গাজায় গণহত্যার প্রতিবাদে চাঁদপুরে জামায়াতে হিযবুল্লাহর বিক্ষোভ মিছিল
 
                                                                    
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর চলমান আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখা বিক্ষোভ মিছিল করেছে। চাঁদপুরের স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ এ মিছিলে অংশ নিতে দেখা গেছে।
মঙ্গলবার বিকেলে শপথ চত্বরের সামনে বাংলাদেশ জামায়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলে এসময় তারা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ‘সাবিলুনা সাবিলুনা, ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবর, নারায়ে রিসালাত-মুহাম্মাদুর রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসরাইলি পণ্য- বয়কট করো, ‘ইসরাইল নয়-গাজা চাই’ এমন নানা শ্লোগানে গর্জে ওঠে।
সংগঠনের জেলা সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার বলেন, আজাদী মানবজাতির মৌলিক আকাক্সক্ষা। ইনশাআল্লাহ, একদিন ফিলিস্তিনও স্বাধীনতা লাভ করবে। শহীদদের পাশাপাশি ইতিহাস মনে রাখবে তাদেরও, যারা এই সংকটময় সময়ে নিশ্চুপ ছিলো।
সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান বলেন, গত পাঁচ দশকের বেশি সময় ধরে ইসরাইলি দখলদার বাহিনী ফিলিস্তিনিদের ওপর যে বর্বর নির্যাতন চালিয়ে যাচ্ছে, তা মানবসভ্যতার সব সীমা ছাড়িয়ে গেছে। এবারের গণহত্যা যেন কফিনের শেষ পেরেক। এখনই সময় মুসলিম বিশ্বকে একযোগে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর।
জামায়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মিজানুর রহমান, হাজীগঞ্জ উপজেলা জামায়াতে হিযবুল্লাহর সহ-সভাপতি মাওঃ মোঃ আখতার হোসাইন, আহালে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাওঃ এএইচএম আহসান উল্লাহ, ছাত্র হিযবুল্লাহর ছারছীনা মাদ্রাসা ক্যাম্পাস শাখার সাবেক সভাপতি মাওঃ মোঃ আল-আমিন, রামপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওঃ সুলতান আহমদ, যুব হিযবুল্লাহর জেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ হাবিবুর রহমান সালেহী, ছাত্র হিযবুল্লাহর জেলার সাবেক সাধারণ সম্পাদক মাওঃ কাওছার আহমদ, আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন ও সদস্য সচিব মাহমুদুল হাসান প্রমুখ।
জুলফিকার হামদ-নাত গজল পরিবেশক দলের সদস্যরা কোরআন তেলাওয়াত, হামদ-নাতে রাসূল ও ফিলিস্তিন সঙ্গিত পরিবেশ করেন।
 
                
 
                 
                                 
                                 
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                     
                                             
                                             
                                             
                                             
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মতামত লিখুন