরাসরি হস্তক্ষেপে দেশব্যাপী কিছুটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে শুরু করে। কিন্তু এখনো কতিপয় গোষ্ঠীর দুর্বৃত্তরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এ ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে।

শুক্রবার মব সৃষ্টি করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে লুটপাট ও অগ্নিসংযোগের অপচেষ্টা করা হয় অভিযোগ করে কাজী মামুন বলেন, ‘এই মব সৃষ্টিকারীরা ৫ আগস্টের পর দুবার জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করে কিন্তু গতকাল দেশপ্রেমিক সেনাবাহিনী ও পুলিশ বাহিনী জাতীয় পার্টির কার্যালয় ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কঠোর হতে বাধ্য হয়।’

বিবৃতিতে জাপা মহাসচিব বলেন, ‘মব সৃষ্টিকারী ও লুটপাটকারীদের দেশপ্রেমিক সেনাবাহিনী ও পুলিশ বাহিনী ছত্রভঙ্গ করে দেবার পর কতিপয় সুবিধাবাদী গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলাকারীদের পক্ষে মায়াকান্না শুরু করেছে। তাদের সাথে তাল মিলিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাও ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে মব সৃষ্টিকারীদের রক্ষায় যারা তৎপর তারা বর্তমান সরকারের অংশ।’

‘আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর দেশপ্রেমিক কর্মকর্তা ও সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) বিরুদ্ধে কতিপয় দেশবিরোধী চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় পার্টি এ ধরনের চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছে।’ বলেন কাজী মামুন।

বিবৃতিতে বলা হয়, ‘মব ভায়োলেন্স, অগ্নিসংযোগ, লুটপাট করে জাতীয় পার্টির অগ্রযাত্রা দমিয়ে রাখা যাবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার দেশবাসীর প্রত্যাশা পূরণে শতভাগ ব্যর্থ। জনগণ তাদেরকে আর দেখতে চায় না। আমরা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের স্বার্থে অবিলম্বে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এ জাতিকে বিদ্যমান গোমট পরিস্থিতি থেকে মুক্তি দেয়ার দেয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাচ্ছি।’

অন্যথায় আগামী দিনগুলো এই দেশ ও জাতির জন্য ভয়ংকর পরিণতি বয়ে আনতে পারে বলে হুঁশিয়ার করে কাজী মামুন বলেন, ‘এ ক্ষেত্রে সেনাপ্রধান জেনারেল ওয়াকার- উজ-জামানের প্রতি আমাদের বিনীত অনুরোধ, গত বছর জাতি আপনার ওপর আস্থা রেখেছিল, তার প্রতি সম্মান দেখিয়ে আপনি প্রয়োজনে দেশ ও জাতির স্বার্থে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করুন।’

কচুয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
কচুয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

রাজধানীর কাকরাইলে শুক্রবার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের মিছিলে ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূরসহ নেতাকমীদের উপর হামলার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়েছে।

শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা গনঅধিকার পরিষদের আয়োজনে সাচার বাজাওে হামলাকারীদের শাস্তির দাবিতে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়।

সাচার পুরো বাজারে বিক্ষোভ শেষে সুরমা বাস কাউন্টারে হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা গনঅধিকার পরিষদের সহ-সভাপতি শরীফুল আজম, গনঅধিকার উপজেলা শাখার নেতা সালাউদ্দিন-শি, উপজেলা সভাপতি ডা. নুরুল হুদা ভূঁইয়া আফসারী, সাধারন সম্পাদক এস.আই সাইদুল ইসলাম ও ছাত্র অধিকার কচুয়া শাখার সভাপতি মো. আবু সাঈদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাইম ব্যাপারী, কচুয়া উত্তর ছাত্র শিবিরের সভাপতি তৌতিফ ওমর ফাহিম ও গণতান্ত্রিক ছাত্র নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় কচুয়া উপজেলা গনঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ দলীয় অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।