সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে নতুন ফ্যাসিজমের দরজা খোলবে: মাওলানা মাকসুদুর রহমান
 
                                                                    
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছরে যারা বার বার জনগণকে ধোকা দিয়ে ক্ষমতায় ছিলো তাদের মুখে ক্ষমতায় গিয়ে সংস্কার বেমানান। ৫৩ বছরে যারা সংস্কার করেনি করতে পারেনি তাদেরকে জনগণ আর বিশ্বাস করে না। সংস্কারবিহীন নির্বাচনের চাপ দিয়ে তারা নতুন বাংলাদেশে আবার ফ্যাসিজম কায়েম করতে চায়। সারাদেশে বিদ্যমান দখল, চাঁদাবাজি, লুটতরাজই তার জ্বলন্ত দৃষ্টান্ত। সংস্কারবিহীন নির্বাচন দেশে নতুন ফ্যাসিজমের দরজা খোলবে।
আজ শুক্রবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়নেই তারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য চাপপ্রয়োগ করছে। সংস্কার ছাড়া যারা আজ নির্বাচনের জন্য তড়িঘড়ি করছে তারা জুলাই অভ্যুত্থানে শহীদের প্রতি গাদ্দারি করছে।
তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি কারো চাপের কাছে নতিস্বীকার করবেন না। দেশের সিংহভাগ রাজনৈতিক দল ও জনগণের অকুণ্ঠ সমর্থন আপনার প্রতি রয়েছে।
তিনি আরও বলেন, ভারতে মুসলিম গণহত্যা চলছে। ধর্মনিরপেক্ষতার আড়ালে আজ ভারতে যা চলছে তা কেবলই মধ্যযোগীয় বর্বরতা। তিনি ভারতের বর্বরতার বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মদ মাইন উদ্দিন সুজন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুহাম্মদ আল-আমিন মোল্লা।
উপজেলা সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও মাওলানা শরিফ মুহাম্মদ মাসুম বিল্লাহর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা সভাপতি ডা. সফিউল্লাহ, সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম শিমুল, মুহাম্মদ আক্তার সরদার, মুহাম্মদ খলিলুর রহমান মুহাম্মদ নয়ন পাটওয়ারী প্রমুখ।
সম্মেলন শেষে প্রধান অতিথি মুহাম্মদ নুরুল ইসলাম হাওলাদারকে সভাপতি, গাজী মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহকে সহ-সভাপতি ও হাফেজ মুহাম্মদ মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন ও শপথ পড়ান।
 
                
 
                 
                                 
                                 
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                     
                                             
                                             
                                             
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মতামত লিখুন