খুঁজুন
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ, ১৪৩২

ইসলামী যুব আন্দোলন ফরিদগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্ঠিত

তারেক রহমান তারু
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১:০২ অপরাহ্ণ
ইসলামী যুব আন্দোলন ফরিদগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্ঠিত

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা উপলক্ষে আলোচনা সভা ও কমিটির সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মকবুল হোসাইন।

বৃহস্পতিবার উপজেলার পৌর এলাকায় আল মাদ্রাসাতুল আরাবিয়া ইসলাহুল উম্মাহ মাদ্রাসার মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল্লাহর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা নেয়ামত উল্লাহ, ইসলামী আন্দোলন ফরিদগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আবু মুসা, উপজেলা মুজাহিদ কমিটির ছদর মাওলানা হাফেজ আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম রাজু।

অনুষ্ঠানে শপথ গ্রহন করা ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যসদস্যরা হলেন সহ সভাপতি মুফতি আব্দুল্লাহ আল ফয়সাল, যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক মাওলানা মোক্তার হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা মুজাম্মেল হক, প্রচার সম্পাদক ইব্রাহীম হোসেন রাজু, প্রকাশনা সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, প্রশিক্ষন সম্পাদক আল আমিন, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক শাহাদাৎ মোল্লা, পরিবার কল্যান সম্পাদক মোঃ রিয়াদ পাটওয়ারী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ তুহিন, আইন ও মানবাধিকার সম্পাদক শেখ মুহাম্মদ ফরিদ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, তথ্য ও গভেষনা সম্পাদক কাউছার হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোঃ শাখাওয়াত পাটওয়ারী, সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ গোষ্ঠী কল্যান সম্পাদক মোঃ সোহাগ, উপ সম্পাদক মাওলানা শাহ জালাল ও মুহাম্মদ রিয়াজ।

চাঁদপুরে ৪ মাদক কারবারিসহ ৭ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

আলোকিত চাঁদপ্রু ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
চাঁদপুরে ৪ মাদক কারবারিসহ ৭ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

চাঁদপুর সদর, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে তালিকাভুক্ত ৪ মাদক কারবারি ও ৭ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে টৃথক অভিযানে সেনাবাহিনী ও থানা পুলিশ তালিকাভুক্ত মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তার করে।

এর মধ্যে ২৪ এপ্রিল দিনগত রাতে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে হেলাল (২২) ও মাসুদ (২৬) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৮ কেজি গাঁজা।

একই রাত সোয়া ১টার দিকে কচুয়া উপজেলার পলাশপুর নামক স্থান থেকে মো. মোহসীন (৩০) ও মো. এরশাদ খান (৪০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২১ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ হাজার টাকা এবং একটি মোটর সাইকেল।

একই রাতে চাঁদপুর শহরের প্রেসক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আপন (১৯), শিপন (১৯), ফারহান (১৮) নামে কিশোর গ্যাংয়ের তালিকাভুক্ত তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি সাইনিজ কুড়াল, ৩টি রাম দা ও একটি চাপাতি।

অপরদিকে ২৫ এপ্রিল দিনগত রাত ১১টায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করে উপজেলার কাশারা নামক স্থান থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য মো. হৃদয় (১৮), তাহমিদ হোসেন (১৯), মামুন মিয়া (১৮) ও শাহেদ মোল্লাকে (১৭) গ্রেপ্তার করা হয়।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, জব্দ মাদকদ্রব্য, গ্রেপ্তার মাদক কারাবির এবং কিশোর গ্যাং সদস্যদের স্ব স্ব থানায় পরিবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

মতলবে বিদেশে আগ্নেয়াস্ত্র উদ্ধার

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
মতলবে বিদেশে আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত ঝোপঝাড় থেকে ম্যাগাজিনসহ ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা একটি পিস্তল উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকালে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে মতলব উত্তর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা টহল দিচ্ছিলেন। এ সময় থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ ও সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন টহলরত অবস্থায় উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের নিকট দুইজন অপরিচিত ব্যাক্তিকে সন্দেভাজন চলাফেরা করায় তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় ওই দুই ব্যক্তি দৌড়ে পালানোর সময় রাস্তার পাশে প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ব্যাগটি ফেলে দ্রুত সটকে পড়ে। পরে পুলিশ গিয়ে সেখানে তল্লাশি করে ম্যাগাজিনসহ একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার পিস্তলটি ভারতের তৈরি, যার গায়ে ইংরেজিতে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা ছিল। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ।

১৬ ক্লাসের মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ

আলোকিত চাঁদপুর রিপোর্ট
প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ
১৬ ক্লাসের মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ

চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজেন এই প্রথম ১৬টি ক্লাসের মাধ্যমে মফস্বল সাংবাদিকতায় হাতেখড়ি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।

শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধনী প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার নগর সম্পাদক মিজান মালিক, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা।

সমিতির সভাপতি মুসাদ্দেক আল আকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রেক্লাবের সদস্য মো. আব্দুল্লাহ মজুমদার এবং শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির কোষাধ্যক্ষ মো. সালাহউদ্দিন খান।

সপ্তাহে দুটি ক্লাস করে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রথম ব্যাচে ১৬টি ক্লাস নির্ধারণ করা হয়েছে। প্রতি শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে জেলার ৮ উপজেলার ৮০ জন নবীন সংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহীরা অংশগ্রহণ করেন।