ইসলামী যুব আন্দোলন ফরিদগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্ঠিত


ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা উপলক্ষে আলোচনা সভা ও কমিটির সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মকবুল হোসাইন।
বৃহস্পতিবার উপজেলার পৌর এলাকায় আল মাদ্রাসাতুল আরাবিয়া ইসলাহুল উম্মাহ মাদ্রাসার মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল্লাহর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা নেয়ামত উল্লাহ, ইসলামী আন্দোলন ফরিদগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আবু মুসা, উপজেলা মুজাহিদ কমিটির ছদর মাওলানা হাফেজ আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম রাজু।
অনুষ্ঠানে শপথ গ্রহন করা ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যসদস্যরা হলেন সহ সভাপতি মুফতি আব্দুল্লাহ আল ফয়সাল, যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক মাওলানা মোক্তার হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা মুজাম্মেল হক, প্রচার সম্পাদক ইব্রাহীম হোসেন রাজু, প্রকাশনা সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, প্রশিক্ষন সম্পাদক আল আমিন, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক শাহাদাৎ মোল্লা, পরিবার কল্যান সম্পাদক মোঃ রিয়াদ পাটওয়ারী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ তুহিন, আইন ও মানবাধিকার সম্পাদক শেখ মুহাম্মদ ফরিদ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, তথ্য ও গভেষনা সম্পাদক কাউছার হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোঃ শাখাওয়াত পাটওয়ারী, সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ গোষ্ঠী কল্যান সম্পাদক মোঃ সোহাগ, উপ সম্পাদক মাওলানা শাহ জালাল ও মুহাম্মদ রিয়াজ।
আপনার মতামত লিখুন