ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাদিপুরা গ্রামবাসী। শুক্রবার বাদ আসর নামাজের পর চাঁদপুর ৪ নং ওয়ার্ডবাসীর সকল স্তরের মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব হাফেজ কাউসার আহমেদ, হাফেজ ইমাম প্রধানিয়া, হাফেজ শহিদুল ইসলাম, আব্দুল কাইয়ুম ও সমাজসেবক মনিরুজ্জামান মিন্টু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যা অবিলম্বে বন্ধ করা হোক। বিশ্ববাসীর কাছে আবেদন জানাই, ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। বাংলাদেশের সকল মুসলিম ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের সকল পণ্য বয়কট করার আহ্বান জানান।
তারা আরো বলেন, ইসরায়েলের বর্বরোচিত হামলায় শিশুদের হত্যার দৃশ্যে আমাদের সন্তানের মুখ আমরা দেখতে পাই। যা সহ্য করার ক্ষমতা আমাদের নেই। বোমার আঘাতে ক্ষতবিক্ষত দেহ আমাদের হৃদয়কেও ক্ষতবিক্ষত করে যাচ্ছে। সেই তাড়না থেকে রাস্তায় প্রতিবাদ করতে এসেছি। অবিলম্বে এই গণহত্যা বন্ধে মুসলিম রাষ্ট্রগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন